ঢাকা: করোনার এই সময়ে বিনোদন এখন মুঠোফোন বা টেলিভিশনের স্ক্রিনেই সীমাবদ্ধ। গত বছরের মতো এ বছরও সিনেমা হলের দরজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সেটা বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও। হিন্দিতে একের পর এক ছবি ওটিটি প্ল্যাটফর্মে এলেও, কলকাতার ক্ষেত্রে ভিন্ন চেহারা।
এখানে ছোট–বড়-মাঝারি বাজেটের নানা ছবি তৈরি হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। তবে ইন্ডাস্ট্রির অনেক প্রযোজক–পরিচালকই ছবির চেয়েও এই মুহূর্তে বেশি চিন্তিত করোনা মোকাবিলা নিয়ে। ব্যক্তিগতভাবেও বিপর্যস্ত অনেকে। কেউ স্বজন হারিয়েছেন, কেউ আক্রান্ত ব্যক্তিদের সাহায্যে ব্যস্ত। তাই ছবির ভবিষ্যৎ এই মুহূর্তে থমকে আছে।
চলতি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’। তিনি আপাতত ব্যস্ত করোনা মোকাবিলায়। ২৫ জুন ‘অভিযান’-এর স্ক্রিনিং হবে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। কলকাতার দর্শক ছবিটা কবে দেখতে পাবে, তা এখনই বলা মুশকিল। ওটিটিতে মুক্তি দেওয়ারও নেই কোনো পরিকল্পনা।
মুক্তির অপেক্ষায় বড় বাজেটের এসভিএফ-এর ‘গোলন্দাজ’ এবং রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’। মুক্তির তারিখও নির্ধারণ হয়েছিল ভারতের স্বাধীনতা দিবসে। তবে আগস্ট পর্যন্ত করোনার প্রকোপ না কমলে সে সম্ভাবনা ক্ষীণ। সিনেমা হল খুললেও ভিড় হওয়ার সম্ভাবনা কম।
তখন কোনো বড় বাজেটের ছবি না এনে ‘সাইকো’র মতো অপেক্ষাকৃত কম বাজেটের ছবি আনতে পারে এসভিএফ। সে ক্ষেত্রে ‘গোলন্দাজ’ পেছাতে পারে পুজোয়। অন্য দিকে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তির কথা ছিল পুজোয়, সেটি আর এই বছর মুক্তি দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
কলকাতার অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস প্রযোজিত প্রায় ডজনখানেক ছবি রয়েছে, যা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি প্রতিষ্ঠানটি। তাদের প্রত্যাশা হল খুললে প্রথম ‘বনি’ মুক্তি দেবে, ক্রিসমাসে ‘কাবেরী অন্তর্ধান’। কিন্তু পরিস্থিতি যা, তাতে প্ল্যান করলেও তা বদলে যেতে পারে।
‘ভূতপরী’, ‘অর্ধাঙ্গিনী, ‘টেনিদা, অঙ্কুশ-শুভশ্রীর হরর কমেডি, হরনাথ চক্রবর্তীর থ্রিলারসহ অনেক ছবি জমেছে সুরিন্দর ফিল্মসের ঘরে।
এ বছরের মাঝামাঝিতে মুক্তির পরিকল্পনা ছিল দেবের ‘কিশমিশ। শুটিংই শুরু করা যায়নি, উপরন্তু ছবিতে অ্যানিমেশনের অনেকটা কাজ থাকায় এই বছর আর মুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। দেব প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ও বড় বাজেটের। হলে ভিড় না হলে সে ছবিও মুক্তি পাবে না।
রাজের ‘হাবজি গাবজি’ মুক্তির প্ল্যানও পিছিয়েছে। দেব ও রাজ এখন অতিমারি মোকাবিলা নিয়ে ব্যস্ত থাকায় ছবি নিয়ে এই মুহূর্তে ভাবছেন না। ‘ভালো সময়’–এর অপেক্ষায় দিন গুনছেন সবাই।
ঢাকা: করোনার এই সময়ে বিনোদন এখন মুঠোফোন বা টেলিভিশনের স্ক্রিনেই সীমাবদ্ধ। গত বছরের মতো এ বছরও সিনেমা হলের দরজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সেটা বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও। হিন্দিতে একের পর এক ছবি ওটিটি প্ল্যাটফর্মে এলেও, কলকাতার ক্ষেত্রে ভিন্ন চেহারা।
এখানে ছোট–বড়-মাঝারি বাজেটের নানা ছবি তৈরি হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। তবে ইন্ডাস্ট্রির অনেক প্রযোজক–পরিচালকই ছবির চেয়েও এই মুহূর্তে বেশি চিন্তিত করোনা মোকাবিলা নিয়ে। ব্যক্তিগতভাবেও বিপর্যস্ত অনেকে। কেউ স্বজন হারিয়েছেন, কেউ আক্রান্ত ব্যক্তিদের সাহায্যে ব্যস্ত। তাই ছবির ভবিষ্যৎ এই মুহূর্তে থমকে আছে।
চলতি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’। তিনি আপাতত ব্যস্ত করোনা মোকাবিলায়। ২৫ জুন ‘অভিযান’-এর স্ক্রিনিং হবে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। কলকাতার দর্শক ছবিটা কবে দেখতে পাবে, তা এখনই বলা মুশকিল। ওটিটিতে মুক্তি দেওয়ারও নেই কোনো পরিকল্পনা।
মুক্তির অপেক্ষায় বড় বাজেটের এসভিএফ-এর ‘গোলন্দাজ’ এবং রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’। মুক্তির তারিখও নির্ধারণ হয়েছিল ভারতের স্বাধীনতা দিবসে। তবে আগস্ট পর্যন্ত করোনার প্রকোপ না কমলে সে সম্ভাবনা ক্ষীণ। সিনেমা হল খুললেও ভিড় হওয়ার সম্ভাবনা কম।
তখন কোনো বড় বাজেটের ছবি না এনে ‘সাইকো’র মতো অপেক্ষাকৃত কম বাজেটের ছবি আনতে পারে এসভিএফ। সে ক্ষেত্রে ‘গোলন্দাজ’ পেছাতে পারে পুজোয়। অন্য দিকে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তির কথা ছিল পুজোয়, সেটি আর এই বছর মুক্তি দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
কলকাতার অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস প্রযোজিত প্রায় ডজনখানেক ছবি রয়েছে, যা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি প্রতিষ্ঠানটি। তাদের প্রত্যাশা হল খুললে প্রথম ‘বনি’ মুক্তি দেবে, ক্রিসমাসে ‘কাবেরী অন্তর্ধান’। কিন্তু পরিস্থিতি যা, তাতে প্ল্যান করলেও তা বদলে যেতে পারে।
‘ভূতপরী’, ‘অর্ধাঙ্গিনী, ‘টেনিদা, অঙ্কুশ-শুভশ্রীর হরর কমেডি, হরনাথ চক্রবর্তীর থ্রিলারসহ অনেক ছবি জমেছে সুরিন্দর ফিল্মসের ঘরে।
এ বছরের মাঝামাঝিতে মুক্তির পরিকল্পনা ছিল দেবের ‘কিশমিশ। শুটিংই শুরু করা যায়নি, উপরন্তু ছবিতে অ্যানিমেশনের অনেকটা কাজ থাকায় এই বছর আর মুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। দেব প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ও বড় বাজেটের। হলে ভিড় না হলে সে ছবিও মুক্তি পাবে না।
রাজের ‘হাবজি গাবজি’ মুক্তির প্ল্যানও পিছিয়েছে। দেব ও রাজ এখন অতিমারি মোকাবিলা নিয়ে ব্যস্ত থাকায় ছবি নিয়ে এই মুহূর্তে ভাবছেন না। ‘ভালো সময়’–এর অপেক্ষায় দিন গুনছেন সবাই।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে