বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘রেইনড্যান্স’ চলচ্চিত্র উৎসবের জুরি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হয়েছে নুহাশ হুমায়ূন আন্থোলজি সিরিজ ‘পেট কাটা ষ’। রেইনড্যান্স উৎসব নিয়ে চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রেইনড্যান্স স্বাধীন ধারার সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব। গত ২৫ অক্টোবর লন্ডনে শুরু হয়েছিল উৎসবের ৩১ তম আসর।
গুরুত্বপূর্ণ এই উৎসবে সেরার পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত নুহাশ। পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘রেইনড্যান্স উৎসবের সেরা পুরস্কারে বাংলা নাম শুনতে পারা দারুণ ব্যাপার ছিল। রেইনড্যান্স প্রোগ্রাম ও বিচারকদের ধন্যবাদ।’
এবারের উৎসবে পারফরম্যান্সের জন্য সেরা ব্রিটিশ অভিনেতা হয়েছেন মাইকেল পিট, অভিষেক সিনেমা ‘দ্য ল্যান্ড উইদিন’–এর জন্য সেরা নির্মাতা হয়েছেন ফিসনিক ম্যাক্সভিল। এ ছাড়া আপন এন্ট্রির জন্য ডিসকভারি অ্যাওয়ার্ড পেয়েছেন দুই কাতালনিয়ান পরিচালক আলেহান্দ্রো রোহাস ও সেবাস্তিয়ান ভাসকুইজ। চেলসা গ্রিন, রব গ্রবম্যান ও ইডিভান গুজাজারার ‘উই আর গার্ডিয়ানস’ হয়েছে সেরা তথ্যচিত্র। সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছেন ডেভিন ওয়াইটে।
গত বছর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় চার পর্বের অ্যান্থলজি সিরিজ ‘পেট কাটা ষ’। এই বিল্ডিংয়ে ‘মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ পর্বগুলো মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হয়। সাধারণ দর্শক থেকে দেশি–বিদেশি নির্মাতা, অভিনয়শিল্পীরা হরর এ সিরিজটির তারিফ করেন। এর আগে আরেকটি মর্যাদাপূর্ণ উৎসব রটারড্যাম চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল মনোনয়ন পেয়েছিল ‘পেট কাটা ষ’। বহুল আলোচিত এই সিরিজে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু প্রমুখ।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘রেইনড্যান্স’ চলচ্চিত্র উৎসবের জুরি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হয়েছে নুহাশ হুমায়ূন আন্থোলজি সিরিজ ‘পেট কাটা ষ’। রেইনড্যান্স উৎসব নিয়ে চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রেইনড্যান্স স্বাধীন ধারার সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব। গত ২৫ অক্টোবর লন্ডনে শুরু হয়েছিল উৎসবের ৩১ তম আসর।
গুরুত্বপূর্ণ এই উৎসবে সেরার পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত নুহাশ। পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘রেইনড্যান্স উৎসবের সেরা পুরস্কারে বাংলা নাম শুনতে পারা দারুণ ব্যাপার ছিল। রেইনড্যান্স প্রোগ্রাম ও বিচারকদের ধন্যবাদ।’
এবারের উৎসবে পারফরম্যান্সের জন্য সেরা ব্রিটিশ অভিনেতা হয়েছেন মাইকেল পিট, অভিষেক সিনেমা ‘দ্য ল্যান্ড উইদিন’–এর জন্য সেরা নির্মাতা হয়েছেন ফিসনিক ম্যাক্সভিল। এ ছাড়া আপন এন্ট্রির জন্য ডিসকভারি অ্যাওয়ার্ড পেয়েছেন দুই কাতালনিয়ান পরিচালক আলেহান্দ্রো রোহাস ও সেবাস্তিয়ান ভাসকুইজ। চেলসা গ্রিন, রব গ্রবম্যান ও ইডিভান গুজাজারার ‘উই আর গার্ডিয়ানস’ হয়েছে সেরা তথ্যচিত্র। সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছেন ডেভিন ওয়াইটে।
গত বছর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় চার পর্বের অ্যান্থলজি সিরিজ ‘পেট কাটা ষ’। এই বিল্ডিংয়ে ‘মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ পর্বগুলো মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হয়। সাধারণ দর্শক থেকে দেশি–বিদেশি নির্মাতা, অভিনয়শিল্পীরা হরর এ সিরিজটির তারিফ করেন। এর আগে আরেকটি মর্যাদাপূর্ণ উৎসব রটারড্যাম চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল মনোনয়ন পেয়েছিল ‘পেট কাটা ষ’। বহুল আলোচিত এই সিরিজে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু প্রমুখ।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২৩ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২৩ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২৩ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২৩ দিন আগে