প্রথমবারের মতো সরকারি অনুদানের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। কথা চূড়ান্ত। প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, ‘অনেকেই মনে করেন, অনুদানের ছবি মানেই কম বাজেটের, টেলিভিশনে দেখানোই মূল উদ্দেশ্য। আমরা এমন ধারণার পরিবর্তন আনতে চাইছি। তাই ছবির নায়ক হিসেবে শাকিব খানকে নিয়েছি। বড় বাজেটের ছবি এটি।’
বাণিজ্যিক ছবির প্রযোজক হয়েও কেন সরকারি অনুদান নিতে হলো? কারণ জানিয়ে খসরু বলেন, ‘নিজের টাকা দিয়ে অনেক ছবি বানিয়েছি। বেশ কিছু ছবি ব্যবসায়িক সাফল্য পায়নি। তবু আমি ছবি বানাতে চাই, সরকারের কাছ থেকে যদি কিছু পাওয়া যায়, তাহলে নিজে কিছু লগ্নি করে একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই অলিকের সঙ্গে গল্প শেয়ার করি এবং অনুদানের জন্য চিত্রনাট্য তৈরি করি।’
সেপ্টেম্বরে জামালপুরে ছবির শুটিং শুরু হবে। স্থান নির্বাচনের এখন জামালপুরে আছেন নির্মাতা। গল্পের নায়ক পেশাদার নৌকাবাইচ খেলোয়াড়। শাকিবসহ আরও ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
নির্মাতা এস এ হক অলিক বলেন, ‘খসরু ভাইয়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল ভিন্ন রকমের একটি গল্প নিয়ে ছবি করার। এক আড্ডায় তিনি দুই লাইনের একটা গল্প বলেন। গল্পটা আমার মাথায় গেঁথে যায়। এরপর খসরু ভাইয়ের সঙ্গে গল্পটা নিয়ে আরও বিস্তারিত আলাপ করে ‘গলুই’ দাঁড় করাই।’
পরিচালক জানান, গলুই মানে নৌকার গলুই। নৌকার সঙ্গে জীবন, জীবনের সঙ্গে সম্পর্ক, পরিবার, রাষ্ট্র ও সমাজব্যবস্থা মিলিয়ে একটা জীবনধারা। এর মধ্যে প্রেম, টানাপোড়েন, বন্ধন–পুরো ছবিটার মধ্যে থাকবে। সে জন্যই ছবির নাম গলুই। কারণ নৌকার এক প্রান্তে থাকে মাঝির আসন, অন্য প্রান্তে নিশানা। নিশানা যদি ঠিক না থাকে, তাহলে নৌকা এদিক-সেদিক করবে। জীবনটাও তাই। স্বামী-স্ত্রীর সম্পর্কে একজন যদি একটু এদিক-সেদিক হয়, সংসারটা ঠিকঠাক চলে না।
শোনা যাচ্ছে, ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। তবে প্রযোজক বা পরিচালক এখনই সব কলাকুশলী নিয়ে কথা বলতে নারাজ। পরিচালক অলিক জানান, সেপ্টেম্বরে জামালপুরে ছবির শুটিং শুরু হবে। স্থান নির্বাচনের জন্য এখন জামালপুরে আছেন নির্মাতা এস এ হক অলিক। ছবির গল্পের নায়ক পেশাদার নৌকাবাইচ খেলোয়াড়। শাকিবসহ আরও ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
ছবিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ প্রমুখ।
প্রথমবারের মতো সরকারি অনুদানের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। কথা চূড়ান্ত। প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, ‘অনেকেই মনে করেন, অনুদানের ছবি মানেই কম বাজেটের, টেলিভিশনে দেখানোই মূল উদ্দেশ্য। আমরা এমন ধারণার পরিবর্তন আনতে চাইছি। তাই ছবির নায়ক হিসেবে শাকিব খানকে নিয়েছি। বড় বাজেটের ছবি এটি।’
বাণিজ্যিক ছবির প্রযোজক হয়েও কেন সরকারি অনুদান নিতে হলো? কারণ জানিয়ে খসরু বলেন, ‘নিজের টাকা দিয়ে অনেক ছবি বানিয়েছি। বেশ কিছু ছবি ব্যবসায়িক সাফল্য পায়নি। তবু আমি ছবি বানাতে চাই, সরকারের কাছ থেকে যদি কিছু পাওয়া যায়, তাহলে নিজে কিছু লগ্নি করে একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই অলিকের সঙ্গে গল্প শেয়ার করি এবং অনুদানের জন্য চিত্রনাট্য তৈরি করি।’
সেপ্টেম্বরে জামালপুরে ছবির শুটিং শুরু হবে। স্থান নির্বাচনের এখন জামালপুরে আছেন নির্মাতা। গল্পের নায়ক পেশাদার নৌকাবাইচ খেলোয়াড়। শাকিবসহ আরও ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
নির্মাতা এস এ হক অলিক বলেন, ‘খসরু ভাইয়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল ভিন্ন রকমের একটি গল্প নিয়ে ছবি করার। এক আড্ডায় তিনি দুই লাইনের একটা গল্প বলেন। গল্পটা আমার মাথায় গেঁথে যায়। এরপর খসরু ভাইয়ের সঙ্গে গল্পটা নিয়ে আরও বিস্তারিত আলাপ করে ‘গলুই’ দাঁড় করাই।’
পরিচালক জানান, গলুই মানে নৌকার গলুই। নৌকার সঙ্গে জীবন, জীবনের সঙ্গে সম্পর্ক, পরিবার, রাষ্ট্র ও সমাজব্যবস্থা মিলিয়ে একটা জীবনধারা। এর মধ্যে প্রেম, টানাপোড়েন, বন্ধন–পুরো ছবিটার মধ্যে থাকবে। সে জন্যই ছবির নাম গলুই। কারণ নৌকার এক প্রান্তে থাকে মাঝির আসন, অন্য প্রান্তে নিশানা। নিশানা যদি ঠিক না থাকে, তাহলে নৌকা এদিক-সেদিক করবে। জীবনটাও তাই। স্বামী-স্ত্রীর সম্পর্কে একজন যদি একটু এদিক-সেদিক হয়, সংসারটা ঠিকঠাক চলে না।
শোনা যাচ্ছে, ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। তবে প্রযোজক বা পরিচালক এখনই সব কলাকুশলী নিয়ে কথা বলতে নারাজ। পরিচালক অলিক জানান, সেপ্টেম্বরে জামালপুরে ছবির শুটিং শুরু হবে। স্থান নির্বাচনের জন্য এখন জামালপুরে আছেন নির্মাতা এস এ হক অলিক। ছবির গল্পের নায়ক পেশাদার নৌকাবাইচ খেলোয়াড়। শাকিবসহ আরও ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
ছবিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ প্রমুখ।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫