বিনোদন প্রতিবেদক, ঢাকা
কোরবানির ঈদে মুক্তির তালিকায় ছিল ১০টি সিনেমা। শেষ মুহূর্তে চারটি সিনেমা পিছিয়ে যায়, মুক্তি পায় ছয়টি। মুক্তির তালিকা থেকে সরে যাওয়া সিনেমাগুলো হলো ‘নাদান’, ‘সর্দার বাড়ির খেলা’, ‘শিরোনাম’ ও ‘পিনিক’। খোঁজ নিয়ে জানা গেল, ঈদে সরে যাওয়া বেশির ভাগ সিনেমা দুর্গাপূজা উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে।
গত ১৩ মে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল ফারহাদ হোসেনের নাদান সিনেমার। ঈদের এক সপ্তাহ বাকি থাকতে নির্মাতা জানান, কারিগরি জটিলতার কারণে ঈদে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। ঈদে না এলেও অন্য উৎসবে আসছে নাদান। আগামী সেপ্টেম্বরে দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে মুক্তি দেওয়া হবে, নিশ্চিত করেছেন নির্মাতা ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা পিছিয়ে গিয়েছিলাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। সব ঠিক থাকলে ২৬ সেপ্টেম্বর থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে নাদান।’
নির্মাতা আরও জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। নাদান সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, সায়মা স্মৃতি, রাকিব হোসেন ইভন, এরফান মৃধা শিবলু, সাইফ খান, জুয়েল জহুর প্রমুখ।
পিনিক সিনেমাটিও রোজার ঈদে মুক্তির কথা ছিল। তবে ভিএফএক্সের কাজ বাকি থাকায় তা সম্ভব হয়নি। এটিও দুর্গাপূজা উপলক্ষে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন নির্মাতা জাহিদ জুয়েল। নির্মাতা বলেন, ‘নানা কারণে ঈদের সময় পিনিক মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তাই দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা দর্শকের সামনে আসতে চাই। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। শিগগির সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে মুক্তির তারিখ।’
রহস্য এবং মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানায় নির্মিত হয়েছে পিনিক। এতে জুটি হয়ে অভিনয় করেছেন আদর আজাদ ও বুবলী। আরও আছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু প্রমুখ।
দুর্গাপূজায় মুক্তির তালিকায় আছে ঈদে সরে যাওয়া আরেক সিনেমা সর্দার বাড়ির খেলা। সেভাবেই এগোচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। তার আগে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা। সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন রাখাল সবুজ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান, শবনম বুবলী, আজাদ আবুল কালাম প্রমুখ।
দুর্গাপূজায় তিনটি সিনেমার মুক্তির পরিকল্পনা জানা গেলেও একটু পিছিয়ে আছে অনিক বিশ্বাসের শিরোনাম। মুক্তির সময় চূড়ান্ত করতে না পারলেও চলতি বছরই সিনেমাটি আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন নির্মাতা। অনিক বিশ্বাস বলেন, ‘আমরা যখন ঈদে মুক্তির ঘোষণা দিই, তখন পাঁচ-ছয় দিনের শুটিং বাকি ছিল। চাইলে দ্রুত কাজ শেষ করা যেত। কিন্তু আমরা তাড়াহুড়া করতে চাইনি। চলতি মাসের শেষের দিকে শুটিং শেষ করব। এরপর মুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি বছরেই সিনেমাটি দেখা যাবে প্রেক্ষাগৃহে।’
জানা গেছে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে শিরোনাম। সমসাময়িক অনেক বিষয় উঠে আসবে এতে। থাকবে সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার কথা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নিরব হোসেন, ইয়ামিন হক ববি, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, ফারজানা ছবি, দিলরুবা দোয়েল প্রমুখ।
কোরবানির ঈদে মুক্তির তালিকায় ছিল ১০টি সিনেমা। শেষ মুহূর্তে চারটি সিনেমা পিছিয়ে যায়, মুক্তি পায় ছয়টি। মুক্তির তালিকা থেকে সরে যাওয়া সিনেমাগুলো হলো ‘নাদান’, ‘সর্দার বাড়ির খেলা’, ‘শিরোনাম’ ও ‘পিনিক’। খোঁজ নিয়ে জানা গেল, ঈদে সরে যাওয়া বেশির ভাগ সিনেমা দুর্গাপূজা উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে।
গত ১৩ মে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল ফারহাদ হোসেনের নাদান সিনেমার। ঈদের এক সপ্তাহ বাকি থাকতে নির্মাতা জানান, কারিগরি জটিলতার কারণে ঈদে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। ঈদে না এলেও অন্য উৎসবে আসছে নাদান। আগামী সেপ্টেম্বরে দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে মুক্তি দেওয়া হবে, নিশ্চিত করেছেন নির্মাতা ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা পিছিয়ে গিয়েছিলাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। সব ঠিক থাকলে ২৬ সেপ্টেম্বর থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে নাদান।’
নির্মাতা আরও জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। নাদান সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, সায়মা স্মৃতি, রাকিব হোসেন ইভন, এরফান মৃধা শিবলু, সাইফ খান, জুয়েল জহুর প্রমুখ।
পিনিক সিনেমাটিও রোজার ঈদে মুক্তির কথা ছিল। তবে ভিএফএক্সের কাজ বাকি থাকায় তা সম্ভব হয়নি। এটিও দুর্গাপূজা উপলক্ষে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন নির্মাতা জাহিদ জুয়েল। নির্মাতা বলেন, ‘নানা কারণে ঈদের সময় পিনিক মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তাই দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা দর্শকের সামনে আসতে চাই। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। শিগগির সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে মুক্তির তারিখ।’
রহস্য এবং মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানায় নির্মিত হয়েছে পিনিক। এতে জুটি হয়ে অভিনয় করেছেন আদর আজাদ ও বুবলী। আরও আছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু প্রমুখ।
দুর্গাপূজায় মুক্তির তালিকায় আছে ঈদে সরে যাওয়া আরেক সিনেমা সর্দার বাড়ির খেলা। সেভাবেই এগোচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। তার আগে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা। সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন রাখাল সবুজ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান, শবনম বুবলী, আজাদ আবুল কালাম প্রমুখ।
দুর্গাপূজায় তিনটি সিনেমার মুক্তির পরিকল্পনা জানা গেলেও একটু পিছিয়ে আছে অনিক বিশ্বাসের শিরোনাম। মুক্তির সময় চূড়ান্ত করতে না পারলেও চলতি বছরই সিনেমাটি আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন নির্মাতা। অনিক বিশ্বাস বলেন, ‘আমরা যখন ঈদে মুক্তির ঘোষণা দিই, তখন পাঁচ-ছয় দিনের শুটিং বাকি ছিল। চাইলে দ্রুত কাজ শেষ করা যেত। কিন্তু আমরা তাড়াহুড়া করতে চাইনি। চলতি মাসের শেষের দিকে শুটিং শেষ করব। এরপর মুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি বছরেই সিনেমাটি দেখা যাবে প্রেক্ষাগৃহে।’
জানা গেছে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে শিরোনাম। সমসাময়িক অনেক বিষয় উঠে আসবে এতে। থাকবে সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার কথা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নিরব হোসেন, ইয়ামিন হক ববি, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, ফারজানা ছবি, দিলরুবা দোয়েল প্রমুখ।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে