আনিসুর রহমান মিলন, ববি হক ও সাঞ্জু জন—দেশের বিনোদনপাড়ার এই পরিচিত তিন মুখ একসঙ্গে হাজির হচ্ছেন এবার। তাঁরা অভিনয় করবেন ‘আলপিন’ নামে নতুন একটি ছবিতে। এটি পরিচালনা করবেন জনপ্রিয় নাট্যনির্মাতা আল হাজেন। চিত্রনাট্য লিখেছেন মিজানুর রহমান বেলাল।
আজ (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আরটিভির নিজস্ব কার্যালয়ে ওয়েব ফিল্মটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তাঁরা। ওই সময় উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান, নির্মাতা আল হাজেনসহ ছবির তিন অভিনয়শিল্পী মিলন, ববি ও সাঞ্জু জন।
ওয়েব ফিল্ম আলপিন-এর পরিচালক আল হাজেন বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। দর্শকের কথা মাথায় রেখেই ছবিটির গল্প সাজিয়েছি আমরা। আশা করি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন।’
আনিসুর রহমান মিলন বলেন, ‘এ ছবিতে আমি অভিনয় করছি পুলিশের চরিত্রে। এর আগেও পুলিশের চরিত্রে অভিনয় করেছি তবে এই গল্পে কিছু ভিন্নতা আছে।’
চিত্রনায়িকা ববি বলেন, ‘বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি তাও প্রথম। এ ছবিতে আমি অভিনয় করছি সাংবাদিক চরিত্রে। মূলত অনুসন্ধানমূলক লেখালেখি করাই হচ্ছে আমার কাজ।’
নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে ওয়েব ফিল্ম আলপিন-এর দৃশ্যধারণ শুরু হবে।
আনিসুর রহমান মিলন, ববি হক ও সাঞ্জু জন—দেশের বিনোদনপাড়ার এই পরিচিত তিন মুখ একসঙ্গে হাজির হচ্ছেন এবার। তাঁরা অভিনয় করবেন ‘আলপিন’ নামে নতুন একটি ছবিতে। এটি পরিচালনা করবেন জনপ্রিয় নাট্যনির্মাতা আল হাজেন। চিত্রনাট্য লিখেছেন মিজানুর রহমান বেলাল।
আজ (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আরটিভির নিজস্ব কার্যালয়ে ওয়েব ফিল্মটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তাঁরা। ওই সময় উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান, নির্মাতা আল হাজেনসহ ছবির তিন অভিনয়শিল্পী মিলন, ববি ও সাঞ্জু জন।
ওয়েব ফিল্ম আলপিন-এর পরিচালক আল হাজেন বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। দর্শকের কথা মাথায় রেখেই ছবিটির গল্প সাজিয়েছি আমরা। আশা করি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন।’
আনিসুর রহমান মিলন বলেন, ‘এ ছবিতে আমি অভিনয় করছি পুলিশের চরিত্রে। এর আগেও পুলিশের চরিত্রে অভিনয় করেছি তবে এই গল্পে কিছু ভিন্নতা আছে।’
চিত্রনায়িকা ববি বলেন, ‘বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি তাও প্রথম। এ ছবিতে আমি অভিনয় করছি সাংবাদিক চরিত্রে। মূলত অনুসন্ধানমূলক লেখালেখি করাই হচ্ছে আমার কাজ।’
নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে ওয়েব ফিল্ম আলপিন-এর দৃশ্যধারণ শুরু হবে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে