বিনোদন প্রতিবেদক
১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত অ্যাকশন সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে মায়ের সঙ্গে নিজের অভিনীত সেই সিনেমা দেখলেন চিত্রনায়ক আরিফিন শুভ। সিনেমা দেখা শেষে শুভ জানালেন, নিজের দীর্ঘ সিনেমা জীবনে এবারই প্রথম মাকে নিয়ে সিনেমা হলে এসে নিজের অভিনীত সিনেমা দেখলেন। অভিনেতা হিসেবে এটা তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
শুভর মা খাইরুন নাহার বেশ কিছুদিন ধরে অসুস্থ। তাই হুইলচেয়ারে করেই হলে এসেছেন তিনি। মায়ের হুইলচেয়ার ঠেলে টিকিট কাউন্টারের সামনে আসেন শুভ। এরপর শুভ চলে যান টিকিট কাউন্টারের ভেতর আর তাঁর মা কাউন্টারে টাকা দিয়ে টিকিট কেনেন শুভর হাত থেকে। এরপর দুজনে হলে গিয়ে দর্শক আসনে বসে উপভোগ করেন ‘ব্ল্যাক ওয়ার’।
মা-ছেলের এমন দৃশ্য দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শকেরা। নিজের অনুভূতি জানিয়ে শুভ বলেন, ‘১৩ বছরের ক্যারিয়ারে এই প্রথম মাকে নিয়ে সিনেমা হলে একসঙ্গে আমার ছবি দেখা। সত্যিই এটা সবচেয়ে বড় পাওয়া। এত অসুস্থতার মাঝেও মা আমার সঙ্গে গেছেন, আমার সঙ্গে মুভি দেখেছেন এবং অত্যন্ত খুশি হয়েছেন। মায়ের হাসিমুখের চাহনিই আমার সব তৃপ্তি এনে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত অ্যাকশন সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে মায়ের সঙ্গে নিজের অভিনীত সেই সিনেমা দেখলেন চিত্রনায়ক আরিফিন শুভ। সিনেমা দেখা শেষে শুভ জানালেন, নিজের দীর্ঘ সিনেমা জীবনে এবারই প্রথম মাকে নিয়ে সিনেমা হলে এসে নিজের অভিনীত সিনেমা দেখলেন। অভিনেতা হিসেবে এটা তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
শুভর মা খাইরুন নাহার বেশ কিছুদিন ধরে অসুস্থ। তাই হুইলচেয়ারে করেই হলে এসেছেন তিনি। মায়ের হুইলচেয়ার ঠেলে টিকিট কাউন্টারের সামনে আসেন শুভ। এরপর শুভ চলে যান টিকিট কাউন্টারের ভেতর আর তাঁর মা কাউন্টারে টাকা দিয়ে টিকিট কেনেন শুভর হাত থেকে। এরপর দুজনে হলে গিয়ে দর্শক আসনে বসে উপভোগ করেন ‘ব্ল্যাক ওয়ার’।
মা-ছেলের এমন দৃশ্য দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শকেরা। নিজের অনুভূতি জানিয়ে শুভ বলেন, ‘১৩ বছরের ক্যারিয়ারে এই প্রথম মাকে নিয়ে সিনেমা হলে একসঙ্গে আমার ছবি দেখা। সত্যিই এটা সবচেয়ে বড় পাওয়া। এত অসুস্থতার মাঝেও মা আমার সঙ্গে গেছেন, আমার সঙ্গে মুভি দেখেছেন এবং অত্যন্ত খুশি হয়েছেন। মায়ের হাসিমুখের চাহনিই আমার সব তৃপ্তি এনে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে