২০১৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত ‘রবিবার’। এটিই এখন পর্যন্ত কলকাতায় জয়ার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি। ছবিটি বানিয়েছিলেন জাতীয় পুরস্কার পাওয়া নির্মাতা অতনু ঘোষ।
একই পরিচালকের কাজ দিয়ে আবারও ভারতের সিনেমা হলে ফিরছেন জয়া আহসান। ২০ আগস্ট হলে আসছে জয়া অভিনীত নতুন ছবি ‘বিনিসুতোয়’। এতে জয়া অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে।
তবে দীর্ঘদিন পর সিনেমা হলের মুখ দেখলেও, খানিকটা মন খারাপের খবর– মাত্র একটি হলেই মুক্তি পাচ্ছে ছবিটি। এ খবর জানিয়েছেন ছবির পরিচালক অতনু ঘোষ।
তিনি বলেন, ‘এতদিন বাদে আবার সিনেমা হল খুলছে। কিন্তু এই পরিস্থতিতে কজন হলে আসবেন? ঝুঁকি নিতে নারাজ প্রযোজক। আমাদের মনে হল, যে কজন মানুষ বড়ো পর্দায় দেখতে চান তাদের একটা সুযোগ তৈরি করে দিতেই হবে।’
সেই ভাবনা থেকে একান্ত নিজস্ব উদ্যোগে ছবির প্রদর্শনী করছেন তিনি। আগামী ২০ আগস্ট শুক্রবার থেকে কলকাতার নন্দন সিনেমা হলে স্থানীয় সময় দুপুর ৩টায় ছবির প্রদর্শন শুরু হবে।
কিন্তু মাত্র একটি হলে মুক্তি দেওয়ায় দর্শকদের হতাশ হওয়ার কিছু নেই, বলছেন নির্মাতা। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘একটু ভেবে দেখুন। এক একটা হলে রিলিজ করতে বেশ কিছু টাকা লাগে। যদি দর্শক নন্দনে ছবি দেখতে যান, ছবিটা বড়ো পর্দায় থাকবে। হয়তোবা হলের সংখ্যা বাড়তেও পারে। নাহলে কি হবে আমরা সবাই জানি।’
কী নিয়ে ‘বিনিসুতোয়’ ছবির গল্প? পরিচালক অতনু ঘোষ জানান, ছবির গল্প বোনা হয়েছে দুটি চরিত্র কাজল সরকার ও শ্রাবণী বড়ুয়াকে ঘিরে। গানের একটি রিয়েলিটি শোয়ের অডিশনে দেখা হয় দুজনের। অডিশন শেষ হওয়ার পর বাসে উঠতে গিয়ে শ্রাবণী আহত হয়। এগিয়ে আসে কাজল, তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এভাবে দুজনের মধ্যে তৈরি হয় যোগসূত্র। ছবিতে কাজল চরিত্রে আছেন ঋত্বিক আর শ্রাবণীর ভূমিকায় জয়া আহসান।
তবে মোটাদাগে ছবির গল্পে লুকিয়ে আছে গভীর জীবনবোধ। স্থান, সময়, পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। আপাতদৃষ্টিতে যাকে দেখে সুখী মনে হয়, তার গভীরেও লুকিয়ে থাকে শূন্যতা। বাইরে থেকে দেখে তাই মানুষ চেনা কঠিন। যত সময় গড়াচ্ছে, ক্রমশ কঠিন হচ্ছে আরও। ‘বিনিসুতোয়’ জীবনের সেই বাস্তবতা তুলে আনবে।
দেখুন ‘বিনিসুতোয়’ ছবির ট্রেলার:
২০১৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত ‘রবিবার’। এটিই এখন পর্যন্ত কলকাতায় জয়ার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি। ছবিটি বানিয়েছিলেন জাতীয় পুরস্কার পাওয়া নির্মাতা অতনু ঘোষ।
একই পরিচালকের কাজ দিয়ে আবারও ভারতের সিনেমা হলে ফিরছেন জয়া আহসান। ২০ আগস্ট হলে আসছে জয়া অভিনীত নতুন ছবি ‘বিনিসুতোয়’। এতে জয়া অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে।
তবে দীর্ঘদিন পর সিনেমা হলের মুখ দেখলেও, খানিকটা মন খারাপের খবর– মাত্র একটি হলেই মুক্তি পাচ্ছে ছবিটি। এ খবর জানিয়েছেন ছবির পরিচালক অতনু ঘোষ।
তিনি বলেন, ‘এতদিন বাদে আবার সিনেমা হল খুলছে। কিন্তু এই পরিস্থতিতে কজন হলে আসবেন? ঝুঁকি নিতে নারাজ প্রযোজক। আমাদের মনে হল, যে কজন মানুষ বড়ো পর্দায় দেখতে চান তাদের একটা সুযোগ তৈরি করে দিতেই হবে।’
সেই ভাবনা থেকে একান্ত নিজস্ব উদ্যোগে ছবির প্রদর্শনী করছেন তিনি। আগামী ২০ আগস্ট শুক্রবার থেকে কলকাতার নন্দন সিনেমা হলে স্থানীয় সময় দুপুর ৩টায় ছবির প্রদর্শন শুরু হবে।
কিন্তু মাত্র একটি হলে মুক্তি দেওয়ায় দর্শকদের হতাশ হওয়ার কিছু নেই, বলছেন নির্মাতা। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘একটু ভেবে দেখুন। এক একটা হলে রিলিজ করতে বেশ কিছু টাকা লাগে। যদি দর্শক নন্দনে ছবি দেখতে যান, ছবিটা বড়ো পর্দায় থাকবে। হয়তোবা হলের সংখ্যা বাড়তেও পারে। নাহলে কি হবে আমরা সবাই জানি।’
কী নিয়ে ‘বিনিসুতোয়’ ছবির গল্প? পরিচালক অতনু ঘোষ জানান, ছবির গল্প বোনা হয়েছে দুটি চরিত্র কাজল সরকার ও শ্রাবণী বড়ুয়াকে ঘিরে। গানের একটি রিয়েলিটি শোয়ের অডিশনে দেখা হয় দুজনের। অডিশন শেষ হওয়ার পর বাসে উঠতে গিয়ে শ্রাবণী আহত হয়। এগিয়ে আসে কাজল, তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এভাবে দুজনের মধ্যে তৈরি হয় যোগসূত্র। ছবিতে কাজল চরিত্রে আছেন ঋত্বিক আর শ্রাবণীর ভূমিকায় জয়া আহসান।
তবে মোটাদাগে ছবির গল্পে লুকিয়ে আছে গভীর জীবনবোধ। স্থান, সময়, পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। আপাতদৃষ্টিতে যাকে দেখে সুখী মনে হয়, তার গভীরেও লুকিয়ে থাকে শূন্যতা। বাইরে থেকে দেখে তাই মানুষ চেনা কঠিন। যত সময় গড়াচ্ছে, ক্রমশ কঠিন হচ্ছে আরও। ‘বিনিসুতোয়’ জীবনের সেই বাস্তবতা তুলে আনবে।
দেখুন ‘বিনিসুতোয়’ ছবির ট্রেলার:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২০ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২০ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২০ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২০ দিন আগে