প্রেক্ষাগৃহে আকাশচুম্বী সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। ফলে ঘরে বসেই ব্লকবাস্টার সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, আজ শুক্রবার (৩ জুন) থেকে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’-এর স্ট্রিমিং শুরু হলো। সিনেমাটি কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম ভাষায় দেখতে পাবেন দর্শক। ভারতসহ ২৪০ দেশ ও অঞ্চলে ঘরে বসে দেখতে পারবেন অ্যামাজন প্রাইমের সদস্যরা।
‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হন সঞ্জয় দত্ত ওরফে আধীরার। প্রশান্ত নীলের পরিচালনায় ছবিতে আরও রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠির মতো অভিনয়শিল্পীরা।
গত ১৪ এপ্রিল মুক্তি পায় ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা ‘কেজিএফ’-এর দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। বিশ্বব্যাপী তেলুগু, হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় ১০ হাজার স্ক্রিনে মুক্তি পায় প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার টু’; শুধু ভারতেই ৬ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির ৫০ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১২৪০ কোটি রুপির বেশি। ১০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করেছেন বিজয় কিরাগান্দুর।
এর আগে আমির খান অভিনীত ‘দঙ্গল’ এবং এস এস রাজামৌলি পরিচালিত ও প্রভাস অভিনীত ‘বাহুবলি: দ্য কনক্লুসন’ সিনেমা ১২০০ কোটির ক্লাবে প্রবেশ করে।
প্রেক্ষাগৃহে আকাশচুম্বী সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। ফলে ঘরে বসেই ব্লকবাস্টার সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, আজ শুক্রবার (৩ জুন) থেকে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’-এর স্ট্রিমিং শুরু হলো। সিনেমাটি কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম ভাষায় দেখতে পাবেন দর্শক। ভারতসহ ২৪০ দেশ ও অঞ্চলে ঘরে বসে দেখতে পারবেন অ্যামাজন প্রাইমের সদস্যরা।
‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হন সঞ্জয় দত্ত ওরফে আধীরার। প্রশান্ত নীলের পরিচালনায় ছবিতে আরও রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠির মতো অভিনয়শিল্পীরা।
গত ১৪ এপ্রিল মুক্তি পায় ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা ‘কেজিএফ’-এর দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। বিশ্বব্যাপী তেলুগু, হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় ১০ হাজার স্ক্রিনে মুক্তি পায় প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার টু’; শুধু ভারতেই ৬ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির ৫০ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১২৪০ কোটি রুপির বেশি। ১০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করেছেন বিজয় কিরাগান্দুর।
এর আগে আমির খান অভিনীত ‘দঙ্গল’ এবং এস এস রাজামৌলি পরিচালিত ও প্রভাস অভিনীত ‘বাহুবলি: দ্য কনক্লুসন’ সিনেমা ১২০০ কোটির ক্লাবে প্রবেশ করে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫