বিনোদন প্রতিবেদক, ঢাকা
ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নিয়ে সিনেমা বানিয়েছেন তানিম রহমান অংশু। সিনেমার নাম ‘নসিব’। ১০ জুলাই গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সিনেমাটি।
নাফিজাকে নিয়ে পুলিশ কর্মকর্তা সাইফের সুখের সংসার। সেই সংসারে হঠাৎ করেই অনুপ্রবেশ ঘটে তৃতীয় ব্যক্তির। ব্ল্যাক ম্যাজিকের ছোঁয়ায় প্রতিহিংসার আগুনে পুড়তে শুরু করে তাদের সংসার। কী করবে ভেবে পায় না সাইফ। জীবনে যা বিশ্বাস করেনি, তাই আঁকড়ে ধরার চেষ্টা করে উদ্ধারের আশায়। কিন্তু শেষ রক্ষা কি হয়? গল্পে উঠে এসেছে প্রেম, বিশ্বাস, প্রতিশোধ আর অতিপ্রাকৃত শক্তির টানাপোড়েন।
মূলত তিনটি চরিত্র নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনি। গানচিল প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ইউটিউব ফিল্মে গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা এবং প্রিয়ন্তি উর্বি। নসিবের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাল্য বোস। চিত্রগ্রহণে জাকারিয়া হাসান মুন্না। ৭ জুলাই গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা নামের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে নসিবের ট্রেলার।
নসিব নিয়ে নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘নসিবের মূল ভাবনাটা আমার। মানুষের জীবনে যে বিশ্বাস, ভয় ও নিয়তির খেলা চলে, তা নিয়েই এর গল্প। এতে ব্ল্যাক ম্যাজিক যেমন আছে, তেমনি প্রেম, প্রতিশোধ ও সাইকো থ্রিলার ধাঁচের টুইস্টও পাবেন দর্শক।’
অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘নসিবের গল্পটা অসাধারণ। আমার চরিত্রটাও ইউনিক। খুব ভালো লেগেছে চরিত্রটিতে অভিনয় করে। বেশ নতুনত্ব আছে।’
ইয়াশ রোহান বলেন, ‘এটা ভিন্ন ঘরানার একটি কাজ। সাইকো থ্রিলার এবং ব্ল্যাক ম্যাজিকের মিশেল থাকায় ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হবেন দর্শকেরা। গল্প ও নির্মাণে বৈচিত্র্য আছে।’
প্রিয়ন্তি উর্বী বলেন, ‘আমার চরিত্রটি গভীরতা ও আবেগে পরিপূর্ণ। চোখের সামনে প্রতিহিংসার আগুনে পুড়ে যাচ্ছে সাজানো সুখের সংসার। জীবন বাজি রেখে সেই সংসার বাঁচাতে চায় মেয়েটি। কিন্তু অসহায়ত্বের কাছে পরাজিত হয় বারবার। শেষ পর্যন্ত মুখোমুখি হয় এক কঠিন বাস্তবতার। এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুব তৃপ্ত। এখন দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’
ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নিয়ে সিনেমা বানিয়েছেন তানিম রহমান অংশু। সিনেমার নাম ‘নসিব’। ১০ জুলাই গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সিনেমাটি।
নাফিজাকে নিয়ে পুলিশ কর্মকর্তা সাইফের সুখের সংসার। সেই সংসারে হঠাৎ করেই অনুপ্রবেশ ঘটে তৃতীয় ব্যক্তির। ব্ল্যাক ম্যাজিকের ছোঁয়ায় প্রতিহিংসার আগুনে পুড়তে শুরু করে তাদের সংসার। কী করবে ভেবে পায় না সাইফ। জীবনে যা বিশ্বাস করেনি, তাই আঁকড়ে ধরার চেষ্টা করে উদ্ধারের আশায়। কিন্তু শেষ রক্ষা কি হয়? গল্পে উঠে এসেছে প্রেম, বিশ্বাস, প্রতিশোধ আর অতিপ্রাকৃত শক্তির টানাপোড়েন।
মূলত তিনটি চরিত্র নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনি। গানচিল প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ইউটিউব ফিল্মে গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা এবং প্রিয়ন্তি উর্বি। নসিবের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাল্য বোস। চিত্রগ্রহণে জাকারিয়া হাসান মুন্না। ৭ জুলাই গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা নামের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে নসিবের ট্রেলার।
নসিব নিয়ে নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘নসিবের মূল ভাবনাটা আমার। মানুষের জীবনে যে বিশ্বাস, ভয় ও নিয়তির খেলা চলে, তা নিয়েই এর গল্প। এতে ব্ল্যাক ম্যাজিক যেমন আছে, তেমনি প্রেম, প্রতিশোধ ও সাইকো থ্রিলার ধাঁচের টুইস্টও পাবেন দর্শক।’
অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘নসিবের গল্পটা অসাধারণ। আমার চরিত্রটাও ইউনিক। খুব ভালো লেগেছে চরিত্রটিতে অভিনয় করে। বেশ নতুনত্ব আছে।’
ইয়াশ রোহান বলেন, ‘এটা ভিন্ন ঘরানার একটি কাজ। সাইকো থ্রিলার এবং ব্ল্যাক ম্যাজিকের মিশেল থাকায় ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হবেন দর্শকেরা। গল্প ও নির্মাণে বৈচিত্র্য আছে।’
প্রিয়ন্তি উর্বী বলেন, ‘আমার চরিত্রটি গভীরতা ও আবেগে পরিপূর্ণ। চোখের সামনে প্রতিহিংসার আগুনে পুড়ে যাচ্ছে সাজানো সুখের সংসার। জীবন বাজি রেখে সেই সংসার বাঁচাতে চায় মেয়েটি। কিন্তু অসহায়ত্বের কাছে পরাজিত হয় বারবার। শেষ পর্যন্ত মুখোমুখি হয় এক কঠিন বাস্তবতার। এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুব তৃপ্ত। এখন দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে