বিনোদন প্রতিবেদক
ঢাকা: রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ সিনেমা নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় ২০২০-২১ অর্থবছরে ২০ সিনেমাকে অনুদান দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) অনুদানপ্রাপ্তদের নাম প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
যে ২০টি ছবিকে অনুদানের তালিকায় রাখা হয়েছে, সেগুলো হলো-
ক্ষমা নেই
প্রযোজক ও পরিচালক জাহাঙ্গীর হোসেন মিন্টু (ইমি)।
সাড়ে তিন হাত ভূমি
প্রযোজক ও পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।
মৃত্যুঞ্জয়ী
প্রযোজক বেগম বদরুন নেছা খানম। পরিচালক উজ্জ্বল কুমার মণ্ডল।
মাইক
প্রযোজক এফ এম শাহীন পরিচালক হাসান জাফরুল ও এফ এম শাহীন।
নুলিয়াছড়ির সোনার পাহাড়
প্রযোজক ও পরিচালক লুবানা শারমিন।
জয় বাংলা
প্রযোজক মিটু শিকদার, পরিচালক কাজী হায়াৎ।
জামদানী
প্রযোজক মো. জানে আলম, পরিচালক অনিরুদ্ধ রাসেল।
চাঁদের অমাবস্যা
পরিচালক ও প্রযোজক জাহিদুর রহিম অঞ্জন।
রইদ
প্রযোজক জয়া আহসান, পরিচালক মেজবাউর রহমান সুমন।
পেন্সিলে আঁকা পরী
প্রযোজক মাহজাবিন রেজা চৌধুরী, আসাদুজ্জামান, অমিতাভ রেজা। সিনেমাটি পরিচালনা করবেন অমিতাভ রেজা।
জলে জ্বলে
প্রযোজক ও পরিচালক অরুণ চৌধুরী।
অসম্ভব
পরিচালক ও প্রযোজক অরুণা বিশ্বাস।
ভাঙন
প্রযোজক ও পরিচালক মীর্জা শাখাওয়াত হোসেন।
দাওয়াল
প্রযোজক ও পরিচালক রকিবুল হাসান চৌধুরী (পিকলু)।
বলি
প্রযোজক রেজাউর রহমান খান (পিপলু আর খান), পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী।
শ্রাবণ জোৎস্নায়
প্রযোজক তামান্না সুলতানা, পরিচালক আব্দুস সামাদ খোকন।
দেশান্তর
প্রযোজক ও পরিচালক আশুতোষ ভট্টাচার্য (আশুতোষ সুজন)
গলুই
প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক এস এ হক অলিক।
দেয়ালের দেশ
প্রযোজক মাহফুজুর রহমান, পরিচালক ইব্রাহিম খলিল মিশু।
জলরঙ
প্রযোজক দেলোয়ার হোসেন দিলু, পরিচালক কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা)।
২০টি সিনেমার মধ্যে সর্বোচ্চ ৭০ লাখ টাকা পাচ্ছেন ‘চাঁদের অমাবস্যা’ সিনেমার পরিচালক ও প্রযোজক জাহিদুর রহিম অঞ্জন। এছাড়া মৃত্যুঞ্জয়ী, জয় বাংলা, জামদানী ও দাওয়াল এ চারটি সিনেমা পাবে ৬৫ লাখ টাকা করে। বাকি সিনেমাগুলো পাবে ৬০ লাখ টাকা। ২০টি সিনেমার মোট বাজেট ১২ কোটি ৩০ লাখ টাকা।
ঢাকা: রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ সিনেমা নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় ২০২০-২১ অর্থবছরে ২০ সিনেমাকে অনুদান দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) অনুদানপ্রাপ্তদের নাম প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
যে ২০টি ছবিকে অনুদানের তালিকায় রাখা হয়েছে, সেগুলো হলো-
ক্ষমা নেই
প্রযোজক ও পরিচালক জাহাঙ্গীর হোসেন মিন্টু (ইমি)।
সাড়ে তিন হাত ভূমি
প্রযোজক ও পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।
মৃত্যুঞ্জয়ী
প্রযোজক বেগম বদরুন নেছা খানম। পরিচালক উজ্জ্বল কুমার মণ্ডল।
মাইক
প্রযোজক এফ এম শাহীন পরিচালক হাসান জাফরুল ও এফ এম শাহীন।
নুলিয়াছড়ির সোনার পাহাড়
প্রযোজক ও পরিচালক লুবানা শারমিন।
জয় বাংলা
প্রযোজক মিটু শিকদার, পরিচালক কাজী হায়াৎ।
জামদানী
প্রযোজক মো. জানে আলম, পরিচালক অনিরুদ্ধ রাসেল।
চাঁদের অমাবস্যা
পরিচালক ও প্রযোজক জাহিদুর রহিম অঞ্জন।
রইদ
প্রযোজক জয়া আহসান, পরিচালক মেজবাউর রহমান সুমন।
পেন্সিলে আঁকা পরী
প্রযোজক মাহজাবিন রেজা চৌধুরী, আসাদুজ্জামান, অমিতাভ রেজা। সিনেমাটি পরিচালনা করবেন অমিতাভ রেজা।
জলে জ্বলে
প্রযোজক ও পরিচালক অরুণ চৌধুরী।
অসম্ভব
পরিচালক ও প্রযোজক অরুণা বিশ্বাস।
ভাঙন
প্রযোজক ও পরিচালক মীর্জা শাখাওয়াত হোসেন।
দাওয়াল
প্রযোজক ও পরিচালক রকিবুল হাসান চৌধুরী (পিকলু)।
বলি
প্রযোজক রেজাউর রহমান খান (পিপলু আর খান), পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী।
শ্রাবণ জোৎস্নায়
প্রযোজক তামান্না সুলতানা, পরিচালক আব্দুস সামাদ খোকন।
দেশান্তর
প্রযোজক ও পরিচালক আশুতোষ ভট্টাচার্য (আশুতোষ সুজন)
গলুই
প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক এস এ হক অলিক।
দেয়ালের দেশ
প্রযোজক মাহফুজুর রহমান, পরিচালক ইব্রাহিম খলিল মিশু।
জলরঙ
প্রযোজক দেলোয়ার হোসেন দিলু, পরিচালক কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা)।
২০টি সিনেমার মধ্যে সর্বোচ্চ ৭০ লাখ টাকা পাচ্ছেন ‘চাঁদের অমাবস্যা’ সিনেমার পরিচালক ও প্রযোজক জাহিদুর রহিম অঞ্জন। এছাড়া মৃত্যুঞ্জয়ী, জয় বাংলা, জামদানী ও দাওয়াল এ চারটি সিনেমা পাবে ৬৫ লাখ টাকা করে। বাকি সিনেমাগুলো পাবে ৬০ লাখ টাকা। ২০টি সিনেমার মোট বাজেট ১২ কোটি ৩০ লাখ টাকা।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে