শুক্রবার মুক্তি পেয়েছে এন রাশেদ চৌধুরী পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘চন্দ্রাবতী কথা’। ছবিতে চন্দ্রাবতী চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল। ষোড়শ শতকের চন্দ্রাবতী হয়ে ওঠার গল্প বললেন তিনি।
অভিনেত্রী দিলরুবা দোয়েলের প্রথম ছবি নাসিরউদ্দীন ইউসুফের ‘আলফা’। দ্বিতীয় ছবি ‘চন্দ্রাবতী কথা’য় তিনি হয়েছেন চন্দ্রাবতী। কে এই চন্দ্রাবতী? চন্দ্রাবতীর গল্প জানতে গেলে ফিরে যেতে হবে আজ থেকে সাড়ে চার শ বছর আগে। কিশোরগঞ্জের পাতুয়ারীতে ছিল চন্দ্রাবতীর নিবাস। মনসামঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা দ্বিজ বংশীদাস ছিলেন চন্দ্রাবতীর বাবা। কিন্তু চন্দ্রাবতীর নিজেরও আলাদা পরিচয় আছে। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি তিনি। মলুয়া, দস্যু কেনারামের পালা, রামায়ণ গীতিকা তাঁরই লেখা।
চন্দ্রবতীকে নিয়ে লেখা হয়েছে একটি গীতিকা। মৈমনসিংহ গীতিকার সেই পালার নাম `জয়-চন্দ্রাবতী'। পরবর্তী সময়ে আরও অনেক পালায়, গল্পে, কাহিনিতে এসেছে চন্দ্রাবতী প্রসঙ্গ।
ষোড়শ শতকের অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী এই নারীকে নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘চন্দ্রাবতী কথা’। গবেষণা, শুটিং পূর্বপ্রস্তুতি, শুটিং, পোস্ট প্রোডাকশন—সব মিলিয়ে ছবিটি শেষ করতে পাঁচ বছরের মতো সময় লেগেছে। কেমন ছিল প্রস্তুতি?
দোয়েল বলেন, ‘অনেক দিনের প্রস্তুতি ছিল। রাশেদ ভাইয়ের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে অনেক অনেক রিহার্সাল করেছি। ছবিটা ময়মনসিংহের গীতিকবিতার, তাই আমাকে পুরো ছবিতে ময়মনসিংহের ভাষায় কথা বলতে হয়েছে। আমি রংপুরের মেয়ে, এটা আমার জন্য প্রথমে সহজ ছিল না।’
নাসিরউদ্দীন ইউসুফ, মোরশেদুল ইসলাম, নুরুল আলম আতিক, মাসুদ হাসান উজ্জলসহ অনেক গুণী নির্মাতা ছবিটি দেখে প্রশংসা করছেন। শুভকামনা জানাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। দোয়েল বলেন, ‘গুণীজনদের প্রশংসা সত্যিই আমাদের আবেগাপ্লূত করে দিচ্ছে। আসলে এটা পুরো টিমওয়ার্ক ছিল। আর রাশেদ ভাইয়ের সব ক্রেডিট। ওনার এত পড়াশোনা, ডেডিকেশন, প্যাশন ছিল যে আমরা সবাই নিজেদের সর্বোচ্চটা দিতে পেরেছি। কী করব আমরা পরিষ্কার ছিলাম। আমাদের ইতিহাস-ঐতিহ্য নিয়ে ছবি তো খুব কম হয়। সে ক্ষেত্রে এই ছবি দারুণ সাহসী একটা কাজ।’
শুক্রবার মুক্তি পেয়েছে এন রাশেদ চৌধুরী পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘চন্দ্রাবতী কথা’। ছবিতে চন্দ্রাবতী চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল। ষোড়শ শতকের চন্দ্রাবতী হয়ে ওঠার গল্প বললেন তিনি।
অভিনেত্রী দিলরুবা দোয়েলের প্রথম ছবি নাসিরউদ্দীন ইউসুফের ‘আলফা’। দ্বিতীয় ছবি ‘চন্দ্রাবতী কথা’য় তিনি হয়েছেন চন্দ্রাবতী। কে এই চন্দ্রাবতী? চন্দ্রাবতীর গল্প জানতে গেলে ফিরে যেতে হবে আজ থেকে সাড়ে চার শ বছর আগে। কিশোরগঞ্জের পাতুয়ারীতে ছিল চন্দ্রাবতীর নিবাস। মনসামঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা দ্বিজ বংশীদাস ছিলেন চন্দ্রাবতীর বাবা। কিন্তু চন্দ্রাবতীর নিজেরও আলাদা পরিচয় আছে। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি তিনি। মলুয়া, দস্যু কেনারামের পালা, রামায়ণ গীতিকা তাঁরই লেখা।
চন্দ্রবতীকে নিয়ে লেখা হয়েছে একটি গীতিকা। মৈমনসিংহ গীতিকার সেই পালার নাম `জয়-চন্দ্রাবতী'। পরবর্তী সময়ে আরও অনেক পালায়, গল্পে, কাহিনিতে এসেছে চন্দ্রাবতী প্রসঙ্গ।
ষোড়শ শতকের অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী এই নারীকে নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘চন্দ্রাবতী কথা’। গবেষণা, শুটিং পূর্বপ্রস্তুতি, শুটিং, পোস্ট প্রোডাকশন—সব মিলিয়ে ছবিটি শেষ করতে পাঁচ বছরের মতো সময় লেগেছে। কেমন ছিল প্রস্তুতি?
দোয়েল বলেন, ‘অনেক দিনের প্রস্তুতি ছিল। রাশেদ ভাইয়ের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে অনেক অনেক রিহার্সাল করেছি। ছবিটা ময়মনসিংহের গীতিকবিতার, তাই আমাকে পুরো ছবিতে ময়মনসিংহের ভাষায় কথা বলতে হয়েছে। আমি রংপুরের মেয়ে, এটা আমার জন্য প্রথমে সহজ ছিল না।’
নাসিরউদ্দীন ইউসুফ, মোরশেদুল ইসলাম, নুরুল আলম আতিক, মাসুদ হাসান উজ্জলসহ অনেক গুণী নির্মাতা ছবিটি দেখে প্রশংসা করছেন। শুভকামনা জানাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। দোয়েল বলেন, ‘গুণীজনদের প্রশংসা সত্যিই আমাদের আবেগাপ্লূত করে দিচ্ছে। আসলে এটা পুরো টিমওয়ার্ক ছিল। আর রাশেদ ভাইয়ের সব ক্রেডিট। ওনার এত পড়াশোনা, ডেডিকেশন, প্যাশন ছিল যে আমরা সবাই নিজেদের সর্বোচ্চটা দিতে পেরেছি। কী করব আমরা পরিষ্কার ছিলাম। আমাদের ইতিহাস-ঐতিহ্য নিয়ে ছবি তো খুব কম হয়। সে ক্ষেত্রে এই ছবি দারুণ সাহসী একটা কাজ।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫