ঢাকা শহরের এক নিম্ন মধ্যবিত্ত দম্পতি সলিম ও কল্পনা। সলিম পেশায় বাসচালক। আর কল্পনা গৃহবধূ। রাস্তায় সারা দিনের ধকল, যাত্রীদের বাড়তি কথা ইত্যাদিতে বিরক্ত হয়ে সলিম যখন বাসায় ফেরে, সেখানেও শান্তি পায় না সে। স্ত্রীর নানা রকম আবদার, কিস্তিওয়ালার চাপ—সব মিলিয়ে জীবনটা খুব বেশি স্বাচ্ছন্দ্যের নয় সলিমের। স্বল্প আয়ে সংসার চালাতে কষ্টই হয়ে যায় তার।
একদিন বাসের ভেতরে একটা টাকার ব্যাগ পায় সলিম। ইতস্তত করতে করতে ব্যাগটা তুলেও নেয়। তারপর থেকে বদলে যায় সলিমের জীবন। দামি ফ্ল্যাটে থাকা শুরু করে। দামি রেস্তোরাঁয় খায়। দামি গাড়িতে চড়ে। বড়লোকদের দেখাদেখি বিলেতি কুকুরও কেনার শখ জাগে কল্পনার। তবে জীবনের এই পালাবদল সুখের হয় না সলিম ও কল্পনার। শেষ পর্যন্ত তাদেরকে ফিরতেই হয় নিজেদের সত্যিকারের যাপনে। তারা বুঝতে পারে, সাধ্যের ভেতরেই আছে সবটুকু সুখ।
এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ফিকশন ‘পালাবদল’। চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর, ইমাম হোসেন শামীম ও ফখরুল হাসান। পরিচালনায় ইমাম হোসেন শামীম। এতে সলিম চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আর কল্পনা চরিত্রে আছেন জাকিয়া বারী মম। অভিনয়ে আরও আছেন আমিরুল ইসলাম, তিশা চৌধুরী, ইকতারুল ইসলাম, হাসনাত রিপন, আলমগীর হোসেন, শরীফ মোস্তাফিজুর রহমান, পারভীন পারু, মেহেদী হাসান রাজু, মুসু তারা মুস্কান, সাজিত মোহাম্মদ, আব্দুল্লাহ রাকিব, জন মিল্টন, শিবলী হাওলাদার, আরিফ হোসেন জাবেদ প্রমুখ। সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে পালাবদলের শুটিং শেষ হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন মো. খোকন। শিল্প নির্দেশনায় শিবলী হাওলাদার ও সানি-বাবু। পোশাক পরিকল্পনায় মেহের আশা।
পালাবদল ফিকশনটি নিয়ে ফজলুর রহমান বাবু জানান, সলিম চরিত্রে অভিনয় করে বেশ ভালো লেগেছে তাঁর। সমাজে আমাদের আশপাশে যে সব চরিত্রদের বসবাস, এ ফিকশনে তাদেরকেই তুলে আনা হয়েছে বাস্তবতার মোড়কে। সলিমের মতো সাধারণ মানুষ, যারা একটু স্বাচ্ছন্দ্যের খোঁজে উদয়াস্ত পরিশ্রম করে, সততার সঙ্গে থাকলেই যে তারা পেতে পারে সুখের ঠিকানা; এ বার্তা দর্শক পাবেন পালাবদল ফিকশনে।
জাকিয়া বারী মম জানান, ফজলুর রহমান বাবুর সঙ্গে এ ফিকশনে অভিনয় করে খুশি তিনি। কল্পনা এ শহরের নিম্নমধ্যবিত্ত, খেটে খাওয়া নারীদের প্রতিনিধি। স্বামীর সঙ্গে নানা বিষয় নিয়ে তার খুঁটিনাটি ঝগড়া লেগে থাকলেও স্বামীকে সে খুব ভালোবাসে।
পরিচালক ইমাম হোসেন শামীম জানিয়েছেন, শুটিং শেষে পালাবদল এখন আছে সম্পাদনার টেবিলে। শিগগিরই প্রচারে আসবে ফিকশনটি।
ঢাকা শহরের এক নিম্ন মধ্যবিত্ত দম্পতি সলিম ও কল্পনা। সলিম পেশায় বাসচালক। আর কল্পনা গৃহবধূ। রাস্তায় সারা দিনের ধকল, যাত্রীদের বাড়তি কথা ইত্যাদিতে বিরক্ত হয়ে সলিম যখন বাসায় ফেরে, সেখানেও শান্তি পায় না সে। স্ত্রীর নানা রকম আবদার, কিস্তিওয়ালার চাপ—সব মিলিয়ে জীবনটা খুব বেশি স্বাচ্ছন্দ্যের নয় সলিমের। স্বল্প আয়ে সংসার চালাতে কষ্টই হয়ে যায় তার।
একদিন বাসের ভেতরে একটা টাকার ব্যাগ পায় সলিম। ইতস্তত করতে করতে ব্যাগটা তুলেও নেয়। তারপর থেকে বদলে যায় সলিমের জীবন। দামি ফ্ল্যাটে থাকা শুরু করে। দামি রেস্তোরাঁয় খায়। দামি গাড়িতে চড়ে। বড়লোকদের দেখাদেখি বিলেতি কুকুরও কেনার শখ জাগে কল্পনার। তবে জীবনের এই পালাবদল সুখের হয় না সলিম ও কল্পনার। শেষ পর্যন্ত তাদেরকে ফিরতেই হয় নিজেদের সত্যিকারের যাপনে। তারা বুঝতে পারে, সাধ্যের ভেতরেই আছে সবটুকু সুখ।
এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ফিকশন ‘পালাবদল’। চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর, ইমাম হোসেন শামীম ও ফখরুল হাসান। পরিচালনায় ইমাম হোসেন শামীম। এতে সলিম চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আর কল্পনা চরিত্রে আছেন জাকিয়া বারী মম। অভিনয়ে আরও আছেন আমিরুল ইসলাম, তিশা চৌধুরী, ইকতারুল ইসলাম, হাসনাত রিপন, আলমগীর হোসেন, শরীফ মোস্তাফিজুর রহমান, পারভীন পারু, মেহেদী হাসান রাজু, মুসু তারা মুস্কান, সাজিত মোহাম্মদ, আব্দুল্লাহ রাকিব, জন মিল্টন, শিবলী হাওলাদার, আরিফ হোসেন জাবেদ প্রমুখ। সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে পালাবদলের শুটিং শেষ হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন মো. খোকন। শিল্প নির্দেশনায় শিবলী হাওলাদার ও সানি-বাবু। পোশাক পরিকল্পনায় মেহের আশা।
পালাবদল ফিকশনটি নিয়ে ফজলুর রহমান বাবু জানান, সলিম চরিত্রে অভিনয় করে বেশ ভালো লেগেছে তাঁর। সমাজে আমাদের আশপাশে যে সব চরিত্রদের বসবাস, এ ফিকশনে তাদেরকেই তুলে আনা হয়েছে বাস্তবতার মোড়কে। সলিমের মতো সাধারণ মানুষ, যারা একটু স্বাচ্ছন্দ্যের খোঁজে উদয়াস্ত পরিশ্রম করে, সততার সঙ্গে থাকলেই যে তারা পেতে পারে সুখের ঠিকানা; এ বার্তা দর্শক পাবেন পালাবদল ফিকশনে।
জাকিয়া বারী মম জানান, ফজলুর রহমান বাবুর সঙ্গে এ ফিকশনে অভিনয় করে খুশি তিনি। কল্পনা এ শহরের নিম্নমধ্যবিত্ত, খেটে খাওয়া নারীদের প্রতিনিধি। স্বামীর সঙ্গে নানা বিষয় নিয়ে তার খুঁটিনাটি ঝগড়া লেগে থাকলেও স্বামীকে সে খুব ভালোবাসে।
পরিচালক ইমাম হোসেন শামীম জানিয়েছেন, শুটিং শেষে পালাবদল এখন আছে সম্পাদনার টেবিলে। শিগগিরই প্রচারে আসবে ফিকশনটি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে