এম এস রানা, ঢাকা
সদ্য স্বাধীন হওয়া দেশে চলচ্চিত্রের বাজার সংরক্ষণের উদ্যোগ নিতে এবং এই শিল্পের উন্নয়নের লক্ষ্যে চলচ্চিত্রকর্মীদের একটি প্রতিনিধিদল বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে যান। সেই দলে থাকা চিত্রগ্রাহক মাসুদ-উর-রহমান একটি নিবন্ধে জানিয়েছেন, বঙ্গবন্ধু সেদিন মনোযোগ দিয়ে শিল্পীদের কথা শুনেছেন, মাঝেমধ্যে কথাও বলেছেন। একসময় তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, ‘আমি হয়তো আর বেশি দিন বাঁচব না রে! এই বাংলাদেশকে আমি বড়ই ভালোবাসি। তোদের কাছে আমার একটাই অনুরোধ, আমার সোনার বাংলা, তোরা যদি পারিস এই সোনার বাংলাদেশকে নিয়ে সোনার বাংলা ছবি তৈরি করিস…।’
সেই দলে ছিলেন অভিনেতা আনোয়ার হোসেন। তাঁকে উদ্দেশ করে বঙ্গবন্ধু বললেন, ‘এই যে বাংলার নবাব সিরাজউদ্দৌলা।’ শিল্পী আনোয়ার হোসেন থতমত অবস্থায় সহাস্যে বললেন, ‘না মুজিব ভাই, বাংলার নবাব তো আপনি।’ আনোয়ার হোসেনকে জড়িয়ে ধরলেন বঙ্গবন্ধু। বললেন, ‘নবাব সিরাজউদ্দৌলা ছবিটি আমি কয়েকবার দেখেছি। তোর অভিনয় আমাকে মুগ্ধ করেছে রে। এখন তো সময় পাই না। তবে, মাঝে মাঝে মনে পড়ে সেই সংলাপগুলো–‘বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি..।’ সংলাপ বলতে বলতে হলের মাঝখানে রাখা সোফাতে গিয়ে বসলেন বঙ্গবন্ধু।’
বিভিন্ন সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু ‘নবাব সিরাজউদ্দৌলা’ ও ‘রূপবান’ ছবি দুটি দেখেছিলেন। শুধু তা-ই নয়, ১৯৭৪ সালে মুক্তি পাওয়া চাষী নজরুল ইসলামের ‘সংগ্রাম’ ছবিতে অভিনয়ও করেছিলেন তিনি। জীবদ্দশায় পরিচালক চাষী নজরুল ইসলাম এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘সংগ্রাম’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর অভিনয় তাঁর চলচ্চিত্রপ্রীতির একটি নমুনা। চিত্রনায়ক কামরুল আলম খান খসরু ও নির্মাতা চাষী নজরুল ইসলামের অনুরোধ রক্ষা করতেই মুক্তিযুদ্ধবিষয়ক এই ছবির শেষ দৃশ্যে অভিনয় করেন বঙ্গবন্ধু।
ছবির শেষ অংশে সদ্য স্বাধীন দেশের সামরিক বাহিনী বাঙালির মুক্তিসংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্যালুট করছে। এই দৃশ্য কীভাবে ধারণ করা যায় তা নিয়ে চিন্তায় পড়ে যান পরিচালক চাষী নজরুল ইসলাম। একধরনের দুঃসাহস নিয়েই খসরু আর পরিচালক হাজির হলেন বঙ্গবন্ধুর সামনে। সেখানে অভিনেতা খসরু বঙ্গবন্ধুকে অভিনয়ের প্রস্তাব দেন। প্রথমে না করলেও পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মান্নানকে দিয়ে সুপারিশ করিয়ে অভিনয়ের জন্য বঙ্গবন্ধুকে রাজি করান খসরু। বাংলাদেশ সেনাবাহিনীর তদারকিতে মার্চপাস্টের আয়োজন করা হয় পিলখানায়। শুটিং হয় ১৯৭৩ সালে।
সদ্য স্বাধীন হওয়া দেশে চলচ্চিত্রের বাজার সংরক্ষণের উদ্যোগ নিতে এবং এই শিল্পের উন্নয়নের লক্ষ্যে চলচ্চিত্রকর্মীদের একটি প্রতিনিধিদল বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে যান। সেই দলে থাকা চিত্রগ্রাহক মাসুদ-উর-রহমান একটি নিবন্ধে জানিয়েছেন, বঙ্গবন্ধু সেদিন মনোযোগ দিয়ে শিল্পীদের কথা শুনেছেন, মাঝেমধ্যে কথাও বলেছেন। একসময় তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, ‘আমি হয়তো আর বেশি দিন বাঁচব না রে! এই বাংলাদেশকে আমি বড়ই ভালোবাসি। তোদের কাছে আমার একটাই অনুরোধ, আমার সোনার বাংলা, তোরা যদি পারিস এই সোনার বাংলাদেশকে নিয়ে সোনার বাংলা ছবি তৈরি করিস…।’
সেই দলে ছিলেন অভিনেতা আনোয়ার হোসেন। তাঁকে উদ্দেশ করে বঙ্গবন্ধু বললেন, ‘এই যে বাংলার নবাব সিরাজউদ্দৌলা।’ শিল্পী আনোয়ার হোসেন থতমত অবস্থায় সহাস্যে বললেন, ‘না মুজিব ভাই, বাংলার নবাব তো আপনি।’ আনোয়ার হোসেনকে জড়িয়ে ধরলেন বঙ্গবন্ধু। বললেন, ‘নবাব সিরাজউদ্দৌলা ছবিটি আমি কয়েকবার দেখেছি। তোর অভিনয় আমাকে মুগ্ধ করেছে রে। এখন তো সময় পাই না। তবে, মাঝে মাঝে মনে পড়ে সেই সংলাপগুলো–‘বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি..।’ সংলাপ বলতে বলতে হলের মাঝখানে রাখা সোফাতে গিয়ে বসলেন বঙ্গবন্ধু।’
বিভিন্ন সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু ‘নবাব সিরাজউদ্দৌলা’ ও ‘রূপবান’ ছবি দুটি দেখেছিলেন। শুধু তা-ই নয়, ১৯৭৪ সালে মুক্তি পাওয়া চাষী নজরুল ইসলামের ‘সংগ্রাম’ ছবিতে অভিনয়ও করেছিলেন তিনি। জীবদ্দশায় পরিচালক চাষী নজরুল ইসলাম এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘সংগ্রাম’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর অভিনয় তাঁর চলচ্চিত্রপ্রীতির একটি নমুনা। চিত্রনায়ক কামরুল আলম খান খসরু ও নির্মাতা চাষী নজরুল ইসলামের অনুরোধ রক্ষা করতেই মুক্তিযুদ্ধবিষয়ক এই ছবির শেষ দৃশ্যে অভিনয় করেন বঙ্গবন্ধু।
ছবির শেষ অংশে সদ্য স্বাধীন দেশের সামরিক বাহিনী বাঙালির মুক্তিসংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্যালুট করছে। এই দৃশ্য কীভাবে ধারণ করা যায় তা নিয়ে চিন্তায় পড়ে যান পরিচালক চাষী নজরুল ইসলাম। একধরনের দুঃসাহস নিয়েই খসরু আর পরিচালক হাজির হলেন বঙ্গবন্ধুর সামনে। সেখানে অভিনেতা খসরু বঙ্গবন্ধুকে অভিনয়ের প্রস্তাব দেন। প্রথমে না করলেও পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মান্নানকে দিয়ে সুপারিশ করিয়ে অভিনয়ের জন্য বঙ্গবন্ধুকে রাজি করান খসরু। বাংলাদেশ সেনাবাহিনীর তদারকিতে মার্চপাস্টের আয়োজন করা হয় পিলখানায়। শুটিং হয় ১৯৭৩ সালে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫