চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। আগে কথা বলতে না পারলেও তিনি এখন কথা বলতে পারছেন। তাঁর শারীরিক অবস্থা উন্নতির কারণে আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন। কথা বলছেন, নামাজ পড়ছেন বলেও জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি আরও বলেন, ‘স্বাভাবিক খাবার খাচ্ছেন। হাঁটছেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন, কথা দিয়েছেন।’
জায়েদ যোগ করেন,‘ভাবীর প্রতি অসীম কৃতজ্ঞতা। একজন আদর্শ স্ত্রী। ফারুক ভাই ভাগ্যবান ওনার মত জীবনসঙ্গী পেয়েছেন। সবার কাছে দোয়া চেয়েছেন মিয়া ভাই। সবাই দোয়া করবেন।’
ফারুকের শারীরিক অবস্থা উন্নতির বিষয়টি জানিয়েছেন তাঁর স্ত্রী ফারহানা পাঠানও। চিত্রনায়কের স্ত্রী বলেন, ‘প্রায় ১ মাসের বেশি সময় ধরে কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন লাগবে। তার জন্য সবাই দোয়া করবেন।
গত মার্চের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। ২১ মার্চ থেকে আইসিইউতে ছিলেন ঢাকা-১৭ আসনের এই সাংসদ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চলতি বছরের মার্চ মাসের প্রথম দিকে সিঙ্গাপুরে যান অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে ভর্তির কয়েক দিন পর তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে।
জানা যায়, নায়ক ফারুক গত আট বছর ধরে সিঙ্গাপুরের এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ফারুকের স্ত্রী ফারহানা জানান, মার্চের শেষের দিকে যে অবস্থা তৈরি হয়েছিল, তাতে ভীষণ চিন্তায় ফেলে দিয়েছিলেন এই নায়ক। এখন সেই আশঙ্কা অনেকটা কেটে গেছে। রক্তচাপ ও মস্তিষ্কে যে সমস্যা ছিল, তা চিকিৎসকেরা নিয়ন্ত্রণে এনেছেন।
চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। আগে কথা বলতে না পারলেও তিনি এখন কথা বলতে পারছেন। তাঁর শারীরিক অবস্থা উন্নতির কারণে আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন। কথা বলছেন, নামাজ পড়ছেন বলেও জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি আরও বলেন, ‘স্বাভাবিক খাবার খাচ্ছেন। হাঁটছেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন, কথা দিয়েছেন।’
জায়েদ যোগ করেন,‘ভাবীর প্রতি অসীম কৃতজ্ঞতা। একজন আদর্শ স্ত্রী। ফারুক ভাই ভাগ্যবান ওনার মত জীবনসঙ্গী পেয়েছেন। সবার কাছে দোয়া চেয়েছেন মিয়া ভাই। সবাই দোয়া করবেন।’
ফারুকের শারীরিক অবস্থা উন্নতির বিষয়টি জানিয়েছেন তাঁর স্ত্রী ফারহানা পাঠানও। চিত্রনায়কের স্ত্রী বলেন, ‘প্রায় ১ মাসের বেশি সময় ধরে কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন লাগবে। তার জন্য সবাই দোয়া করবেন।
গত মার্চের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। ২১ মার্চ থেকে আইসিইউতে ছিলেন ঢাকা-১৭ আসনের এই সাংসদ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চলতি বছরের মার্চ মাসের প্রথম দিকে সিঙ্গাপুরে যান অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে ভর্তির কয়েক দিন পর তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে।
জানা যায়, নায়ক ফারুক গত আট বছর ধরে সিঙ্গাপুরের এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ফারুকের স্ত্রী ফারহানা জানান, মার্চের শেষের দিকে যে অবস্থা তৈরি হয়েছিল, তাতে ভীষণ চিন্তায় ফেলে দিয়েছিলেন এই নায়ক। এখন সেই আশঙ্কা অনেকটা কেটে গেছে। রক্তচাপ ও মস্তিষ্কে যে সমস্যা ছিল, তা চিকিৎসকেরা নিয়ন্ত্রণে এনেছেন।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫