পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনের বিষয়টি গত দুই দিন ধরেই দেশের অন্যতম আলোচনার বিষয়। স্থানীয় সময় গত বুধবার রাত ৮টায় জমকালো আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আরাভ জুয়েলার্স উদ্বোধন করেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি ছাড়াও বিনোদন জগতের একঝাঁক তারকা দুবাইয়ে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়ায় আরাভ খান জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের ছোট ভাই।
আসলেই কি আরাভ আমিন খানের ছোট ভাই? চিত্রনায়ক আমিন খানের সঙ্গে কথা বলে জানা যায় তথ্যটি ভুয়া। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের সঙ্গে আমিন খানের কোনো সম্পর্ক নেই। এই আলোচনার সূত্র খুঁজতে গিয়ে পাওয়া যায় অন্য তথ্য। আমিন খানের ছোট ভাই আশরাফুল ইসলামের ডাকনাম আরাভ খান। বন্ধু ও পরিচিত মহলে তিনি আরাভ খান নামেও পরিচিত। আমিন খান জানান, আশরাফুল আলম একজন বিজ্ঞাপন নির্মাতা। বানিয়েছেন বেশ কিছু নাটক ও টেলিছবি।
তবে তাঁর ক্যারিয়ার শুরু হয় একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে। পরিচালক এ কিউ খোকন পরিচালিত সিনেমার নাম ‘ভালোবাসলে দোষ কি তাতে’। সেই সিনেমায় পরিচালকের কথায় তিনি আরাভ খান নাম ব্যবহার করেন। তার পর থেকে আশরাফুল নামের চেয়ে আরাভ খান নামেই বেশি পরিচিত হয়ে ওঠেন তিনি।
এ বিষয়ে আজকের পত্রিকাকে আমিন খান বলেন, ‘পুরো এক অস্বস্তিতে আছি। অনেকেই ফোন দিচ্ছেন এ বিষয়ে। কী যে এক ঝামেলায় পড়লাম। আসলে দুবাইয়ের আরাভ খান আমার ভাই নন। আমার ভাইয়ের নাম আশরাফুল ইসলাম। সে এখন দুবাইয়ে না, বিজ্ঞাপনের শুটিংয়ে দেশেই আছে। সে একটি সিনেমায় অভিনয় করেছিল। সেই সিনেমায় পরিচালকের কথায় আরাভ খান নাম ব্যবহার করে।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনের বিষয়টি গত দুই দিন ধরেই দেশের অন্যতম আলোচনার বিষয়। স্থানীয় সময় গত বুধবার রাত ৮টায় জমকালো আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আরাভ জুয়েলার্স উদ্বোধন করেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি ছাড়াও বিনোদন জগতের একঝাঁক তারকা দুবাইয়ে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়ায় আরাভ খান জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের ছোট ভাই।
আসলেই কি আরাভ আমিন খানের ছোট ভাই? চিত্রনায়ক আমিন খানের সঙ্গে কথা বলে জানা যায় তথ্যটি ভুয়া। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের সঙ্গে আমিন খানের কোনো সম্পর্ক নেই। এই আলোচনার সূত্র খুঁজতে গিয়ে পাওয়া যায় অন্য তথ্য। আমিন খানের ছোট ভাই আশরাফুল ইসলামের ডাকনাম আরাভ খান। বন্ধু ও পরিচিত মহলে তিনি আরাভ খান নামেও পরিচিত। আমিন খান জানান, আশরাফুল আলম একজন বিজ্ঞাপন নির্মাতা। বানিয়েছেন বেশ কিছু নাটক ও টেলিছবি।
তবে তাঁর ক্যারিয়ার শুরু হয় একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে। পরিচালক এ কিউ খোকন পরিচালিত সিনেমার নাম ‘ভালোবাসলে দোষ কি তাতে’। সেই সিনেমায় পরিচালকের কথায় তিনি আরাভ খান নাম ব্যবহার করেন। তার পর থেকে আশরাফুল নামের চেয়ে আরাভ খান নামেই বেশি পরিচিত হয়ে ওঠেন তিনি।
এ বিষয়ে আজকের পত্রিকাকে আমিন খান বলেন, ‘পুরো এক অস্বস্তিতে আছি। অনেকেই ফোন দিচ্ছেন এ বিষয়ে। কী যে এক ঝামেলায় পড়লাম। আসলে দুবাইয়ের আরাভ খান আমার ভাই নন। আমার ভাইয়ের নাম আশরাফুল ইসলাম। সে এখন দুবাইয়ে না, বিজ্ঞাপনের শুটিংয়ে দেশেই আছে। সে একটি সিনেমায় অভিনয় করেছিল। সেই সিনেমায় পরিচালকের কথায় আরাভ খান নাম ব্যবহার করে।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫