২০১৭ সালে ৩০ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সচল হয় সৌদি আরবের সিনেমা হলগুলো। আগাম খবরে, তারও আগে থেকে প্রযোজনা প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নিতে শুরু করেন সৌদির তিন যুবক আল ফাদান, ইব্রাহিম আল খাইরুল্লাহ ও আলী খালতামি। প্রতিষ্ঠা করেন ‘তেলফাজ ১১’ নামের প্রযোজনা প্রতিষ্ঠান।
সিনেমার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাত্র ছয় বছরে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বক্স অফিসে পরিণত হয়েছে সৌদি আরব। আর তেলফাজ হয়ে উঠেছে দেশটির অন্যতম প্রধান প্রযোজনা প্রতিষ্ঠান। এ বছরের শুরুতে প্রতিষ্ঠানটি নিয়ে আসে তাদের প্রথম ফিচার ফিল্ম ‘সাত্তার’। সিনেমাটি সৌদির বাজারে তুমুল সাড়া ফেলে। হলিউড রিপোর্টারের দেওয়া তথ্যমতে, সৌদিতে এ সিনেমা দেখতে ৯ লাখ ৩০ হাজারের বেশি দর্শক হলে গেছে। বিশ্বজুড়ে সাত্তার আয় করেছে ১১ মিলিয়ন ডলারের বেশি। যা সৌদি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ।
এবার তেলফাজ নিয়ে আসছে দ্বিতীয় সিনেমা ‘মানদুব’। কমেডি থ্রিলারটি পরিচালনা করেছেন আলী খালতামি। এ বছর টরন্টো চলচ্চিত্র উৎসবে এর প্রিমিয়ার হয়। সেখানে বেশ প্রশংসিত হয় মানদুব। উৎসব পেরিয়ে এবার সিনেমাটি সৌদির হলে মুক্তি পাচ্ছে আগামী ১৪ ডিসেম্বর। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে মানদুবের ট্রেলার। এতে অভিনয় করেছেন সৌদি অভিনয়শিল্পী মোহাম্মদ আলদোখেই, মোহাম্মদ আলগারাভি ও হাজর আলসামারি। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, সাত্তার সিনেমার মতো মানদুবও সৌদি সিনেমায় নতুন রেকর্ড সৃষ্টি করবে।
এ সিনেমায় তুলে ধরা হয়েছে ফাহাদ নামে মানসিকভাবে বিপর্যস্ত এক ব্যক্তির গল্প, যে তার অসুস্থ বাবাকে বাঁচাতে প্রাণপণ লড়াই করছে। রিয়াদের এক কলসেন্টারে চাকরি করত সে। একসময় চাকরিটা চলে গেলে রাত্রিকালীন ডেলিভারি বয়ের কাজ নিতে বাধ্য হয়। এ কাজে নানা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় ফাহাদকে। নির্মাতা আলী খালতামি বলেন, ‘রিয়াদের মতো ঝাঁ-চকচকে একটি শহরের রঙিন আলোর আড়ালে যে গল্পগুলো লুকিয়ে থাকে, সেগুলোকে তুলে আনতে চেয়েছি। যে চিত্র ওপর থেকে দেখা যায় না, অথচ শহরে প্রতিনিয়ত সেসব ঘটনা ঘটে চলেছে।’
২০১৭ সালে ৩০ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সচল হয় সৌদি আরবের সিনেমা হলগুলো। আগাম খবরে, তারও আগে থেকে প্রযোজনা প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নিতে শুরু করেন সৌদির তিন যুবক আল ফাদান, ইব্রাহিম আল খাইরুল্লাহ ও আলী খালতামি। প্রতিষ্ঠা করেন ‘তেলফাজ ১১’ নামের প্রযোজনা প্রতিষ্ঠান।
সিনেমার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাত্র ছয় বছরে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বক্স অফিসে পরিণত হয়েছে সৌদি আরব। আর তেলফাজ হয়ে উঠেছে দেশটির অন্যতম প্রধান প্রযোজনা প্রতিষ্ঠান। এ বছরের শুরুতে প্রতিষ্ঠানটি নিয়ে আসে তাদের প্রথম ফিচার ফিল্ম ‘সাত্তার’। সিনেমাটি সৌদির বাজারে তুমুল সাড়া ফেলে। হলিউড রিপোর্টারের দেওয়া তথ্যমতে, সৌদিতে এ সিনেমা দেখতে ৯ লাখ ৩০ হাজারের বেশি দর্শক হলে গেছে। বিশ্বজুড়ে সাত্তার আয় করেছে ১১ মিলিয়ন ডলারের বেশি। যা সৌদি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ।
এবার তেলফাজ নিয়ে আসছে দ্বিতীয় সিনেমা ‘মানদুব’। কমেডি থ্রিলারটি পরিচালনা করেছেন আলী খালতামি। এ বছর টরন্টো চলচ্চিত্র উৎসবে এর প্রিমিয়ার হয়। সেখানে বেশ প্রশংসিত হয় মানদুব। উৎসব পেরিয়ে এবার সিনেমাটি সৌদির হলে মুক্তি পাচ্ছে আগামী ১৪ ডিসেম্বর। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে মানদুবের ট্রেলার। এতে অভিনয় করেছেন সৌদি অভিনয়শিল্পী মোহাম্মদ আলদোখেই, মোহাম্মদ আলগারাভি ও হাজর আলসামারি। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, সাত্তার সিনেমার মতো মানদুবও সৌদি সিনেমায় নতুন রেকর্ড সৃষ্টি করবে।
এ সিনেমায় তুলে ধরা হয়েছে ফাহাদ নামে মানসিকভাবে বিপর্যস্ত এক ব্যক্তির গল্প, যে তার অসুস্থ বাবাকে বাঁচাতে প্রাণপণ লড়াই করছে। রিয়াদের এক কলসেন্টারে চাকরি করত সে। একসময় চাকরিটা চলে গেলে রাত্রিকালীন ডেলিভারি বয়ের কাজ নিতে বাধ্য হয়। এ কাজে নানা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় ফাহাদকে। নির্মাতা আলী খালতামি বলেন, ‘রিয়াদের মতো ঝাঁ-চকচকে একটি শহরের রঙিন আলোর আড়ালে যে গল্পগুলো লুকিয়ে থাকে, সেগুলোকে তুলে আনতে চেয়েছি। যে চিত্র ওপর থেকে দেখা যায় না, অথচ শহরে প্রতিনিয়ত সেসব ঘটনা ঘটে চলেছে।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫