বিনোদন প্রতিবেদক, ঢাকা
কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ চরিত্র নিয়ে তৈরি হয়েছে দুটি সিনেমা। মাসুদ রানা সিরিজের ১১তম বই ‘বিস্মরণ’ অবলম্বনে ১৯৭৪ সালে নির্মিত হয়েছিল ‘মাসুদ রানা’। এর ঠিক ৪৯ বছর পর ২০২৩ সালে মুক্তি পায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’। এবার কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে তৈরি হচ্ছে ওয়েব ফিল্ম। নির্মাণ করছেন আকা রেজা গালিব। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘গহীন অতল’।
আর্তনাদ উপন্যাসের গল্পে সত্তর দশকের প্রেক্ষাপট থাকলেও এই সময়ের উপযোগী করে লেখা হয়েছে চিত্রনাট্য। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। নির্মাতা বলেন, ‘ওয়েব ফিল্মটির গল্প মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও এতে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। পর্দায় ফুটিয়ে তুলতে গল্প ও কিছু চরিত্রের নামের পরিবর্তন আনা হয়েছে। কারণ, আমরা চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকের সামনে উপস্থাপন করতে। পুরোটাই করা হয়েছে কাজী আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে।’
এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। তাঁকে দেখা যাবে এক মায়ের চরিত্রে। পুরো গল্প গড়ে উঠেছে তাঁকে ঘিরে। ফিল্মটির গল্পে দেখা যাবে, ঘটনাক্রমে এক রাতে মৌ অভিনীত চরিত্রটি খুন করে ফেলে তার মেয়ের গোপন প্রেমিককে। এটা গোপন করার মিশনে নামে সে। সুযোগ বুঝে লাশ সরিয়ে ফেলে। তার মনে ভয় জাগে, পুলিশ জানতে পারলে মেয়ের দুর্নাম ছড়িয়ে যাবে। তাই সবকিছু চাপা দিতে চায় সে। কিন্তু পুলিশ নিখোঁজ ব্যক্তির খোঁজে নামলে শুরু হয় বিপদ।
এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, ইহতেশাম আহমেদ টিংকু প্রমুখ।
নির্মাতা আকা রেজা গালিব জানিয়েছেন, পরিকল্পনা ছিল কাজী আনোয়ার হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিনেমাটি মুক্তি দেওয়ার। কিন্তু কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হচ্ছে না। শুটিং শেষে এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। আকা রেজা গালিব বলেন, ‘দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে চাই। তাই তাড়াহুড়া করতে চাইনি। একটু গুছিয়ে শেষ করার কারণেই ১৯ জুলাই মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। এ মাসের মধ্যেই শেষ করার ইচ্ছা আছে। এরপর মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।’
কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ চরিত্র নিয়ে তৈরি হয়েছে দুটি সিনেমা। মাসুদ রানা সিরিজের ১১তম বই ‘বিস্মরণ’ অবলম্বনে ১৯৭৪ সালে নির্মিত হয়েছিল ‘মাসুদ রানা’। এর ঠিক ৪৯ বছর পর ২০২৩ সালে মুক্তি পায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’। এবার কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে তৈরি হচ্ছে ওয়েব ফিল্ম। নির্মাণ করছেন আকা রেজা গালিব। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘গহীন অতল’।
আর্তনাদ উপন্যাসের গল্পে সত্তর দশকের প্রেক্ষাপট থাকলেও এই সময়ের উপযোগী করে লেখা হয়েছে চিত্রনাট্য। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। নির্মাতা বলেন, ‘ওয়েব ফিল্মটির গল্প মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও এতে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। পর্দায় ফুটিয়ে তুলতে গল্প ও কিছু চরিত্রের নামের পরিবর্তন আনা হয়েছে। কারণ, আমরা চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকের সামনে উপস্থাপন করতে। পুরোটাই করা হয়েছে কাজী আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে।’
এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। তাঁকে দেখা যাবে এক মায়ের চরিত্রে। পুরো গল্প গড়ে উঠেছে তাঁকে ঘিরে। ফিল্মটির গল্পে দেখা যাবে, ঘটনাক্রমে এক রাতে মৌ অভিনীত চরিত্রটি খুন করে ফেলে তার মেয়ের গোপন প্রেমিককে। এটা গোপন করার মিশনে নামে সে। সুযোগ বুঝে লাশ সরিয়ে ফেলে। তার মনে ভয় জাগে, পুলিশ জানতে পারলে মেয়ের দুর্নাম ছড়িয়ে যাবে। তাই সবকিছু চাপা দিতে চায় সে। কিন্তু পুলিশ নিখোঁজ ব্যক্তির খোঁজে নামলে শুরু হয় বিপদ।
এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, ইহতেশাম আহমেদ টিংকু প্রমুখ।
নির্মাতা আকা রেজা গালিব জানিয়েছেন, পরিকল্পনা ছিল কাজী আনোয়ার হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিনেমাটি মুক্তি দেওয়ার। কিন্তু কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হচ্ছে না। শুটিং শেষে এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। আকা রেজা গালিব বলেন, ‘দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে চাই। তাই তাড়াহুড়া করতে চাইনি। একটু গুছিয়ে শেষ করার কারণেই ১৯ জুলাই মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। এ মাসের মধ্যেই শেষ করার ইচ্ছা আছে। এরপর মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে