জাহীদ রেজা নূর
চিত্রনায়িকা কবরীর মৃত্যু আমাদের বিষণ্ন করে তোলে। তাঁকে যারা কাছ থেকে দেখেছেন, তাঁরা জানেন কতটা সাধারণ ছিলেন তিনি। নায়িকারা তারকা, অর্থাৎ নক্ষত্র। দূর দেশেই থাকেন তাঁরা। তাঁদের কাছাকাছি হওয়া কঠিন।
কিন্তু কবরীকে দেখে সে ধারণা ভেঙে গেল। কথা বলছিলেন যখন, মনে হচ্ছিল কাছের মানুষ। যেকোনো স্বাভাবিক অবস্থায় যেভাবে মানুষ কথা বলে, সেভাবেই কথা বলেছিলেন তিনি। এবং আমরা অবাক হয়েছিলাম, বহুদূরের এই তারকা হঠাৎ করে একেবারে কাছের মানুষ হয়ে গেলেন আমাদের। জীবনের দুটো গল্প বলেছিলেন আমাকে। ছাপা হয়েছে তা পত্রিকায়। আজ আবার সেই গল্প দুটো বলব। মানুষের মন কখন কীভাবে পরিবর্তিত হয়, তার একটা মিষ্টি উদাহরণ হিসেবে থাকবে গল্প দুটো।
একটি গল্পের শুরু ২০০৭ সালে। ছেলে শাকেরকে নিয়ে তিনি গিয়েছিলেন জার্মানির হামবুর্গে। ক্লান্ত হয়ে শাকের ঘুমিয়ে গিয়েছিল হোটেল রুমে। কবরী এসে বসে ছিলেন লবিতে। এ সময় ২৭–২৮ বছর বয়সী এক ছেলেকে দেখলেন তিনি। বারবার কবরীর দিকে তাকাচ্ছিল সে। তারপর একসময় কবরীর কাছে এসে বলল, ‘আমি এই হোটেলের মালিকের ছেলে। তুমি কি টাকা চেঞ্জ করতে চাও? একটু ঘুরতে চাও?’
কবরীর বেশ ভালো লাগল ভদ্র ছেলেটিকে। ডলার ভাঙালেন তিনি, খানিক ঘুরলেন। হোটেলে ফেরার পর শাকের জিজ্ঞেস করল, ‘মা, তুমি কোথায় গিয়েছিলে?’
কবরী ছেলেকে বললেন সব কথা। কবরী বুঝতে পারছিলেন, জার্মান ছেলেটিকে ভালো লাগছে তাঁর। ছেলেটি পরদিন এসে বলল, ‘তোমাকে নিয়ে ডিনারে যেতে চাই।’
কবরী রাজি হলেন এক শর্তে। ছেলেকেও নিয়ে যেতে হবে। ছেলের কথা শুনে জার্মান ছেলেটা একটু দমে গেল। কিন্তু রাজি হলো। কিন্তু ডিনারের সময় বয়ে যায়, ছেলেটা আর আসে না। সেজেগুজে বসে ছিলেন কবরী। এর মধ্যে শাকেরও কোথাও বেরিয়ে গেল। মেজাজ খারাপ করে ঘুমিয়ে পড়লেন কবরী।
পরদিন ঘুম থেকে উঠে দেখেন, শাকের মুচকি মুচকি হাসছে। এরপর বোঝা গেল আগের দিন কী ঘটেছে। জার্মান ছেলেটা সময়মতোই এসেছিল, কিন্তু শাকেরই ওকে বলেছে, ‘মা ঘুমাচ্ছে, চলো আমরা দুজন যাই।’
অসম বয়সী এই প্রেমের কথা মনে রেখেছিলেন কবরী। নানা বয়সের প্রেমের ব্যাপারে বলেছিলেন, ‘আমি কিন্তু গলা পর্যন্ত নেমেছি, তারা হাঁটুজলেও নামেনি। ভালোবাসার তো কত রূপ। তবে এটা বলি তোমাকে, ট্রাডিশনাল প্রেম বলতে যা বোঝায়, তেমন কিছু আমার জীবনে ঘটেনি।’
আরেকটি অবাক করা প্রেমের গল্প বলেছিলেন। ২০১১ বা ১২ সালে একবার চট্টগ্রামে গিয়েছিলেন কবরী। সেখানে এক তরুণ এসে কবরীকে অনুরোধ করল তাঁদের বাড়ি যাওয়ার জন্য। সবিনয় অনুরোধ। আহ্বানে আন্তরিকতা ছিল, এড়াতে পারলেন না কবরী। সেই বাড়ির সবাই কবরীর ভক্ত। ছেলেটির বাবা বললেন, তিনি শিশু–কবরীর প্রেমে পড়েছিলেন।
কিছুটা সময় কাটালেন কবরী সে বাড়িতে। ভদ্রলোকের পুত্রবধূ বললেন, ‘শ্বশুর মশাই তো সব সময় শুধু আপনার কথাই বলেন!’
ভদ্রলোক কবরীর ফোন নম্বর রেখে দিলেন। গাড়িতে ওঠার পরই তাঁর কাছ থেকে ফোন পেলেন কবরী। খুবই মেজাজ খারাপ হলো। ধরলেন না। এর তিন দিন পর আবার ফোন। কী মুশকিল। এরপর বারবার ফোন। মেজাজ খারাপ হলো আবার। দিন সাতেক পর আবার ফোন। এবার মেজাজ খারাপ করেই ফোন ধরলেন কবরী।
‘হ্যালো, বলুন।’
‘আন্টি, এটা আমি। আপনার সঙ্গে দেখা হওয়ার তিন দিন পরই বাবা মারা গেছেন। আপনাকে ফোন করেছিলাম সেদিন।’
খবরটি শুনে পাথরের মতো স্থবির হয়ে গিয়েছিলেন কবরী।
চিত্রনায়িকা কবরীর মৃত্যু আমাদের বিষণ্ন করে তোলে। তাঁকে যারা কাছ থেকে দেখেছেন, তাঁরা জানেন কতটা সাধারণ ছিলেন তিনি। নায়িকারা তারকা, অর্থাৎ নক্ষত্র। দূর দেশেই থাকেন তাঁরা। তাঁদের কাছাকাছি হওয়া কঠিন।
কিন্তু কবরীকে দেখে সে ধারণা ভেঙে গেল। কথা বলছিলেন যখন, মনে হচ্ছিল কাছের মানুষ। যেকোনো স্বাভাবিক অবস্থায় যেভাবে মানুষ কথা বলে, সেভাবেই কথা বলেছিলেন তিনি। এবং আমরা অবাক হয়েছিলাম, বহুদূরের এই তারকা হঠাৎ করে একেবারে কাছের মানুষ হয়ে গেলেন আমাদের। জীবনের দুটো গল্প বলেছিলেন আমাকে। ছাপা হয়েছে তা পত্রিকায়। আজ আবার সেই গল্প দুটো বলব। মানুষের মন কখন কীভাবে পরিবর্তিত হয়, তার একটা মিষ্টি উদাহরণ হিসেবে থাকবে গল্প দুটো।
একটি গল্পের শুরু ২০০৭ সালে। ছেলে শাকেরকে নিয়ে তিনি গিয়েছিলেন জার্মানির হামবুর্গে। ক্লান্ত হয়ে শাকের ঘুমিয়ে গিয়েছিল হোটেল রুমে। কবরী এসে বসে ছিলেন লবিতে। এ সময় ২৭–২৮ বছর বয়সী এক ছেলেকে দেখলেন তিনি। বারবার কবরীর দিকে তাকাচ্ছিল সে। তারপর একসময় কবরীর কাছে এসে বলল, ‘আমি এই হোটেলের মালিকের ছেলে। তুমি কি টাকা চেঞ্জ করতে চাও? একটু ঘুরতে চাও?’
কবরীর বেশ ভালো লাগল ভদ্র ছেলেটিকে। ডলার ভাঙালেন তিনি, খানিক ঘুরলেন। হোটেলে ফেরার পর শাকের জিজ্ঞেস করল, ‘মা, তুমি কোথায় গিয়েছিলে?’
কবরী ছেলেকে বললেন সব কথা। কবরী বুঝতে পারছিলেন, জার্মান ছেলেটিকে ভালো লাগছে তাঁর। ছেলেটি পরদিন এসে বলল, ‘তোমাকে নিয়ে ডিনারে যেতে চাই।’
কবরী রাজি হলেন এক শর্তে। ছেলেকেও নিয়ে যেতে হবে। ছেলের কথা শুনে জার্মান ছেলেটা একটু দমে গেল। কিন্তু রাজি হলো। কিন্তু ডিনারের সময় বয়ে যায়, ছেলেটা আর আসে না। সেজেগুজে বসে ছিলেন কবরী। এর মধ্যে শাকেরও কোথাও বেরিয়ে গেল। মেজাজ খারাপ করে ঘুমিয়ে পড়লেন কবরী।
পরদিন ঘুম থেকে উঠে দেখেন, শাকের মুচকি মুচকি হাসছে। এরপর বোঝা গেল আগের দিন কী ঘটেছে। জার্মান ছেলেটা সময়মতোই এসেছিল, কিন্তু শাকেরই ওকে বলেছে, ‘মা ঘুমাচ্ছে, চলো আমরা দুজন যাই।’
অসম বয়সী এই প্রেমের কথা মনে রেখেছিলেন কবরী। নানা বয়সের প্রেমের ব্যাপারে বলেছিলেন, ‘আমি কিন্তু গলা পর্যন্ত নেমেছি, তারা হাঁটুজলেও নামেনি। ভালোবাসার তো কত রূপ। তবে এটা বলি তোমাকে, ট্রাডিশনাল প্রেম বলতে যা বোঝায়, তেমন কিছু আমার জীবনে ঘটেনি।’
আরেকটি অবাক করা প্রেমের গল্প বলেছিলেন। ২০১১ বা ১২ সালে একবার চট্টগ্রামে গিয়েছিলেন কবরী। সেখানে এক তরুণ এসে কবরীকে অনুরোধ করল তাঁদের বাড়ি যাওয়ার জন্য। সবিনয় অনুরোধ। আহ্বানে আন্তরিকতা ছিল, এড়াতে পারলেন না কবরী। সেই বাড়ির সবাই কবরীর ভক্ত। ছেলেটির বাবা বললেন, তিনি শিশু–কবরীর প্রেমে পড়েছিলেন।
কিছুটা সময় কাটালেন কবরী সে বাড়িতে। ভদ্রলোকের পুত্রবধূ বললেন, ‘শ্বশুর মশাই তো সব সময় শুধু আপনার কথাই বলেন!’
ভদ্রলোক কবরীর ফোন নম্বর রেখে দিলেন। গাড়িতে ওঠার পরই তাঁর কাছ থেকে ফোন পেলেন কবরী। খুবই মেজাজ খারাপ হলো। ধরলেন না। এর তিন দিন পর আবার ফোন। কী মুশকিল। এরপর বারবার ফোন। মেজাজ খারাপ হলো আবার। দিন সাতেক পর আবার ফোন। এবার মেজাজ খারাপ করেই ফোন ধরলেন কবরী।
‘হ্যালো, বলুন।’
‘আন্টি, এটা আমি। আপনার সঙ্গে দেখা হওয়ার তিন দিন পরই বাবা মারা গেছেন। আপনাকে ফোন করেছিলাম সেদিন।’
খবরটি শুনে পাথরের মতো স্থবির হয়ে গিয়েছিলেন কবরী।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে