‘মহানগর’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন খায়রুল বাশার ও রুকাইয়া জাহান চমক। এরপর নাটকে একসঙ্গে অভিনয় শুরু করেন তাঁরা।
সম্প্রতি একাধিক নাটকে তাঁদেরকে জুটি হিসেবে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় এবার খায়রুল বাসার ও চমক হাজির ‘অবশেষে একা’ নাটকে। লিমন আহমেদের রচনায় নাটকটি বানিয়েছেন নিকুল কুমার মন্ডল।
গত ২৪ ও ২৫ অক্টোবর ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে নাটকটির। পরিচালক নিকুল বলেন, ‘আমি বিশ্বাস করি, দর্শক দিনশেষে জীবনের নানা বোধগুলোই মনে ধরে রাখে। সেই ভাবনা থেকে এ নাটক বানিয়েছি। দুর্দান্ত প্রেম ও সেই প্রেম নিয়ে করুণ পরিস্থিতির মুখে পড়ে যাওয়া দুই নর-নারীর গল্প উঠে আসবে এ নাটকে।’
এ নাটকে কাজ করা প্রসঙ্গে খায়রুল বাশার বলেন, ‘সময়ের স্রোতের চেয়ে একটু ভিন্ন ঘরানার গল্পের নাটক ‘অবশেষে একা’। প্রেম আছে, কমেডি ভরা সংলাপ আছে, বাস্তবতার বোধগুলোও সুক্ষ্মভাবে ফুটে উঠেছে এখানে।’
নাটকে পূর্ণিমা চরিত্রে অভিনয় করেছেন চমক। তিনি তাঁর অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘বেশ উপভোগ্য একটি গল্প ও চরিত্র। অভিনয়ের অনেক সুযোগ ছিল। চেষ্টা করেছি পরিচালকের নির্দেশনা অনুযায়ী চরিত্রটি ফুটিয়ে তুলতে।’
পরিচালক জানান, সাহেদ চৌধুরী প্রযোজিত নাটকটি খুব শিগগিরই টিভির পর্দায় দেখা যাবে।
‘মহানগর’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন খায়রুল বাশার ও রুকাইয়া জাহান চমক। এরপর নাটকে একসঙ্গে অভিনয় শুরু করেন তাঁরা।
সম্প্রতি একাধিক নাটকে তাঁদেরকে জুটি হিসেবে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় এবার খায়রুল বাসার ও চমক হাজির ‘অবশেষে একা’ নাটকে। লিমন আহমেদের রচনায় নাটকটি বানিয়েছেন নিকুল কুমার মন্ডল।
গত ২৪ ও ২৫ অক্টোবর ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে নাটকটির। পরিচালক নিকুল বলেন, ‘আমি বিশ্বাস করি, দর্শক দিনশেষে জীবনের নানা বোধগুলোই মনে ধরে রাখে। সেই ভাবনা থেকে এ নাটক বানিয়েছি। দুর্দান্ত প্রেম ও সেই প্রেম নিয়ে করুণ পরিস্থিতির মুখে পড়ে যাওয়া দুই নর-নারীর গল্প উঠে আসবে এ নাটকে।’
এ নাটকে কাজ করা প্রসঙ্গে খায়রুল বাশার বলেন, ‘সময়ের স্রোতের চেয়ে একটু ভিন্ন ঘরানার গল্পের নাটক ‘অবশেষে একা’। প্রেম আছে, কমেডি ভরা সংলাপ আছে, বাস্তবতার বোধগুলোও সুক্ষ্মভাবে ফুটে উঠেছে এখানে।’
নাটকে পূর্ণিমা চরিত্রে অভিনয় করেছেন চমক। তিনি তাঁর অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘বেশ উপভোগ্য একটি গল্প ও চরিত্র। অভিনয়ের অনেক সুযোগ ছিল। চেষ্টা করেছি পরিচালকের নির্দেশনা অনুযায়ী চরিত্রটি ফুটিয়ে তুলতে।’
পরিচালক জানান, সাহেদ চৌধুরী প্রযোজিত নাটকটি খুব শিগগিরই টিভির পর্দায় দেখা যাবে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫