আগামী ৩০ আগস্ট থেকে বসতে যাচ্ছে ঐতিহ্যবাহী ও বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র উৎসব ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ৮০তম আসর। আর এবারের আসরে জুরিপ্রধানের দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক ড্যামিয়েন শ্যাজেল। সম্মানজনক এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘লা লা ল্যান্ড’ খ্যাত এই নির্মাতা।
ভেনিসের প্রস্তাবকে স্বাগত জানিয়ে ড্যামিয়েন শ্যাজেল বলেন, ‘প্রতিবছর ১০ দিনের জন্য শিল্পের এই শহরকে সাজানো হয়। সিনেমার এই শহরে আমি এ বছর জুরির নেতৃত্ব পাওয়ায় অনেক গর্বিত ও আনন্দিত বোধ করছি। ৮০তম ভেনিস চলচ্চিত্র উৎসবে কিছু দুর্দান্ত চলচ্চিত্রের জন্য অপেক্ষা করছি।’
শ্যাজেলের নেতৃত্বে জুরি প্যানেল এবারের সেরা চলচ্চিত্রের জন্য ‘গোল্ডেন লায়ন’, ‘সিলভার লায়ন’, ‘গ্র্যান্ড জুরির পুরস্কার’, সেরা পরিচালকের জন্য ‘সিলভার লায়ন’, সেরা অভিনেত্রী এবং সেরা অভিনেতার জন্য ‘ভলপি কাপ’, বিশেষ জুরি পুরস্কার, সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার এবং সেরা নতুনের জন্য ‘মার্সেলো মাস্ট্রোইয়ান্নি’ পুরস্কার প্রদান করবেন।
এ ছাড়া লুইগি দে লরেন্তিস পুরস্কারের জুরি প্যানেলের প্রধানের দায়িত্ব পালন করবেন ফরাসি পরিচালক অ্যালিস ডিওপ। গত বছর তিনি ‘ভেনিস সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার’ এবং ‘লায়ন অব দ্য ফিউচার’ উভয় পুরস্কার জিতেছেন।
উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক অ্যালিস ডিওপ বলেন, ‘কী এক মহান সম্মান, এ এক মহান আনন্দ, “লুইগি দে লরেন্তিস” পুরস্কারের মতো সম্মানজনক পুরস্কারে জুরিপ্রধানের দায়িত্বে নির্বাচিত হয়েছি।’
এ ছাড়া ইতালির পরিচালক জোনাস কার্পিগানো ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ওরিজোন্টি বিভাগের জুরিপ্রধানের দায়িত্ব পালন করবেন।
এবারের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ৮০তম আসরটি চলবে আগামী ৩০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
আগামী ৩০ আগস্ট থেকে বসতে যাচ্ছে ঐতিহ্যবাহী ও বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র উৎসব ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ৮০তম আসর। আর এবারের আসরে জুরিপ্রধানের দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক ড্যামিয়েন শ্যাজেল। সম্মানজনক এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘লা লা ল্যান্ড’ খ্যাত এই নির্মাতা।
ভেনিসের প্রস্তাবকে স্বাগত জানিয়ে ড্যামিয়েন শ্যাজেল বলেন, ‘প্রতিবছর ১০ দিনের জন্য শিল্পের এই শহরকে সাজানো হয়। সিনেমার এই শহরে আমি এ বছর জুরির নেতৃত্ব পাওয়ায় অনেক গর্বিত ও আনন্দিত বোধ করছি। ৮০তম ভেনিস চলচ্চিত্র উৎসবে কিছু দুর্দান্ত চলচ্চিত্রের জন্য অপেক্ষা করছি।’
শ্যাজেলের নেতৃত্বে জুরি প্যানেল এবারের সেরা চলচ্চিত্রের জন্য ‘গোল্ডেন লায়ন’, ‘সিলভার লায়ন’, ‘গ্র্যান্ড জুরির পুরস্কার’, সেরা পরিচালকের জন্য ‘সিলভার লায়ন’, সেরা অভিনেত্রী এবং সেরা অভিনেতার জন্য ‘ভলপি কাপ’, বিশেষ জুরি পুরস্কার, সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার এবং সেরা নতুনের জন্য ‘মার্সেলো মাস্ট্রোইয়ান্নি’ পুরস্কার প্রদান করবেন।
এ ছাড়া লুইগি দে লরেন্তিস পুরস্কারের জুরি প্যানেলের প্রধানের দায়িত্ব পালন করবেন ফরাসি পরিচালক অ্যালিস ডিওপ। গত বছর তিনি ‘ভেনিস সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার’ এবং ‘লায়ন অব দ্য ফিউচার’ উভয় পুরস্কার জিতেছেন।
উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক অ্যালিস ডিওপ বলেন, ‘কী এক মহান সম্মান, এ এক মহান আনন্দ, “লুইগি দে লরেন্তিস” পুরস্কারের মতো সম্মানজনক পুরস্কারে জুরিপ্রধানের দায়িত্বে নির্বাচিত হয়েছি।’
এ ছাড়া ইতালির পরিচালক জোনাস কার্পিগানো ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ওরিজোন্টি বিভাগের জুরিপ্রধানের দায়িত্ব পালন করবেন।
এবারের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ৮০তম আসরটি চলবে আগামী ৩০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে