বিনোদন প্রতিবেদক, ঢাকা
সন্ধ্যার পর থেকে অনেকবার ফলাফল প্রকাশের গুঞ্জন রটেছিল। শিল্পীরা প্রতিবারই বিভিন্ন মাধ্যমে নিশ্চিত করেছিলেন, 'শিল্পী সমিতির ভোট গণনা এখনো চলছে, বিভ্রান্ত হবেন না।'
অবশেষে শনিবার ভোরে বহুল প্রতীক্ষিত সেই ফলাফলটা এল। শিল্পী সমিতির আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি পেয়েছেন ১৯১টি ভোট। বিপরীতে মিশা সওদাগর পেয়েছেন ১৪৮টি ভোট।
আর ১৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তার বিপরীতে নিপুণ পেয়েছেন ১৬৩টি ভোট।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক। সাংগঠনিক সম্পাদক পদে জয়ী শাহানূর৷ সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।
এছাড়া জয়ী হয়ে ১১ জনের কার্যকরী সদস্য পদের তালিকায় নাম লিখিয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী, চুন্নু এবং কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান।
শনিবার ভোর ৫টা ৫০ মিনিটে নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, শিল্পী সমিতির মোট ভোটার ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল হয়েছে ২৬টি ভোট। সুতরাং ৩৩৯টি ভোট নিয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন শিল্পীরা।
আরও পড়ুন:
সন্ধ্যার পর থেকে অনেকবার ফলাফল প্রকাশের গুঞ্জন রটেছিল। শিল্পীরা প্রতিবারই বিভিন্ন মাধ্যমে নিশ্চিত করেছিলেন, 'শিল্পী সমিতির ভোট গণনা এখনো চলছে, বিভ্রান্ত হবেন না।'
অবশেষে শনিবার ভোরে বহুল প্রতীক্ষিত সেই ফলাফলটা এল। শিল্পী সমিতির আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি পেয়েছেন ১৯১টি ভোট। বিপরীতে মিশা সওদাগর পেয়েছেন ১৪৮টি ভোট।
আর ১৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তার বিপরীতে নিপুণ পেয়েছেন ১৬৩টি ভোট।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক। সাংগঠনিক সম্পাদক পদে জয়ী শাহানূর৷ সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।
এছাড়া জয়ী হয়ে ১১ জনের কার্যকরী সদস্য পদের তালিকায় নাম লিখিয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী, চুন্নু এবং কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান।
শনিবার ভোর ৫টা ৫০ মিনিটে নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, শিল্পী সমিতির মোট ভোটার ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল হয়েছে ২৬টি ভোট। সুতরাং ৩৩৯টি ভোট নিয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন শিল্পীরা।
আরও পড়ুন:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫