মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সৌদি চলচ্চিত্র ‘এইচডব্লিউজেএন’-এর অফিশিয়াল ট্রেলার। সায়েন্স ফিকশন এবং রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে সৌদি আরবের ইব্রাহিম আব্বাসের লিখিত উপন্যাস ‘এইচডব্লিউজেএন’ অবলম্বনে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিনেমাটি নির্মাণে একযোগে কাজ করেছে ইমেজ নেশন আবু ধাবি, ভিওএক্স স্টুডিও এবং এমবিসি স্টুডিও। এই তিনটি প্রতিষ্ঠান ‘এইচডব্লিউজেএন’-এর বিষয়ে পরিকল্পনা শুরু করা হয় ২০১৯ সালের কান চলচ্চিত্র উৎসবের সময়। সেই সময়ই এই প্রতিষ্ঠানটি আরব ভূখণ্ডের জন্য চলচ্চিত্র এবং টিভি কনটেন্ট নির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করার ঘোষণা দেয়।
এর আগে, ২০১৩ সালে প্রথমবারের মতো বাজারে আসে ‘এইচডব্লিউজেএন’-উপন্যাসটি। বইটি মূলত পশ্চিমা সায়েন্স ফিকশন ভাবধারা এবং সৌদি লোককথার সমন্বয়ে লিখিত। বইটি প্রকাশের পরপরই দেশটি ব্যাপক সাড়া ফেলে।
সেই আলোচিত বইটি অবলম্বনে সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন ইরাকি পরিচালক ইয়াসির আল-ইয়াসিরি। ইয়াসির আল-ইয়াসিরি দুবাইয়ে তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এএক্সএক্স—দাঁড় করিয়েছেন। ‘এইচডব্লিউজেএন’-চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আল-ইয়াসিরির প্রতিষ্ঠান।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন—বারা আলেম, নূর আলখাদরা, নায়েফ আলদিফেরি, আলানূদ সৌদ এবং মোহসেন মনসুর।
এদিকে, ট্রেলার মুক্তি পেলেও চলচ্চিত্রটি কবে বক্স অফিসে মুক্তি পাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সৌদি চলচ্চিত্র ‘এইচডব্লিউজেএন’-এর অফিশিয়াল ট্রেলার। সায়েন্স ফিকশন এবং রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে সৌদি আরবের ইব্রাহিম আব্বাসের লিখিত উপন্যাস ‘এইচডব্লিউজেএন’ অবলম্বনে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিনেমাটি নির্মাণে একযোগে কাজ করেছে ইমেজ নেশন আবু ধাবি, ভিওএক্স স্টুডিও এবং এমবিসি স্টুডিও। এই তিনটি প্রতিষ্ঠান ‘এইচডব্লিউজেএন’-এর বিষয়ে পরিকল্পনা শুরু করা হয় ২০১৯ সালের কান চলচ্চিত্র উৎসবের সময়। সেই সময়ই এই প্রতিষ্ঠানটি আরব ভূখণ্ডের জন্য চলচ্চিত্র এবং টিভি কনটেন্ট নির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করার ঘোষণা দেয়।
এর আগে, ২০১৩ সালে প্রথমবারের মতো বাজারে আসে ‘এইচডব্লিউজেএন’-উপন্যাসটি। বইটি মূলত পশ্চিমা সায়েন্স ফিকশন ভাবধারা এবং সৌদি লোককথার সমন্বয়ে লিখিত। বইটি প্রকাশের পরপরই দেশটি ব্যাপক সাড়া ফেলে।
সেই আলোচিত বইটি অবলম্বনে সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন ইরাকি পরিচালক ইয়াসির আল-ইয়াসিরি। ইয়াসির আল-ইয়াসিরি দুবাইয়ে তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এএক্সএক্স—দাঁড় করিয়েছেন। ‘এইচডব্লিউজেএন’-চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আল-ইয়াসিরির প্রতিষ্ঠান।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন—বারা আলেম, নূর আলখাদরা, নায়েফ আলদিফেরি, আলানূদ সৌদ এবং মোহসেন মনসুর।
এদিকে, ট্রেলার মুক্তি পেলেও চলচ্চিত্রটি কবে বক্স অফিসে মুক্তি পাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫