বিনোদন ডেস্ক
‘চ্যালেঞ্জ’ সিনেমা দিয়ে প্রথমবার একসঙ্গে কাজ করেন টালিগঞ্জের দেব ও শুভশ্রী। বক্স অফিসে হিট হয় সিনেমাটি, দর্শক পছন্দ করে নতুন এই জুটির কেমেস্ট্রি। এরপর জুটি বেঁধে একের পর এক অভিনয় করেন ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’র মতো ব্যবসাসফল সিনেমায়। অভিনয়ের সূত্র ধরে একে অপরের কাছে এসেছিলেন তাঁরা। ভালোবাসার বন্ধনেও জড়িয়ে পড়েছিলেন। কিন্তু সেই বন্ধন বেশি দিন স্থায়ী হয়নি। মাঝপথে হয় ছন্দপতন। একসঙ্গে কোনো সিনেমায়ও আর অভিনয় করেননি তাঁরা। সবশেষ এই জুটিকে দেখা গিয়েছিল ২০১৩ সালে ‘খোকা ৪২০’ সিনেমায়। এক যুগের বিরতির পর আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় এই জুটি। আগামী ১৪ আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘ধূমকেতু’। এই সিনেমায় আবার একসঙ্গে পাওয়া যাবে দেব-শুভশ্রীকে।
সম্পর্কের ইতি টানার পর ধূমকেতু প্রথম এক করে দেব ও শুভশ্রীকে। সেটাও প্রায় ১০ বছর আগে। গল্পের কারণেই ধূমকেতুতে কাজ করতে রাজি হয়েছিলেন তাঁরা। তবে নানা জটিলতায় আটকে ছিল সিনেমাটি। অনেকের মতো দেব-শুভশ্রীও হয়তো এই সিনেমার আশাই ছেড়ে দিয়েছিলেন। হঠাৎ করেই চলতি বছরের শুরুর দিকে ধূমকেতু মুক্তির গুঞ্জন শোনা যায়। অবশেষে চলতি মাসেই আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি।
সিনেমার মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে ভক্তদের মনে এক নতুন প্রশ্ন জেগে ওঠে, সিনেমার প্রচারে কি দেব ও শুভশ্রী একসঙ্গে উপস্থিত হবেন? তা নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে গতকাল নির্মাতাদের পক্ষ থেকে প্রকাশ্যে এল সিনেমার প্রমোশনাল ভিডিও। সেই ভিডিওতে দেখা মিলল দেব-শুভশ্রীর। তাঁরা বার্তাও দিলেন দর্শকদের। সেখানে দেব ও শুভশ্রী কাট টু কাট শটে বলেন, ‘১২ বছর পর আবার আমরা একসঙ্গে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ধূমকেতু। আর অপেক্ষা নয়, দেখা হচ্ছে সকলের সঙ্গে বড় পর্দায়।’
প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। দীর্ঘ ১২ বছর পর দেব-শুভশ্রীকে আবারও একসঙ্গে দেখতে পেয়ে ভক্তরাও আবেগাপ্লুত। সিনেমার গল্প, গান এবং নায়ক-নায়িকার রসায়ন নিয়ে ইতিমধ্যেই দর্শকদের বেশ আগ্রহ দেখা যাচ্ছে।
ধূমকেতুর পরিচালক কৌশিক গাঙ্গুলী জানান, এই সিনেমা শুধু প্রেমকাহিনি নয়, বরং এর মধ্য দিয়ে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছেন রানা সরকার ও দেব।
‘চ্যালেঞ্জ’ সিনেমা দিয়ে প্রথমবার একসঙ্গে কাজ করেন টালিগঞ্জের দেব ও শুভশ্রী। বক্স অফিসে হিট হয় সিনেমাটি, দর্শক পছন্দ করে নতুন এই জুটির কেমেস্ট্রি। এরপর জুটি বেঁধে একের পর এক অভিনয় করেন ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’র মতো ব্যবসাসফল সিনেমায়। অভিনয়ের সূত্র ধরে একে অপরের কাছে এসেছিলেন তাঁরা। ভালোবাসার বন্ধনেও জড়িয়ে পড়েছিলেন। কিন্তু সেই বন্ধন বেশি দিন স্থায়ী হয়নি। মাঝপথে হয় ছন্দপতন। একসঙ্গে কোনো সিনেমায়ও আর অভিনয় করেননি তাঁরা। সবশেষ এই জুটিকে দেখা গিয়েছিল ২০১৩ সালে ‘খোকা ৪২০’ সিনেমায়। এক যুগের বিরতির পর আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় এই জুটি। আগামী ১৪ আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘ধূমকেতু’। এই সিনেমায় আবার একসঙ্গে পাওয়া যাবে দেব-শুভশ্রীকে।
সম্পর্কের ইতি টানার পর ধূমকেতু প্রথম এক করে দেব ও শুভশ্রীকে। সেটাও প্রায় ১০ বছর আগে। গল্পের কারণেই ধূমকেতুতে কাজ করতে রাজি হয়েছিলেন তাঁরা। তবে নানা জটিলতায় আটকে ছিল সিনেমাটি। অনেকের মতো দেব-শুভশ্রীও হয়তো এই সিনেমার আশাই ছেড়ে দিয়েছিলেন। হঠাৎ করেই চলতি বছরের শুরুর দিকে ধূমকেতু মুক্তির গুঞ্জন শোনা যায়। অবশেষে চলতি মাসেই আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি।
সিনেমার মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে ভক্তদের মনে এক নতুন প্রশ্ন জেগে ওঠে, সিনেমার প্রচারে কি দেব ও শুভশ্রী একসঙ্গে উপস্থিত হবেন? তা নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে গতকাল নির্মাতাদের পক্ষ থেকে প্রকাশ্যে এল সিনেমার প্রমোশনাল ভিডিও। সেই ভিডিওতে দেখা মিলল দেব-শুভশ্রীর। তাঁরা বার্তাও দিলেন দর্শকদের। সেখানে দেব ও শুভশ্রী কাট টু কাট শটে বলেন, ‘১২ বছর পর আবার আমরা একসঙ্গে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ধূমকেতু। আর অপেক্ষা নয়, দেখা হচ্ছে সকলের সঙ্গে বড় পর্দায়।’
প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। দীর্ঘ ১২ বছর পর দেব-শুভশ্রীকে আবারও একসঙ্গে দেখতে পেয়ে ভক্তরাও আবেগাপ্লুত। সিনেমার গল্প, গান এবং নায়ক-নায়িকার রসায়ন নিয়ে ইতিমধ্যেই দর্শকদের বেশ আগ্রহ দেখা যাচ্ছে।
ধূমকেতুর পরিচালক কৌশিক গাঙ্গুলী জানান, এই সিনেমা শুধু প্রেমকাহিনি নয়, বরং এর মধ্য দিয়ে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছেন রানা সরকার ও দেব।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে