আনজিমুল ইসলাম খান জিহাদ
মুক্তিযুদ্ধের বীরগাথা নিয়ে তৈরি সিনেমা ‘ওরা ৭ জন’। ১৬ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে খিজির হায়াত খান নির্মিত সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। আমন্ত্রণ জানানো হয় দেশের বীর মুক্তিযোদ্ধাদের। শারীরিক অসুস্থতার জন্য সবাই আসতে না পারলেও এসেছিলেন বীর প্রতীক মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নির্মাতা খিজির হায়াত খানসহ সিনেমার অভিনেতা ইন্তেখাব দিনার, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ, জাকিয়া বারী মমসহ অনেকেই।
সিনেমায় জাকিয়া বারী মম অভিনয় করেছেন একজন চিকিৎসকের ভূমিকায়। নাম অপর্ণা। অপর্ণার বাবা ভারতীয় নাগরিক। একদল মুক্তিযোদ্ধার ওপর দায়িত্ব পড়ে অর্পণাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার।
সিনেমা দেখা শেষে আবেগে আপ্লুত হয়ে পড়েন বীরপ্রতীক মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ উপস্থিত দর্শকেরা। চোখের পানি ধরে রাখতে পারেননি সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ অনেকেই। নিজেকে সংবরণ করে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘মনে হলো যেন আবার যুদ্ধের দিনগুলোতে ফিরে গেছি। হৃদয় নাড়া দেওয়া মতো সিনেমা হয়েছে এটি। নির্মাতাসহ সিনেমার প্রতিটি অভিনেতা-অভিনেত্রীকে আমি সাধুবাদ জানাই।’
নির্মাতা খিজির হায়াত বলেন, ‘রণাঙ্গনের যুদ্ধটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা। আশা করি সিনেমাটার মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধকে উপলব্ধি করতে পারবেন নতুন প্রজন্মের দর্শকেরা।’
মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন বলেন, ‘দারুণ একটা সিনেমা হয়েছে। আন্তর্জাতিক ভাবে যেন সিনেমাটির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। তাহলেই আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকথা পৌঁছে যাবে সীমানা ছাড়িয়ে সবার কাছে।’
মুক্তিযুদ্ধের বীরগাথা নিয়ে তৈরি সিনেমা ‘ওরা ৭ জন’। ১৬ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে খিজির হায়াত খান নির্মিত সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। আমন্ত্রণ জানানো হয় দেশের বীর মুক্তিযোদ্ধাদের। শারীরিক অসুস্থতার জন্য সবাই আসতে না পারলেও এসেছিলেন বীর প্রতীক মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নির্মাতা খিজির হায়াত খানসহ সিনেমার অভিনেতা ইন্তেখাব দিনার, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ, জাকিয়া বারী মমসহ অনেকেই।
সিনেমায় জাকিয়া বারী মম অভিনয় করেছেন একজন চিকিৎসকের ভূমিকায়। নাম অপর্ণা। অপর্ণার বাবা ভারতীয় নাগরিক। একদল মুক্তিযোদ্ধার ওপর দায়িত্ব পড়ে অর্পণাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার।
সিনেমা দেখা শেষে আবেগে আপ্লুত হয়ে পড়েন বীরপ্রতীক মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ উপস্থিত দর্শকেরা। চোখের পানি ধরে রাখতে পারেননি সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ অনেকেই। নিজেকে সংবরণ করে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘মনে হলো যেন আবার যুদ্ধের দিনগুলোতে ফিরে গেছি। হৃদয় নাড়া দেওয়া মতো সিনেমা হয়েছে এটি। নির্মাতাসহ সিনেমার প্রতিটি অভিনেতা-অভিনেত্রীকে আমি সাধুবাদ জানাই।’
নির্মাতা খিজির হায়াত বলেন, ‘রণাঙ্গনের যুদ্ধটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা। আশা করি সিনেমাটার মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধকে উপলব্ধি করতে পারবেন নতুন প্রজন্মের দর্শকেরা।’
মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন বলেন, ‘দারুণ একটা সিনেমা হয়েছে। আন্তর্জাতিক ভাবে যেন সিনেমাটির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। তাহলেই আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকথা পৌঁছে যাবে সীমানা ছাড়িয়ে সবার কাছে।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫