পশ্চিমবঙ্গের ব্যস্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সিনেমায় ব্যস্ততার বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হয়ে প্রিয়াঙ্কা প্রায়ই হাজির হন বিভিন্ন অবতারে। নিজের সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করেন সেই সব মুহূর্ত।
বাঙালি পোশাক থেকে ওয়েস্টার্ন, প্রিয়াঙ্কার ফ্যাশনেবল লুক প্রশংসা কুড়ায় ভক্তদের। প্রিয়াঙ্কাও ভক্তের ভালোবাসার জবাব দেন, প্রকাশ করেন কৃতজ্ঞতা।
প্রিয়াঙ্কার শুরু ছোট পর্দার মাধ্যমে। বড় পর্দায় অভিষেক ২০০৮ সালে, সেবার মুক্তি পায় তাঁর প্রথম সিনেমা রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চিরদিনই তুমি যে আমার’।
সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় প্রিয়াঙ্কা সরকার ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুজনেরই। ব্যবসায়িক সফলতার পাশাপাশি সিনেমাটি প্রিয়াঙ্কা সরকারকে দর্শকপ্রিয়তা দেয়।
এর পরের বছর প্রিয়াঙ্কা, ঋতুপর্ণা সেনগুপ্ত ও হিরণ চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে ‘রিস্ক’ সিনেমায় অসাধারণ অভিনয় করেন।
তারপর একে একে ‘লাভ সার্কাস’, ‘কাগজের বউ’, ‘হ্যাংওভার’, ‘ন হন্যতে’, ‘হেমলক সোসাইটি’ প্রভৃতির মতো বেশ কিছু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন।
গত ২৫ মে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত সিনেমা ‘আবার বিবাহ অভিযান’। তাঁর বিপরীতে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ ও প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, সোহিনি সরকার, সৌরভ দাস ও বাংলাদেশের নুসরাত ফারিয়া।
পশ্চিমবঙ্গের ব্যস্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সিনেমায় ব্যস্ততার বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হয়ে প্রিয়াঙ্কা প্রায়ই হাজির হন বিভিন্ন অবতারে। নিজের সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করেন সেই সব মুহূর্ত।
বাঙালি পোশাক থেকে ওয়েস্টার্ন, প্রিয়াঙ্কার ফ্যাশনেবল লুক প্রশংসা কুড়ায় ভক্তদের। প্রিয়াঙ্কাও ভক্তের ভালোবাসার জবাব দেন, প্রকাশ করেন কৃতজ্ঞতা।
প্রিয়াঙ্কার শুরু ছোট পর্দার মাধ্যমে। বড় পর্দায় অভিষেক ২০০৮ সালে, সেবার মুক্তি পায় তাঁর প্রথম সিনেমা রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চিরদিনই তুমি যে আমার’।
সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় প্রিয়াঙ্কা সরকার ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুজনেরই। ব্যবসায়িক সফলতার পাশাপাশি সিনেমাটি প্রিয়াঙ্কা সরকারকে দর্শকপ্রিয়তা দেয়।
এর পরের বছর প্রিয়াঙ্কা, ঋতুপর্ণা সেনগুপ্ত ও হিরণ চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে ‘রিস্ক’ সিনেমায় অসাধারণ অভিনয় করেন।
তারপর একে একে ‘লাভ সার্কাস’, ‘কাগজের বউ’, ‘হ্যাংওভার’, ‘ন হন্যতে’, ‘হেমলক সোসাইটি’ প্রভৃতির মতো বেশ কিছু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন।
গত ২৫ মে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত সিনেমা ‘আবার বিবাহ অভিযান’। তাঁর বিপরীতে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ ও প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, সোহিনি সরকার, সৌরভ দাস ও বাংলাদেশের নুসরাত ফারিয়া।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫