রুবেল আনুশ পরিচালিত ছবিটি সেন্সর বোর্ডে ‘প্রেমকাহন’ নামে জমা পড়েছিল। সেখানে বোর্ড সদস্যরা ছবিটিকে সর্বসাধারণের জন্য সিনেমা হলে প্রদর্শনের অনুপযুক্ত ঘোষণা করেন। পরে পরিচালক ছবিটি ইউটিউবে মুক্তি দেন।
গেল ২৫ নভেম্বর লাইভ রেডিও নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ছবিটি। মুক্তির প্রথম থেকেই দারুণ সাড়া ফেলে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। সেই ধারাবাহিকতায় মুক্তির ২৫ দিনের মধ্যেই ১০ লাখ দর্শক ছবিটি দেখে ফেলেছেন।
এই অর্জনে উচ্ছ্বসিত ছবির পরিচালক রুবেল আনুশ। তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার কৃতজ্ঞতার শেষ নেই দর্শকের প্রতি। তারা আমার ছবিটি ভালোবেসেছেন, দেখেছেন। অনেকে অনেক ভালো ভালো মন্তব্য করেছেন, যা আমার জন্য প্রেরণার। ছবিটি নিয়ে এত দ্রুত এত ভালো রেসপন্স আসবে ভাবতে পারিনি। সবাই বাংলাদেশি ছবির সঙ্গে থাকুন।’
রুবেল আনুশ আরও বলেন, ‘আমরা ছবিটি হলে আনতে চেয়েছিলাম। সেটা পারিনি। ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু কেউই সেন্সর ছাড়পত্র ছাড়া চালাতে রাজি নন। তাই ইউটিউবেই ছবিটি মুক্তি দিয়েছি। সেখান থেকে যে ফিডব্যাক, তা সত্যি আমাকে ভালো কাজের জন্য সাহস জোগাচ্ছে।’
‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিমলা ও মামুন। এ ছাড়া আছেন মনিরা মিঠু, সোহেল খান, মোহাম্মদ সালমান, নোভাই নোভিয়া, মুনমুন আহমেদ মুন, আকাশ মেহেদি, এ কে আজাদ সেতু, শিমুল খান।
ছবির সংগীত পরিচালনা করেছেন সোহেল রাজ। প্রযোজনা করেছে আনুশ ফিল্মস। সহপ্রযোজক রেড পিকচার্স।
রুবেল আনুশ পরিচালিত ছবিটি সেন্সর বোর্ডে ‘প্রেমকাহন’ নামে জমা পড়েছিল। সেখানে বোর্ড সদস্যরা ছবিটিকে সর্বসাধারণের জন্য সিনেমা হলে প্রদর্শনের অনুপযুক্ত ঘোষণা করেন। পরে পরিচালক ছবিটি ইউটিউবে মুক্তি দেন।
গেল ২৫ নভেম্বর লাইভ রেডিও নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ছবিটি। মুক্তির প্রথম থেকেই দারুণ সাড়া ফেলে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। সেই ধারাবাহিকতায় মুক্তির ২৫ দিনের মধ্যেই ১০ লাখ দর্শক ছবিটি দেখে ফেলেছেন।
এই অর্জনে উচ্ছ্বসিত ছবির পরিচালক রুবেল আনুশ। তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার কৃতজ্ঞতার শেষ নেই দর্শকের প্রতি। তারা আমার ছবিটি ভালোবেসেছেন, দেখেছেন। অনেকে অনেক ভালো ভালো মন্তব্য করেছেন, যা আমার জন্য প্রেরণার। ছবিটি নিয়ে এত দ্রুত এত ভালো রেসপন্স আসবে ভাবতে পারিনি। সবাই বাংলাদেশি ছবির সঙ্গে থাকুন।’
রুবেল আনুশ আরও বলেন, ‘আমরা ছবিটি হলে আনতে চেয়েছিলাম। সেটা পারিনি। ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু কেউই সেন্সর ছাড়পত্র ছাড়া চালাতে রাজি নন। তাই ইউটিউবেই ছবিটি মুক্তি দিয়েছি। সেখান থেকে যে ফিডব্যাক, তা সত্যি আমাকে ভালো কাজের জন্য সাহস জোগাচ্ছে।’
‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিমলা ও মামুন। এ ছাড়া আছেন মনিরা মিঠু, সোহেল খান, মোহাম্মদ সালমান, নোভাই নোভিয়া, মুনমুন আহমেদ মুন, আকাশ মেহেদি, এ কে আজাদ সেতু, শিমুল খান।
ছবির সংগীত পরিচালনা করেছেন সোহেল রাজ। প্রযোজনা করেছে আনুশ ফিল্মস। সহপ্রযোজক রেড পিকচার্স।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫