ঢাকা: পাশাপাশি সময়ে নির্মাণের ঘোষণা আসে শাকিব খান অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ এবং জিয়াউল রোশানের ‘রিভেঞ্জ’র। দুটি ছবির নায়িকাই শবনম বুবলী। শুটিং শুরু হয়েছে শাকিব খানের সিনেমা। শুটিংয়ে যোগ দিয়েছেন বুবলীও।
অন্যদিকে, এই ছবিটির জন্যই শুটিংয়ের দিনক্ষণ ছেড়ে দিতে হয়েছে ‘রিভেঞ্জ’র। রোশানের সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা ছিল চলতি মাসের ৩০ তারিখে। ছবির পরিচালক মো. ইকবাল জানালেন, দুই ছবির নায়িকা বুবলী হওয়ায় পিছিয়ে এসেছেন তারা। আগামী মাসে শুরু হবে ‘রিভেঞ্জ’র কাজ।
পরিচালক ইকবাল বলেন, ‘শাকিবের ছবিটির কাজ মাত্র শুরু হলো। তাই আমরা ১১ দিন পিছিয়ে গেলাম। রোশান ও বুবলীকে নিয়ে আমাদের ছবির শুটিং শুরু হবে ১০ জুন। এর আগে ওই সিনেমায় বুবলীর অনেকটা শুটিং হয়ে যাবে।’
শাকিব সিনিয়র নায়ক বলেই কি রোশানকে পিছিয়ে যেতে হলো- এমন প্রশ্নে বুবলী বলেন, ‘বিষয়টি আসলে তা নয়। করোনায় কেউ-ই কাজ এগিয়ে নিতে পারেননি। তাদের সিডিউলটা আগে ছিল। সৌহার্দ্যের জায়গা থেকে ইকবাল ভাইয়েরা পিছিয়ে নিয়েছেন।’
‘লিডার, আমিই বাংলাদেশ’- নিয়ে বুবলী বলেন, ‘চলতি মাসের ৭ তারিখে শুটিংয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে দৃশ্যধারণ শুরু করা হয়নি। আমরা টানা শুটিংয়ের টার্গেট থাকবে।’
ঢাকা: পাশাপাশি সময়ে নির্মাণের ঘোষণা আসে শাকিব খান অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ এবং জিয়াউল রোশানের ‘রিভেঞ্জ’র। দুটি ছবির নায়িকাই শবনম বুবলী। শুটিং শুরু হয়েছে শাকিব খানের সিনেমা। শুটিংয়ে যোগ দিয়েছেন বুবলীও।
অন্যদিকে, এই ছবিটির জন্যই শুটিংয়ের দিনক্ষণ ছেড়ে দিতে হয়েছে ‘রিভেঞ্জ’র। রোশানের সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা ছিল চলতি মাসের ৩০ তারিখে। ছবির পরিচালক মো. ইকবাল জানালেন, দুই ছবির নায়িকা বুবলী হওয়ায় পিছিয়ে এসেছেন তারা। আগামী মাসে শুরু হবে ‘রিভেঞ্জ’র কাজ।
পরিচালক ইকবাল বলেন, ‘শাকিবের ছবিটির কাজ মাত্র শুরু হলো। তাই আমরা ১১ দিন পিছিয়ে গেলাম। রোশান ও বুবলীকে নিয়ে আমাদের ছবির শুটিং শুরু হবে ১০ জুন। এর আগে ওই সিনেমায় বুবলীর অনেকটা শুটিং হয়ে যাবে।’
শাকিব সিনিয়র নায়ক বলেই কি রোশানকে পিছিয়ে যেতে হলো- এমন প্রশ্নে বুবলী বলেন, ‘বিষয়টি আসলে তা নয়। করোনায় কেউ-ই কাজ এগিয়ে নিতে পারেননি। তাদের সিডিউলটা আগে ছিল। সৌহার্দ্যের জায়গা থেকে ইকবাল ভাইয়েরা পিছিয়ে নিয়েছেন।’
‘লিডার, আমিই বাংলাদেশ’- নিয়ে বুবলী বলেন, ‘চলতি মাসের ৭ তারিখে শুটিংয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে দৃশ্যধারণ শুরু করা হয়নি। আমরা টানা শুটিংয়ের টার্গেট থাকবে।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫