এই নিয়ে তিনবার! কান চলচ্চিত্র উৎসবের ৭৬ বছরের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে পাম দ’র বা স্বর্ণপাম জিতলেন কোনো নারী। স্বর্ণপাম এই উৎসবের সর্বোচ্চ পুরস্কার। এই গৌরবের অধিকারী হন নির্মাতারাই। শনিবার বাংলাদেশ সময় মধ্যরাতে কান উৎসবের শেষ দিনে অভিনেত্রী জেন ফন্ডারের হাত থেকে এবারের সেরার পুরস্কারটি নিলেন ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েত। তিনি এই পুরস্কার পেয়েছেন ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার জন্য। এর আগে ২০১৯ সালে একবার স্বর্ণপামের জন্য মনোনয়ন পেয়েছিলেন। তবে সেবার হাতছাড়া হলেও এবার সোনালি পামের পাতাখচিত ট্রফি শক্ত হাতে উঁচিয়ে ধরলেন ত্রিয়েত।
সমাপনী আসরে জুরি প্রেসিডেন্ট রুবিন অস্টল্যান্ড যখন স্বর্ণপাম বিজয়ী হিসেবে ত্রিয়েতের নাম ঘোষণা করেন, তখন কানসৈকতে তৈরি হয় ভিন্ন আমেজ। রুবিনের এ ঘোষণার আগে জেন ফন্ডা বলেন, ‘সর্বশেষ আমি এই উৎসবে এসেছিলাম ১৯৬৩ সালে। এখানকার বেশির ভাগের তখন জন্মও হয়নি। তখন প্রতিযোগিতায় কোনো নারী নির্মাতার অংশগ্রহণ দেখা যেত না। তবে এখন আমরা অনেক এগিয়েছি। এবারই প্রথম কান উৎসবে সাতজন নারী নির্মাতার সিনেমা বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা করেছে। এই পরিবর্তন নিঃসন্দেহে উদ্যাপনের বিষয়।’
কানের ইতিহাসে নারী নির্মাতাদের মধ্যে ১৯৯৩ সালে প্রথম স্বর্ণপাম জেতেন জেন ক্যাম্পিয়ন। ২৮ বছরের বিরতি দিয়ে দ্বিতীয়বারের মতো ২০২১ সালে স্বর্ণপাম জেতেন ফরাসি নির্মাতা জুলিয়া দুকুরনো, যিনি এ বছর বিচারক ছিলেন। এক বছরের ব্যবধানেই তৃতীয় নারী নির্মাতা হিসেবে বাজিমাত করলেন জাস্টিন ত্রিয়েত।
ত্রিয়েতের ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার কাহিনি তৈরি হয়েছে জার্মান লেখিকা সান্দ্রা, তার ফরাসি স্বামী স্যামুয়েল ও তাদের একমাত্র সন্তান ড্যানিয়েলকে ঘিরে। স্বামীর মৃত্যুর পর তাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয় সান্দ্রা। নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালাতে থাকে সে। এ ঘটনার ভেতর দিয়ে আরও কিছু সত্য তুলে এনেছেন নির্মাতা।
কানে সেরা হলেন যাঁরা
স্বর্ণপাম: অ্যানাটমি অব আ ফল (জাস্টিন ত্রিয়েত, ফ্রান্স)
গ্র্যান্ড প্রিক্স: দ্য জোন অব ইন্টারেস্ট (জনাথন গ্লেজার, যুক্তরাজ্য)
সেরা পরিচালক: ট্র্যান অ্যাং হুং (দ্য পত অ ফু, ভিয়েতনাম/ ফ্রান্স)
জুরি প্রাইজ: ফলেন লিভস (আকি কাউরিসমাকি, ফিনল্যান্ড)
সেরা চিত্রনাট্য: ইউজি সাকামাতো (মনস্টার, জাপান)
সেরা অভিনেতা: কোজি ইয়াকশো (পারফেক্ট ডেজ, জাপান)
সেরা অভিনেত্রী: মারভে দেজদার (অ্যাবাউট ড্রাই গ্রাসেস, তুরস্ক)
ক্যামেরা দ’র: ফাম থিয়েন আন (ইনসাইড দ্য ইয়েলো কোকুন শেল, ভিয়েতনাম)
এই নিয়ে তিনবার! কান চলচ্চিত্র উৎসবের ৭৬ বছরের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে পাম দ’র বা স্বর্ণপাম জিতলেন কোনো নারী। স্বর্ণপাম এই উৎসবের সর্বোচ্চ পুরস্কার। এই গৌরবের অধিকারী হন নির্মাতারাই। শনিবার বাংলাদেশ সময় মধ্যরাতে কান উৎসবের শেষ দিনে অভিনেত্রী জেন ফন্ডারের হাত থেকে এবারের সেরার পুরস্কারটি নিলেন ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েত। তিনি এই পুরস্কার পেয়েছেন ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার জন্য। এর আগে ২০১৯ সালে একবার স্বর্ণপামের জন্য মনোনয়ন পেয়েছিলেন। তবে সেবার হাতছাড়া হলেও এবার সোনালি পামের পাতাখচিত ট্রফি শক্ত হাতে উঁচিয়ে ধরলেন ত্রিয়েত।
সমাপনী আসরে জুরি প্রেসিডেন্ট রুবিন অস্টল্যান্ড যখন স্বর্ণপাম বিজয়ী হিসেবে ত্রিয়েতের নাম ঘোষণা করেন, তখন কানসৈকতে তৈরি হয় ভিন্ন আমেজ। রুবিনের এ ঘোষণার আগে জেন ফন্ডা বলেন, ‘সর্বশেষ আমি এই উৎসবে এসেছিলাম ১৯৬৩ সালে। এখানকার বেশির ভাগের তখন জন্মও হয়নি। তখন প্রতিযোগিতায় কোনো নারী নির্মাতার অংশগ্রহণ দেখা যেত না। তবে এখন আমরা অনেক এগিয়েছি। এবারই প্রথম কান উৎসবে সাতজন নারী নির্মাতার সিনেমা বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা করেছে। এই পরিবর্তন নিঃসন্দেহে উদ্যাপনের বিষয়।’
কানের ইতিহাসে নারী নির্মাতাদের মধ্যে ১৯৯৩ সালে প্রথম স্বর্ণপাম জেতেন জেন ক্যাম্পিয়ন। ২৮ বছরের বিরতি দিয়ে দ্বিতীয়বারের মতো ২০২১ সালে স্বর্ণপাম জেতেন ফরাসি নির্মাতা জুলিয়া দুকুরনো, যিনি এ বছর বিচারক ছিলেন। এক বছরের ব্যবধানেই তৃতীয় নারী নির্মাতা হিসেবে বাজিমাত করলেন জাস্টিন ত্রিয়েত।
ত্রিয়েতের ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার কাহিনি তৈরি হয়েছে জার্মান লেখিকা সান্দ্রা, তার ফরাসি স্বামী স্যামুয়েল ও তাদের একমাত্র সন্তান ড্যানিয়েলকে ঘিরে। স্বামীর মৃত্যুর পর তাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয় সান্দ্রা। নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালাতে থাকে সে। এ ঘটনার ভেতর দিয়ে আরও কিছু সত্য তুলে এনেছেন নির্মাতা।
কানে সেরা হলেন যাঁরা
স্বর্ণপাম: অ্যানাটমি অব আ ফল (জাস্টিন ত্রিয়েত, ফ্রান্স)
গ্র্যান্ড প্রিক্স: দ্য জোন অব ইন্টারেস্ট (জনাথন গ্লেজার, যুক্তরাজ্য)
সেরা পরিচালক: ট্র্যান অ্যাং হুং (দ্য পত অ ফু, ভিয়েতনাম/ ফ্রান্স)
জুরি প্রাইজ: ফলেন লিভস (আকি কাউরিসমাকি, ফিনল্যান্ড)
সেরা চিত্রনাট্য: ইউজি সাকামাতো (মনস্টার, জাপান)
সেরা অভিনেতা: কোজি ইয়াকশো (পারফেক্ট ডেজ, জাপান)
সেরা অভিনেত্রী: মারভে দেজদার (অ্যাবাউট ড্রাই গ্রাসেস, তুরস্ক)
ক্যামেরা দ’র: ফাম থিয়েন আন (ইনসাইড দ্য ইয়েলো কোকুন শেল, ভিয়েতনাম)
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে