ফ্যামিলি ক্রাইম থ্রিলার নিয়ে ২৯ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আসছে অরিজিনাল ফিল্ম ‘অপলাপ’। নাজিম উদ দৌলার রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ আলী মুন্না। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইমতিয়াজ বর্ষণ, জিয়াউল রোশান, প্রিয়ন্তী উর্বি প্রমুখ।
সিনেমার গল্প মনোবিদ অর্ক রহমানকে ঘিরে। স্ত্রী সুমিকে খুনের দায়ে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশের জিজ্ঞাসাবাদে অকপটে খুনের দায় স্বীকার করে নেয় সে। কিন্তু অর্কর মামার দাবি, কারও চাপে পড়ে খুনের দায় নিজের কাঁধে নিয়েছে অর্ক। অর্কর ব্যক্তিগত সহকারী বর্ষাও বিশ্বাস করে, খুনটা অর্ক করেনি। এ বিষয়ে পুলিশের কাছে জবানবন্দিও দেয় সে। মামলা গড়ায় আদালত পর্যন্ত। সাহায্যের আশায় বর্ষা শরণাপন্ন হয় অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসানের। বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসে সাইফ। অর্ককে নির্দোষ প্রমাণ করে সে। প্রশ্ন থেকে যায়, সুমিকে খুন করেছে কে? নির্দোষ প্রমাণিত হওয়ায় জেল থেকে বেরিয়ে আসে অর্ক। আর তার পরেই প্রকাশ পায় নির্মম এক সত্য।
সিনেমাটি নিয়ে পরিচালক মোহাম্মদ আলী মুন্না বলেন, ‘অপলাপ মূলত ফ্যামিলি ক্রাইম থ্রিলার সিনেমা। সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, তেমনি ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে সন্দেহবাতিক। এই রূপান্তর প্রক্রিয়া আমাদের সাবলাইম টার্গেট, যেন দর্শক সন্দেহবাতিকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে পারে। হারিয়ে ফেলার আগেই নিজের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে পারে।’
ফ্যামিলি ক্রাইম থ্রিলার নিয়ে ২৯ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আসছে অরিজিনাল ফিল্ম ‘অপলাপ’। নাজিম উদ দৌলার রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ আলী মুন্না। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইমতিয়াজ বর্ষণ, জিয়াউল রোশান, প্রিয়ন্তী উর্বি প্রমুখ।
সিনেমার গল্প মনোবিদ অর্ক রহমানকে ঘিরে। স্ত্রী সুমিকে খুনের দায়ে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশের জিজ্ঞাসাবাদে অকপটে খুনের দায় স্বীকার করে নেয় সে। কিন্তু অর্কর মামার দাবি, কারও চাপে পড়ে খুনের দায় নিজের কাঁধে নিয়েছে অর্ক। অর্কর ব্যক্তিগত সহকারী বর্ষাও বিশ্বাস করে, খুনটা অর্ক করেনি। এ বিষয়ে পুলিশের কাছে জবানবন্দিও দেয় সে। মামলা গড়ায় আদালত পর্যন্ত। সাহায্যের আশায় বর্ষা শরণাপন্ন হয় অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসানের। বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসে সাইফ। অর্ককে নির্দোষ প্রমাণ করে সে। প্রশ্ন থেকে যায়, সুমিকে খুন করেছে কে? নির্দোষ প্রমাণিত হওয়ায় জেল থেকে বেরিয়ে আসে অর্ক। আর তার পরেই প্রকাশ পায় নির্মম এক সত্য।
সিনেমাটি নিয়ে পরিচালক মোহাম্মদ আলী মুন্না বলেন, ‘অপলাপ মূলত ফ্যামিলি ক্রাইম থ্রিলার সিনেমা। সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, তেমনি ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে সন্দেহবাতিক। এই রূপান্তর প্রক্রিয়া আমাদের সাবলাইম টার্গেট, যেন দর্শক সন্দেহবাতিকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে পারে। হারিয়ে ফেলার আগেই নিজের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে পারে।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে