বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত কোরবানির ঈদে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় সাবিলা নূরের। রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তাঁকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। ইন্ডাস্ট্রির নতুন মুখ হিসেবে সাবিলা হতে পারেন নির্মাতাদের ভরসার নাম। তাই অনেকের মত, সাবিলার উচিত সিনেমায় নিয়মিত হওয়া।
ছোট পর্দার অনেক অভিনেত্রী দু-একটি বাণিজ্যিক সিনেমা করলেও পরে আর নিয়মিত হননি। অথবা বলা চলে, সিনেমায় নিজেদের অবস্থান ধরে রাখতে পারেননি। তাই সাবিলাকে নিয়েও পুরোনো সেই শঙ্কা আছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবিলা জানালেন, পরিকল্পনা করেই তিনি সিনেমার অঙ্গনে পা রেখেছেন। সিনেমায় তিনি বেড়াতে আসেননি। বছরে কমপক্ষে দুটি সিনেমায় কাজ করার ইচ্ছা তাঁর।
তাণ্ডব সিনেমার শুটিং থেকে শুরু করে প্রচার—সব মিলিয়ে গত কয়েকটা মাস ব্যস্ত সময় গেছে সাবিলার। নিজেকে চাঙা করতে গেছেন ভ্রমণে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ছবি ফেসবুকে পোস্ট করছেন। আনন্দের মুহূর্ত ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে। সেখান থেকেই সাবিলা জানালেন সিনেমা নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
সাবিলা নূর বলেন, ‘গত কয়েক বছর দর্শক প্রতি উৎসবেই আগ্রহ নিয়ে সিনেমা দেখছে। এ বিষয়টি আমাকে উৎসাহিত করেছে সিনেমার প্রতি। আমার মনে হয়, সিনেমার খুব ভালো একটা সময় এসেছে। ভবিষ্যতে আরও ভালো সময় আসবে। ভিন্ন ধরনের গল্পের সিনেমা তৈরি হবে। সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আমি খুব আশাবাদী। আমি সিনেমায় বেড়াতে আসিনি। ভালো ভালো সিনেমা করতে চাই। ইচ্ছা আছে বছরে দুটি সিনেমায় অভিনয় করার।’
সাবিলার মতে, সিনেমা হচ্ছে একজন শিল্পীর জন্য নিজেকে প্রমাণের সবচেয়ে বড় মাধ্যম। অভিনেত্রী বলেন, ‘নিজের পারফরম্যান্স দেখানোর জন্য একজন আর্টিস্টের কাছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সিনেমা। কারণ নাটকে সময়ের একটা বিষয় থাকে। দুই থেকে তিন দিন কিংবা বড় বাজেটের নাটক হলে সর্বোচ্চ ছয়-সাত দিনে নাটকের শুটিং শেষ করতে হয়। কিন্তু সিনেমায় চরিত্র অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে লম্বা সময় পাওয়া যায়। শুটিংও হয় সময় নিয়ে। তাই পারফরমার হিসেবে আমার কাছে সিনেমা খুব ভালো প্ল্যাটফর্ম। আমি চাই এখানে নিয়মিত তে।’
গত কোরবানির ঈদে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় সাবিলা নূরের। রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তাঁকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। ইন্ডাস্ট্রির নতুন মুখ হিসেবে সাবিলা হতে পারেন নির্মাতাদের ভরসার নাম। তাই অনেকের মত, সাবিলার উচিত সিনেমায় নিয়মিত হওয়া।
ছোট পর্দার অনেক অভিনেত্রী দু-একটি বাণিজ্যিক সিনেমা করলেও পরে আর নিয়মিত হননি। অথবা বলা চলে, সিনেমায় নিজেদের অবস্থান ধরে রাখতে পারেননি। তাই সাবিলাকে নিয়েও পুরোনো সেই শঙ্কা আছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবিলা জানালেন, পরিকল্পনা করেই তিনি সিনেমার অঙ্গনে পা রেখেছেন। সিনেমায় তিনি বেড়াতে আসেননি। বছরে কমপক্ষে দুটি সিনেমায় কাজ করার ইচ্ছা তাঁর।
তাণ্ডব সিনেমার শুটিং থেকে শুরু করে প্রচার—সব মিলিয়ে গত কয়েকটা মাস ব্যস্ত সময় গেছে সাবিলার। নিজেকে চাঙা করতে গেছেন ভ্রমণে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ছবি ফেসবুকে পোস্ট করছেন। আনন্দের মুহূর্ত ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে। সেখান থেকেই সাবিলা জানালেন সিনেমা নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
সাবিলা নূর বলেন, ‘গত কয়েক বছর দর্শক প্রতি উৎসবেই আগ্রহ নিয়ে সিনেমা দেখছে। এ বিষয়টি আমাকে উৎসাহিত করেছে সিনেমার প্রতি। আমার মনে হয়, সিনেমার খুব ভালো একটা সময় এসেছে। ভবিষ্যতে আরও ভালো সময় আসবে। ভিন্ন ধরনের গল্পের সিনেমা তৈরি হবে। সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আমি খুব আশাবাদী। আমি সিনেমায় বেড়াতে আসিনি। ভালো ভালো সিনেমা করতে চাই। ইচ্ছা আছে বছরে দুটি সিনেমায় অভিনয় করার।’
সাবিলার মতে, সিনেমা হচ্ছে একজন শিল্পীর জন্য নিজেকে প্রমাণের সবচেয়ে বড় মাধ্যম। অভিনেত্রী বলেন, ‘নিজের পারফরম্যান্স দেখানোর জন্য একজন আর্টিস্টের কাছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সিনেমা। কারণ নাটকে সময়ের একটা বিষয় থাকে। দুই থেকে তিন দিন কিংবা বড় বাজেটের নাটক হলে সর্বোচ্চ ছয়-সাত দিনে নাটকের শুটিং শেষ করতে হয়। কিন্তু সিনেমায় চরিত্র অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে লম্বা সময় পাওয়া যায়। শুটিংও হয় সময় নিয়ে। তাই পারফরমার হিসেবে আমার কাছে সিনেমা খুব ভালো প্ল্যাটফর্ম। আমি চাই এখানে নিয়মিত তে।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে