বিনোদন প্রতিবেদক, ঢাকা
মুক্তির প্রথম সপ্তাহেই পাইরেসির কবলে পড়ে শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘তাণ্ডব’। এ নিয়ে সিনেমার প্রযোজক ও নির্মাতা প্রতিবাদ জানালেও চুপ ছিলেন শাকিব খান। অবশেষে নীরবতা ভেঙে পাইরেসির বিরুদ্ধে কথা বললেন ঢাকাই সিনেমার এই নায়ক। গত রোববার তাণ্ডবের বিশেষ প্রদর্শনীতে এসে শাকিব জানালেন, পাইরেসি শুধু সিনেমার বিরুদ্ধে নয়, পুরো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র।
শাকিব খান বলেন, ‘সিনেমা হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। যেখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার দেশ, কৃষ্টি, কালচার, তার সভ্যতা, তার সমস্ত কিছুকে পুরো বিশ্বের কাছে তুলে ধরে। বাংলা সিনেমা সম্মানের সঙ্গে আজ সারা বিশ্বে চলছে। এটা আমাদের গর্বের বিষয়। অথচ, এ সময়ে এসে পাইরেসি করে দেওয়া হচ্ছে। একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। গত ঈদেও “বরবাদ”-এর সময় অল্প কদিনের মধ্যে পাইরেসি হয়ে গেল। এবার তো প্রথম সপ্তাহে হয়ে গেছে। অর্থাৎ যে সিনেমাটা ভালো চলছে, সেটাকে টার্গেটে নিয়ে পাইরেসি করা হচ্ছে। আমি বলব, এটা শুধু সিনেমার বিরুদ্ধে নয়, পুরো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র।’
পাইরেসির কারণে সিঙ্গেল স্ক্রিনে প্রভাব পড়লেও মাল্টিপ্লেক্সগুলোতে এখন দাপটের সঙ্গে চলছে তাণ্ডব। প্রতিদিন সিনেমাটি দেখতে ভিড় করছে দর্শক। দর্শকদের ধন্যবাদ জানিয়ে শাকিব বললেন, পাইরেসির বিরুদ্ধে দর্শক দাঁতভাঙা জবাব দিয়েছে। শাকিবের ভাষ্য, ‘মুক্তির প্রথম সপ্তাহেই একটা কুচক্রী মহল পাইরেসি করে ঘরে ঘরে পাইরেটেড কপি পৌঁছে দিল। তারপরেও দেশের মানুষ হলে এসে সিনেমা দেখছেন। তাঁরাই আসলে দাঁতভাঙা জবাবটি দিয়ে দিল যে, আমরা পাইরেটেড কপি দেখব না। আমরা হলে গিয়েই সিনেমা দেখতে চাই। তাঁদের কাছে অনেক কৃতজ্ঞতা। সব সময় তাঁরা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আমাকে ভালোবেসে হোক বা বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে হোক, সবাই হলে ছুটে আসছেন।’
পাইরেসি ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন শাকিব খান। তাঁর মতে, চলচ্চিত্র-সংশ্লিষ্টদের পাশাপাশি সোচ্চার হতে হবে দর্শকদেরও। শাকিব বলেন, ‘পাইরেসির বিরুদ্ধে চলচ্চিত্রের মানুষদের যেমন একসঙ্গে কাজ করতে হবে, তেমনিভাবে কাজ করতে হবে দেশের প্রতিটি মানুষকে। কারণ চলচ্চিত্র শুধু সংশ্লিষ্টদের নয়, এটি সবার। চলচ্চিত্রের ওপর আমার যেমন অধিকার, তেমনি দেশের প্রতিটি মানুষের সমান অধিকার। চলচ্চিত্রের উন্নতির জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রতিবাদ করতে হবে যে আমরা আমাদের দেশের চলচ্চিত্রকে ধ্বংস হতে দেব না। সবাই একসঙ্গে মিলে আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাব।’
সম্প্রতি, তাণ্ডব পাইরেসির সঙ্গে জড়িত তিনজনকে আটক করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে শাকিব বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক ধন্যবাদ জানাই। তারা অতি দ্রুত পদক্ষেপ নিয়েছে। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতাকে বের করতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। যারা দেশের সংস্কৃতির বিরুদ্ধে কাজ করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।’
মুক্তির প্রথম সপ্তাহেই পাইরেসির কবলে পড়ে শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘তাণ্ডব’। এ নিয়ে সিনেমার প্রযোজক ও নির্মাতা প্রতিবাদ জানালেও চুপ ছিলেন শাকিব খান। অবশেষে নীরবতা ভেঙে পাইরেসির বিরুদ্ধে কথা বললেন ঢাকাই সিনেমার এই নায়ক। গত রোববার তাণ্ডবের বিশেষ প্রদর্শনীতে এসে শাকিব জানালেন, পাইরেসি শুধু সিনেমার বিরুদ্ধে নয়, পুরো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র।
শাকিব খান বলেন, ‘সিনেমা হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। যেখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার দেশ, কৃষ্টি, কালচার, তার সভ্যতা, তার সমস্ত কিছুকে পুরো বিশ্বের কাছে তুলে ধরে। বাংলা সিনেমা সম্মানের সঙ্গে আজ সারা বিশ্বে চলছে। এটা আমাদের গর্বের বিষয়। অথচ, এ সময়ে এসে পাইরেসি করে দেওয়া হচ্ছে। একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। গত ঈদেও “বরবাদ”-এর সময় অল্প কদিনের মধ্যে পাইরেসি হয়ে গেল। এবার তো প্রথম সপ্তাহে হয়ে গেছে। অর্থাৎ যে সিনেমাটা ভালো চলছে, সেটাকে টার্গেটে নিয়ে পাইরেসি করা হচ্ছে। আমি বলব, এটা শুধু সিনেমার বিরুদ্ধে নয়, পুরো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র।’
পাইরেসির কারণে সিঙ্গেল স্ক্রিনে প্রভাব পড়লেও মাল্টিপ্লেক্সগুলোতে এখন দাপটের সঙ্গে চলছে তাণ্ডব। প্রতিদিন সিনেমাটি দেখতে ভিড় করছে দর্শক। দর্শকদের ধন্যবাদ জানিয়ে শাকিব বললেন, পাইরেসির বিরুদ্ধে দর্শক দাঁতভাঙা জবাব দিয়েছে। শাকিবের ভাষ্য, ‘মুক্তির প্রথম সপ্তাহেই একটা কুচক্রী মহল পাইরেসি করে ঘরে ঘরে পাইরেটেড কপি পৌঁছে দিল। তারপরেও দেশের মানুষ হলে এসে সিনেমা দেখছেন। তাঁরাই আসলে দাঁতভাঙা জবাবটি দিয়ে দিল যে, আমরা পাইরেটেড কপি দেখব না। আমরা হলে গিয়েই সিনেমা দেখতে চাই। তাঁদের কাছে অনেক কৃতজ্ঞতা। সব সময় তাঁরা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আমাকে ভালোবেসে হোক বা বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে হোক, সবাই হলে ছুটে আসছেন।’
পাইরেসি ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন শাকিব খান। তাঁর মতে, চলচ্চিত্র-সংশ্লিষ্টদের পাশাপাশি সোচ্চার হতে হবে দর্শকদেরও। শাকিব বলেন, ‘পাইরেসির বিরুদ্ধে চলচ্চিত্রের মানুষদের যেমন একসঙ্গে কাজ করতে হবে, তেমনিভাবে কাজ করতে হবে দেশের প্রতিটি মানুষকে। কারণ চলচ্চিত্র শুধু সংশ্লিষ্টদের নয়, এটি সবার। চলচ্চিত্রের ওপর আমার যেমন অধিকার, তেমনি দেশের প্রতিটি মানুষের সমান অধিকার। চলচ্চিত্রের উন্নতির জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রতিবাদ করতে হবে যে আমরা আমাদের দেশের চলচ্চিত্রকে ধ্বংস হতে দেব না। সবাই একসঙ্গে মিলে আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাব।’
সম্প্রতি, তাণ্ডব পাইরেসির সঙ্গে জড়িত তিনজনকে আটক করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে শাকিব বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক ধন্যবাদ জানাই। তারা অতি দ্রুত পদক্ষেপ নিয়েছে। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতাকে বের করতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। যারা দেশের সংস্কৃতির বিরুদ্ধে কাজ করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে