বিনোদন প্রতিবেদক, ঢাকা
তারকাদের আয়ের একটি বড় মাধ্যম ফিতা কাটা। সাধারণত কোনো রেস্টুরেন্ট, বিউটি পারলার, জুয়েলারি শপ বা ফ্যাশন হাউসের নতুন আউটলেট বা শোরুম উদ্বোধনে ডাক পড়ে তারকাদের। সম্প্রতি এ ধরনের কাজে বাধার মুখে পড়ছেন শিল্পীরা। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের বাধার মুখে পড়ে নভেম্বর মাসে চট্টগ্রামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন করতে পারেননি অভিনেত্রী মেহজাবীন। গত সপ্তাহে টাঙ্গাইলে শোরুম উদ্বোধন করতে পারেননি চিত্রনায়িকা পরীমণি। উদ্বোধনী অনুষ্ঠানে যেতে না পেরে শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরীমণি। এবার ঢাকার কামরাঙ্গীরচরে রেস্তোরাঁ উদ্বোধনে যেতে পারলেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস।
গত মঙ্গলবার কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাটে সোনার থালা রেস্টুরেন্ট উদ্বোধন করার কথা ছিল অপু বিশ্বাসের। ২৫ জানুয়ারি অপু বিশ্বাসের সঙ্গে একটি ছবি শেয়ার করে ফেসবুক পেজে বিষয়টি জানায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। অভিনেত্রীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তে ক্ষোভ জানান স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। নিন্দা জানানোর পাশাপাশি সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়ে তৈরি একটি পোস্টারও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এমনকি থানায় গিয়েও অভিযোগ জানান প্রতিবাদকারীরা। পরবর্তী সময়ে অপু বিশ্বাসকে ছাড়াই রেস্টুরেন্টের উদ্বোধনের আয়োজন করে কর্তৃপক্ষ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সোনার থালা রেস্টুরেন্টের মালিক সৈকত বলেন, ‘উদ্বোধনের জন্য অপু বিশ্বাসের সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল। ফেসবুক গ্রুপে কামরাঙ্গীরচর এলাকার ধর্মপ্রাণ অনেক মুসল্লি পোস্ট করেছেন ওনাকে না আনার জন্য। এমনকি এই বিষয়ে তাঁরা স্থানীয় থানায় অভিযোগও করেন। তাঁদের একটাই দাবি, কামরাঙ্গীরচরে মিডিয়ার কোনো লোক এমন অনুষ্ঠানে আসতে পারবেন না। পুলিশের সঙ্গে কথা বলে, এলাকাবাসীর দাবি আমলে নিয়ে আমরা অপু বিশ্বাসের সঙ্গে চুক্তিটি বাতিল করি। পরবর্তী সময়ে তাঁকে ছাড়াই আমার রেস্টুরেন্টের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করি।’
তবে এ বিষয়ে অপু বিশ্বাস কোনো মন্তব্য করেননি।
তারকাদের আয়ের একটি বড় মাধ্যম ফিতা কাটা। সাধারণত কোনো রেস্টুরেন্ট, বিউটি পারলার, জুয়েলারি শপ বা ফ্যাশন হাউসের নতুন আউটলেট বা শোরুম উদ্বোধনে ডাক পড়ে তারকাদের। সম্প্রতি এ ধরনের কাজে বাধার মুখে পড়ছেন শিল্পীরা। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের বাধার মুখে পড়ে নভেম্বর মাসে চট্টগ্রামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন করতে পারেননি অভিনেত্রী মেহজাবীন। গত সপ্তাহে টাঙ্গাইলে শোরুম উদ্বোধন করতে পারেননি চিত্রনায়িকা পরীমণি। উদ্বোধনী অনুষ্ঠানে যেতে না পেরে শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরীমণি। এবার ঢাকার কামরাঙ্গীরচরে রেস্তোরাঁ উদ্বোধনে যেতে পারলেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস।
গত মঙ্গলবার কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাটে সোনার থালা রেস্টুরেন্ট উদ্বোধন করার কথা ছিল অপু বিশ্বাসের। ২৫ জানুয়ারি অপু বিশ্বাসের সঙ্গে একটি ছবি শেয়ার করে ফেসবুক পেজে বিষয়টি জানায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। অভিনেত্রীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তে ক্ষোভ জানান স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। নিন্দা জানানোর পাশাপাশি সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়ে তৈরি একটি পোস্টারও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এমনকি থানায় গিয়েও অভিযোগ জানান প্রতিবাদকারীরা। পরবর্তী সময়ে অপু বিশ্বাসকে ছাড়াই রেস্টুরেন্টের উদ্বোধনের আয়োজন করে কর্তৃপক্ষ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সোনার থালা রেস্টুরেন্টের মালিক সৈকত বলেন, ‘উদ্বোধনের জন্য অপু বিশ্বাসের সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল। ফেসবুক গ্রুপে কামরাঙ্গীরচর এলাকার ধর্মপ্রাণ অনেক মুসল্লি পোস্ট করেছেন ওনাকে না আনার জন্য। এমনকি এই বিষয়ে তাঁরা স্থানীয় থানায় অভিযোগও করেন। তাঁদের একটাই দাবি, কামরাঙ্গীরচরে মিডিয়ার কোনো লোক এমন অনুষ্ঠানে আসতে পারবেন না। পুলিশের সঙ্গে কথা বলে, এলাকাবাসীর দাবি আমলে নিয়ে আমরা অপু বিশ্বাসের সঙ্গে চুক্তিটি বাতিল করি। পরবর্তী সময়ে তাঁকে ছাড়াই আমার রেস্টুরেন্টের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করি।’
তবে এ বিষয়ে অপু বিশ্বাস কোনো মন্তব্য করেননি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে