গত মঙ্গলবার দক্ষিণ কলকাতার ‘ঈশ্বর’ নামক এক সংস্থার আয়োজনে ভাইফোঁটা অনুষ্ঠানে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল্লিক। সেখানের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি। বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। সেখানেই এক সদস্যদের ফোঁটা দিতে গিয়েই ঘটে গেল অভিনব এক কাণ্ড।
কোয়েলের শেয়ার করা ছবি থেকে নিজেদের হারানো ছেলেকে ফিরে পেল মুর্শিদাবাদের এক পরিবার। সুজয় নামের এক ছেলে ফিরল নিজের পরিবারের কাছে। এই নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে রঞ্জিত-কন্যা লিখেছেন, ‘আমি খুব আনন্দের সঙ্গে সবাইকে জানাতে চাই যে, আমার সুজয়কে ফোঁটা দেওয়ার ভিডিও দেখে হারানো ছেলেকে খুঁজে পেয়েছে মুর্শিদাবাদের পরিবার, বহু বছর পরে। শুভ দিনে এর থেকে ভালো আর কী বা হতে পারে।’
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে কোয়েল বলেন, ‘আমি ম্যাজিকে বিশ্বাস করি। আর মানুষের জীবনের সবটাই ভাগ্যে লেখা থাকে। ঈশ্বর না চাইলে জীবনে কোনোটাই হয় না। আমার মনে হয়, আমি ভাই ফোঁটা দিতে না গেলেও বা ভিডিও না করলেও এই সময় কোনো না কোনভাবে হারানো পরিবারকে খুঁজে পেত সুজয়। অবশ্যই ভীষণ ভালো লাগছে আমার। সত্যিই একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে।’
উল্লেখ্য, পূজাতে মুক্তি পেয়েছে কোয়েলের ‘জঙ্গলে মিতিন মাসি’ সিনেমাটি। যার পরিচালনায় ছিলেন অরিন্দম শীল। যদিও বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি।
গত মঙ্গলবার দক্ষিণ কলকাতার ‘ঈশ্বর’ নামক এক সংস্থার আয়োজনে ভাইফোঁটা অনুষ্ঠানে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল্লিক। সেখানের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি। বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। সেখানেই এক সদস্যদের ফোঁটা দিতে গিয়েই ঘটে গেল অভিনব এক কাণ্ড।
কোয়েলের শেয়ার করা ছবি থেকে নিজেদের হারানো ছেলেকে ফিরে পেল মুর্শিদাবাদের এক পরিবার। সুজয় নামের এক ছেলে ফিরল নিজের পরিবারের কাছে। এই নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে রঞ্জিত-কন্যা লিখেছেন, ‘আমি খুব আনন্দের সঙ্গে সবাইকে জানাতে চাই যে, আমার সুজয়কে ফোঁটা দেওয়ার ভিডিও দেখে হারানো ছেলেকে খুঁজে পেয়েছে মুর্শিদাবাদের পরিবার, বহু বছর পরে। শুভ দিনে এর থেকে ভালো আর কী বা হতে পারে।’
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে কোয়েল বলেন, ‘আমি ম্যাজিকে বিশ্বাস করি। আর মানুষের জীবনের সবটাই ভাগ্যে লেখা থাকে। ঈশ্বর না চাইলে জীবনে কোনোটাই হয় না। আমার মনে হয়, আমি ভাই ফোঁটা দিতে না গেলেও বা ভিডিও না করলেও এই সময় কোনো না কোনভাবে হারানো পরিবারকে খুঁজে পেত সুজয়। অবশ্যই ভীষণ ভালো লাগছে আমার। সত্যিই একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে।’
উল্লেখ্য, পূজাতে মুক্তি পেয়েছে কোয়েলের ‘জঙ্গলে মিতিন মাসি’ সিনেমাটি। যার পরিচালনায় ছিলেন অরিন্দম শীল। যদিও বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫