ইউটিউবে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরেফিন শুভকে ‘বেয়াদব’ বলে অভিহিত করেন বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহান। তার জের ধরে চলচ্চিত্রপ্রেমীরা রীতিমতো তুলোধুনো করছে শুভকে।
বঙ্গবন্ধু বায়োপিক নিয়ে ব্যস্ত আরিফিন শুভর নজড় এড়ায়নি ভিডিওটি। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমেই এই বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। পরক্ষণে কথার জেরে তিনি বলেন,‘আমার ক্লিয়ার করারও কিছু নাই। উনি বয়োজ্যেষ্ঠ। উনি সম্মানিত ব্যক্তি। আমি ছোট মানুষ। আমি ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং মন থেকে দোয়া করি যে ওনার ভালো হোক।’
শুভ বলেন, ‘সাত-আট বছর আগের একটা কাজ ছিল। সেখানে কী হয়েছে আমি সেগুলো বলতে চাই না। উনি ভালো থাকুন। আর এটা নিয়ে লেখালেখি যত কম হয় তত ভালো। তাহলে কাদা ছোঁড়াছুঁড়ি হবে। আমি চাই না কাদা ছোঁড়াছুঁড়ি করতে।’
এই ঘটনায় স্তব্ধ বলেও জানান। শুভ বলেন ‘বড়দের সঙ্গে অসম্মান করে কথা বলার শিক্ষা আমাকে বাড়ি থেকে দেওয়া হয় নাই। উনি যা বলেছেন সেটা ওনার মন্তব্য। উনি বলতেই পারেন। আমার দিকের কথাগুলো আমি বলতে চাই না।’
উল্লেখ্য, আরিফিন শুভকে নিয়ে ‘জেদী’ নামে একটি সিনেমা নির্মাণ শুরু করেছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। কিন্তু মাঝপথে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। যার কারণ ছিল পরিচালকের অসুস্থতা।
সোহান সেই প্রসঙ্গ টেনে ভিডিওতে বলেছিলেন, ‘আমি শুভকে ফোন দেওয়ার পর বলল আমার নাকি শিডিউল শেষ হয়ে গেছে। বললাম, ‘আমি যে অসুস্থ ছিলাম তা তো তুমি জানতে’। কিন্তু শুভ জানাল আমি অসুস্থ, তাতে তার কী! তার এমন আচরণে আমি অনেক কষ্ট পেয়েছিলাম।’
ভিডিওতে শুভকে নিয়ে সোহান আরও বলেন, ‘চরম বেয়াদব ও চরম খারাপ একজনকে পেয়েছি এই ইন্ডাস্ট্রিতে। সে হলো আরিফিন শুভ। তার জন্য আমার একটি সিনেমা শেষ করতে পারিনি। কারণ আমি তখন অসুস্থ ছিলাম। তাই পাঁচদিন পর শুটিং বন্ধ করে দিয়েছি।’
সোহান বলেন, ‘আমি তার কোনো ক্ষতি করতে চাই না। কিন্তু সে যতদিন থাকবে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। তার একটি সিনেমাও এখন পর্যন্ত ভালো ব্যবসা করতে পারেনি। আমিতো অবশ্যই আর তাকে নিয়ে কাজ করব না।’
ইউটিউবে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরেফিন শুভকে ‘বেয়াদব’ বলে অভিহিত করেন বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহান। তার জের ধরে চলচ্চিত্রপ্রেমীরা রীতিমতো তুলোধুনো করছে শুভকে।
বঙ্গবন্ধু বায়োপিক নিয়ে ব্যস্ত আরিফিন শুভর নজড় এড়ায়নি ভিডিওটি। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমেই এই বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। পরক্ষণে কথার জেরে তিনি বলেন,‘আমার ক্লিয়ার করারও কিছু নাই। উনি বয়োজ্যেষ্ঠ। উনি সম্মানিত ব্যক্তি। আমি ছোট মানুষ। আমি ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং মন থেকে দোয়া করি যে ওনার ভালো হোক।’
শুভ বলেন, ‘সাত-আট বছর আগের একটা কাজ ছিল। সেখানে কী হয়েছে আমি সেগুলো বলতে চাই না। উনি ভালো থাকুন। আর এটা নিয়ে লেখালেখি যত কম হয় তত ভালো। তাহলে কাদা ছোঁড়াছুঁড়ি হবে। আমি চাই না কাদা ছোঁড়াছুঁড়ি করতে।’
এই ঘটনায় স্তব্ধ বলেও জানান। শুভ বলেন ‘বড়দের সঙ্গে অসম্মান করে কথা বলার শিক্ষা আমাকে বাড়ি থেকে দেওয়া হয় নাই। উনি যা বলেছেন সেটা ওনার মন্তব্য। উনি বলতেই পারেন। আমার দিকের কথাগুলো আমি বলতে চাই না।’
উল্লেখ্য, আরিফিন শুভকে নিয়ে ‘জেদী’ নামে একটি সিনেমা নির্মাণ শুরু করেছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। কিন্তু মাঝপথে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। যার কারণ ছিল পরিচালকের অসুস্থতা।
সোহান সেই প্রসঙ্গ টেনে ভিডিওতে বলেছিলেন, ‘আমি শুভকে ফোন দেওয়ার পর বলল আমার নাকি শিডিউল শেষ হয়ে গেছে। বললাম, ‘আমি যে অসুস্থ ছিলাম তা তো তুমি জানতে’। কিন্তু শুভ জানাল আমি অসুস্থ, তাতে তার কী! তার এমন আচরণে আমি অনেক কষ্ট পেয়েছিলাম।’
ভিডিওতে শুভকে নিয়ে সোহান আরও বলেন, ‘চরম বেয়াদব ও চরম খারাপ একজনকে পেয়েছি এই ইন্ডাস্ট্রিতে। সে হলো আরিফিন শুভ। তার জন্য আমার একটি সিনেমা শেষ করতে পারিনি। কারণ আমি তখন অসুস্থ ছিলাম। তাই পাঁচদিন পর শুটিং বন্ধ করে দিয়েছি।’
সোহান বলেন, ‘আমি তার কোনো ক্ষতি করতে চাই না। কিন্তু সে যতদিন থাকবে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। তার একটি সিনেমাও এখন পর্যন্ত ভালো ব্যবসা করতে পারেনি। আমিতো অবশ্যই আর তাকে নিয়ে কাজ করব না।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫