ঢাকা: আরও একবার নিজের পছন্দের অভিনেত্রীর ওপর ভরসা রাখলেন সঞ্জয় লীলা বানসালি। বলিউডের বিখ্যাত এ নির্মাতার আগামী সিনেমা ‘বৈজু বাওরা’। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোনকে প্রস্তাব দিয়েছেন বানসালি। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, বানসালির ওই প্রস্তাবে মত দিয়েছেন দীপিকা।
‘বৈজু বাওরা’ সিনেমায় আগেই যুক্ত হয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সব ঠিকঠাক থাকলে তাঁদের সঙ্গে যোগ দেবেন দীপিকা। সিনেমায় দস্যু রানি রূপমতির চরিত্রে দেখা যাবে তাঁকে। রণবীর-আলিয়া জুটির পাশাপাশি ‘বৈজু বাওরা’র অন্যতম আকর্ষণ হতে চলেছেন দীপিকা।
এর আগেও একই প্রেক্ষাপট নিয়ে সিনেমা নির্মিত হয়েছে বলিউডে। ১৯৫২ সালে তৈরি ‘বৈজু বাওরা’য় রূপমতির চরিত্র করেছিলেন অভিনেত্রী কুলদীপ কৌর। এবার তাঁর অভিনীত এ ঐতিহাসিক চরিত্রে হাজির হবেন দীপিকা। ডাকাত দলের নেত্রী রূপমতির আরেকটি পরিচয়ও আছে। একসময় বাইজি ছিল সে। ফলে নাচ ও গান এ সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।
‘বৈজু’, ‘আকবর’, ‘তানসেন’, ‘গৌরী’-র মতো বেশকিছু গুরুত্বপূর্ণ চরিত্র আছে এ সিনেমায়। শোনা যাচ্ছে, বানসালির একটি টিম ইতিমধ্যেই বিভিন্ন তারকার সঙ্গে ডেট নিয়ে আলাপ-আলোচনা শুরু করেছেন।
সঞ্জয় লীলা বানসালি এখন ব্যস্ত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমার শুটিংয়ে। করোনার ধাক্কায় অনেকদিন শুটিং বন্ধ থাকার পর দুদিন হলো আবার ক্যামেরা চালু হয়েছে। এ সিনেমার কাজ শেষ করে বানসালি হাত দেবেন তাঁর পরবর্তী প্রজেক্ট ‘হীরা মাণ্ডি’তে।
‘হীরা মাণ্ডি’ বানসালির প্রথম ওয়েব সিরিজ। এটি শেষ করেই ‘বৈজু বাওরা’ শুরু করবেন নির্মাতা। ধারণা করা হচ্ছে, ২০২২ সালের মাঝামাঝি শুরু হতে পারে ‘বৈজু বাওরা’র শুটিং।
সিনেমাটি হবে আগাগোড়া ‘মিউজিক্যাল ড্রামা’। তাই একাধিক বিখ্যাত সুরকারদের সঙ্গে আলোচনায় বসবেন বানসালি। পুরো প্রক্রিয়া শেষ করে তবেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে অভিনয়শিল্পীদের নাম।
ঢাকা: আরও একবার নিজের পছন্দের অভিনেত্রীর ওপর ভরসা রাখলেন সঞ্জয় লীলা বানসালি। বলিউডের বিখ্যাত এ নির্মাতার আগামী সিনেমা ‘বৈজু বাওরা’। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোনকে প্রস্তাব দিয়েছেন বানসালি। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, বানসালির ওই প্রস্তাবে মত দিয়েছেন দীপিকা।
‘বৈজু বাওরা’ সিনেমায় আগেই যুক্ত হয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সব ঠিকঠাক থাকলে তাঁদের সঙ্গে যোগ দেবেন দীপিকা। সিনেমায় দস্যু রানি রূপমতির চরিত্রে দেখা যাবে তাঁকে। রণবীর-আলিয়া জুটির পাশাপাশি ‘বৈজু বাওরা’র অন্যতম আকর্ষণ হতে চলেছেন দীপিকা।
এর আগেও একই প্রেক্ষাপট নিয়ে সিনেমা নির্মিত হয়েছে বলিউডে। ১৯৫২ সালে তৈরি ‘বৈজু বাওরা’য় রূপমতির চরিত্র করেছিলেন অভিনেত্রী কুলদীপ কৌর। এবার তাঁর অভিনীত এ ঐতিহাসিক চরিত্রে হাজির হবেন দীপিকা। ডাকাত দলের নেত্রী রূপমতির আরেকটি পরিচয়ও আছে। একসময় বাইজি ছিল সে। ফলে নাচ ও গান এ সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।
‘বৈজু’, ‘আকবর’, ‘তানসেন’, ‘গৌরী’-র মতো বেশকিছু গুরুত্বপূর্ণ চরিত্র আছে এ সিনেমায়। শোনা যাচ্ছে, বানসালির একটি টিম ইতিমধ্যেই বিভিন্ন তারকার সঙ্গে ডেট নিয়ে আলাপ-আলোচনা শুরু করেছেন।
সঞ্জয় লীলা বানসালি এখন ব্যস্ত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমার শুটিংয়ে। করোনার ধাক্কায় অনেকদিন শুটিং বন্ধ থাকার পর দুদিন হলো আবার ক্যামেরা চালু হয়েছে। এ সিনেমার কাজ শেষ করে বানসালি হাত দেবেন তাঁর পরবর্তী প্রজেক্ট ‘হীরা মাণ্ডি’তে।
‘হীরা মাণ্ডি’ বানসালির প্রথম ওয়েব সিরিজ। এটি শেষ করেই ‘বৈজু বাওরা’ শুরু করবেন নির্মাতা। ধারণা করা হচ্ছে, ২০২২ সালের মাঝামাঝি শুরু হতে পারে ‘বৈজু বাওরা’র শুটিং।
সিনেমাটি হবে আগাগোড়া ‘মিউজিক্যাল ড্রামা’। তাই একাধিক বিখ্যাত সুরকারদের সঙ্গে আলোচনায় বসবেন বানসালি। পুরো প্রক্রিয়া শেষ করে তবেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে অভিনয়শিল্পীদের নাম।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫