নব্বইয়ের দশকের আলোচিত এক হত্যাকাণ্ড নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘মার্ডার ৯০’। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন প্রার্থনা ফারদিন দীঘি ও খাইরুল বাসার। সৈয়দ আশিক রহমানের গল্প ভাবনায় ফিল্মটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন।
ওয়েব ফিল্মটির গল্প নিয়ে অভিনেতা খাইরুল বাসার বলেন, ‘নব্বইয়ের দশকে ঘটে যাওয়া একটি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। তবে এখনই সব প্রকাশ করছি না আমরা। চিত্রনাট্যটি পড়ার পর সেই সময়কার পেপার-পত্রিকা ঘেঁটে দেখলাম, বিষয়টি তখন সারা দেশ নাড়া দিয়েছিল। আমাদের চিত্রনাট্যটিও দারুণ হয়েছে। ঠিকঠাকমতো করতে পারলে এটিও আলোচিত হবে।’
একসঙ্গে কাজ না করলেও দীঘির অনেক কাজ দেখেছেন খাইরুল বাসার। সহশিল্পী হিসেবে দীঘিকে পেয়ে তাঁর মূল্যায়ন, ‘আগে একসঙ্গে কাজের সুযোগ না হলেও চরকিতে দীঘির ‘শেষ চিঠি’ দেখেছি। বেশ ভালো কাজ করেন তিনি। চিত্রনাট্য পড়ে মনে হয়েছে, চরিত্রটিতে দীঘিকে মানাবে।’
অন্যদিকে দীঘিরও পছন্দের অভিনেতার তালিকায় রয়েছেন খাইরুল বাসার। তাঁর কথায়, ‘খাইরুল বাসার ভালো কাজ করেন। আগে পরিচয় ছিল, কিন্তু তাঁর সঙ্গে কাজ করা হয়নি। এবার হচ্ছে। ভালো একজন অভিনেতার সঙ্গে কাজ করতে গিয়ে নার্ভাস হয়ে পড়ব কি না, ভেবে কিছুটা ভয়ও পাচ্ছি। তবে প্রত্যাশা থাকবে, কাজের সময় তিনি আমাকে সহযোগিতা করবেন।’
ফিল্মটি নিয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘এটি একটি পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম। প্রথম ধাপে মানিকগঞ্জের লোকেশনে চার দিনের শুটিং হবে। এরপর ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং চলবে।’
ঈদে আরটিভি প্লাস নামের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা রয়েছে ‘মার্ডার ৯০’। এতে দীঘি, বাসার ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রুনা খান, সাজু খাদেম, শিল্পী সরকার অপু প্রমুখ।
নব্বইয়ের দশকের আলোচিত এক হত্যাকাণ্ড নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘মার্ডার ৯০’। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন প্রার্থনা ফারদিন দীঘি ও খাইরুল বাসার। সৈয়দ আশিক রহমানের গল্প ভাবনায় ফিল্মটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন।
ওয়েব ফিল্মটির গল্প নিয়ে অভিনেতা খাইরুল বাসার বলেন, ‘নব্বইয়ের দশকে ঘটে যাওয়া একটি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। তবে এখনই সব প্রকাশ করছি না আমরা। চিত্রনাট্যটি পড়ার পর সেই সময়কার পেপার-পত্রিকা ঘেঁটে দেখলাম, বিষয়টি তখন সারা দেশ নাড়া দিয়েছিল। আমাদের চিত্রনাট্যটিও দারুণ হয়েছে। ঠিকঠাকমতো করতে পারলে এটিও আলোচিত হবে।’
একসঙ্গে কাজ না করলেও দীঘির অনেক কাজ দেখেছেন খাইরুল বাসার। সহশিল্পী হিসেবে দীঘিকে পেয়ে তাঁর মূল্যায়ন, ‘আগে একসঙ্গে কাজের সুযোগ না হলেও চরকিতে দীঘির ‘শেষ চিঠি’ দেখেছি। বেশ ভালো কাজ করেন তিনি। চিত্রনাট্য পড়ে মনে হয়েছে, চরিত্রটিতে দীঘিকে মানাবে।’
অন্যদিকে দীঘিরও পছন্দের অভিনেতার তালিকায় রয়েছেন খাইরুল বাসার। তাঁর কথায়, ‘খাইরুল বাসার ভালো কাজ করেন। আগে পরিচয় ছিল, কিন্তু তাঁর সঙ্গে কাজ করা হয়নি। এবার হচ্ছে। ভালো একজন অভিনেতার সঙ্গে কাজ করতে গিয়ে নার্ভাস হয়ে পড়ব কি না, ভেবে কিছুটা ভয়ও পাচ্ছি। তবে প্রত্যাশা থাকবে, কাজের সময় তিনি আমাকে সহযোগিতা করবেন।’
ফিল্মটি নিয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘এটি একটি পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম। প্রথম ধাপে মানিকগঞ্জের লোকেশনে চার দিনের শুটিং হবে। এরপর ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং চলবে।’
ঈদে আরটিভি প্লাস নামের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা রয়েছে ‘মার্ডার ৯০’। এতে দীঘি, বাসার ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রুনা খান, সাজু খাদেম, শিল্পী সরকার অপু প্রমুখ।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে