বাংলা ছবির ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ্র ৫০তম জন্মদিন আজ। ১৯৭১ সালের এই দিনে নানার বাড়ি সিলেটের জকিগঞ্জে তাঁর জন্ম। মৃত্যু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। মাত্র ২৫ বছরের জীবন। অথচ এখনো কী বিস্তৃত প্রভাব তাঁর!
ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল: আগুন
চলচ্চিত্রে মাত্র চার বছরে এত কিছু দিয়ে গেছে যে, সালমান শুধু জনপ্রিয় নয়, হয়েছে চির অমর। এই প্রজন্মের কারো সঙ্গে যখন কথা হয়, খেয়াল করি, তাঁরাও ওকে নিজেদের প্রিয় নায়ক বলে। সেদিন একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো। ওর জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো সালমান শাহ্। ওর জন্ম ১৯৯৮ সালে। ও বলে যে, আমার জীবনের প্রথম ক্রাশ, সে মারা গেল আমার জন্মের দুই বছর আগে। আমি আরও অবাক হলাম, এই মেয়েটার বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছিল। একটা বিয়ের প্রস্তাব এসেছে, ছেলে ডিভোর্সড। সে দেখতে নাকি অনেকটা সালমান শাহ্র মতো। সে জন্যই ওই ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেছে মেয়েটা!
যখনই সালমানের ছবির জন্য গান গাইতাম, সে স্টুডিওতে বসে থাকত। গানের সঙ্গে নিজের একাত্মতার জন্যই সে এটা করত। ধূমকেতুর মতো আবির্ভাব সালমানের। যত চলচ্চিত্রে অভিনয় করেছে, সবকটিই সুপারহিট। মানুষের ক্যারিয়ারে তো একটু উত্থান-পতন হয়ই। সালমানের ক্যারিয়ারে পতন বলে কিছুই ছিল না। সাফল্যের চূড়ায় থাকতে থাকতেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে সে।
সালমানের প্রথম ছবিতে আমার অভিনয়ের কথা ছিল: শাবনাজ
‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে প্রথম আমার আর নাঈমের অভিনয়ের কথা ছিল। পরিচালক সোহানুর রহমান সোহান ভাই এই ছবির জন্য আমাদের অগ্রিম কিছু টাকাও দিয়েছিলেন। এর মধ্যে আমাদের ‘চাঁদনী’ সুপারহিট হয়। তখন কপিরাইট নিয়ে খুব তোলপাড় হচ্ছিল, তাই ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে অভিনয় করা হয়নি। সোহান ভাই নতুন মুখ হিসেবে সালমান আর মৌসুমীকে ব্রেক দেন। যেদিন তাঁদের শুটিং শুরু হয়, সেদিনই আমার আর নাঈমের ‘চোখে চোখে’ ছবিরও শুটিং হচ্ছিল এফডিসিতে। সোহান ভাই বললেন, ‘তোমরা তো কাজ করলে না, নতুন মুখ নিয়ে কাজ করছি।’ আমরা তাঁকে শুভেচ্ছা জানালাম। বললাম, দেখা করে আসব। শুটিংয়ের ফাঁকে ওই ছবির সেটে গেলাম। সেদিনই প্রথম সালমান শাহ্ আর মৌসুমীকে দেখি। ওদের সঙ্গে কথা হয়। শিক্ষিত পরিবারের দুটি ছেলেমেয়ে চলচ্চিত্রে এসেছে দেখে ভালো লাগল। এর মধ্যে আমার আর নাঈমের বিয়ে হয়। তারপর আমি ‘আঞ্জুমান’, ‘মায়ের অধিকার’ ও ‘আশা ভালোবাসা’ তিনটি ছবিতে সালমানের নায়িকা হই।
জানা-অজানায় সালমান
১৯৮৫-৮৬ সালের দিকে ‘কথার কথা’ ম্যাগাজিন অনুষ্ঠানে ‘নামটি ছিল তার অপূর্ব’ গানটি প্রচার হয়। এ গানের ভিডিওতে মডেল হয়ে প্রথমবার সবার নজর কাড়েন সালমান শাহ্।
১৯৯৩ সালে সালমান শাহ্ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়।
মাত্র চার বছরে ২৭টি ছবিতে অভিনয় করেছেন সালমান। এর মধ্যে ১০টি ছবি অসমাপ্ত।
অভিনয় ছাড়াও ভালো গান গাইতেন সালমান। বন্ধুমহলে তাঁর গানের কদর ছিল।
বাংলা ছবির ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ্র ৫০তম জন্মদিন আজ। ১৯৭১ সালের এই দিনে নানার বাড়ি সিলেটের জকিগঞ্জে তাঁর জন্ম। মৃত্যু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। মাত্র ২৫ বছরের জীবন। অথচ এখনো কী বিস্তৃত প্রভাব তাঁর!
ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল: আগুন
চলচ্চিত্রে মাত্র চার বছরে এত কিছু দিয়ে গেছে যে, সালমান শুধু জনপ্রিয় নয়, হয়েছে চির অমর। এই প্রজন্মের কারো সঙ্গে যখন কথা হয়, খেয়াল করি, তাঁরাও ওকে নিজেদের প্রিয় নায়ক বলে। সেদিন একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো। ওর জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো সালমান শাহ্। ওর জন্ম ১৯৯৮ সালে। ও বলে যে, আমার জীবনের প্রথম ক্রাশ, সে মারা গেল আমার জন্মের দুই বছর আগে। আমি আরও অবাক হলাম, এই মেয়েটার বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছিল। একটা বিয়ের প্রস্তাব এসেছে, ছেলে ডিভোর্সড। সে দেখতে নাকি অনেকটা সালমান শাহ্র মতো। সে জন্যই ওই ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেছে মেয়েটা!
যখনই সালমানের ছবির জন্য গান গাইতাম, সে স্টুডিওতে বসে থাকত। গানের সঙ্গে নিজের একাত্মতার জন্যই সে এটা করত। ধূমকেতুর মতো আবির্ভাব সালমানের। যত চলচ্চিত্রে অভিনয় করেছে, সবকটিই সুপারহিট। মানুষের ক্যারিয়ারে তো একটু উত্থান-পতন হয়ই। সালমানের ক্যারিয়ারে পতন বলে কিছুই ছিল না। সাফল্যের চূড়ায় থাকতে থাকতেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে সে।
সালমানের প্রথম ছবিতে আমার অভিনয়ের কথা ছিল: শাবনাজ
‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে প্রথম আমার আর নাঈমের অভিনয়ের কথা ছিল। পরিচালক সোহানুর রহমান সোহান ভাই এই ছবির জন্য আমাদের অগ্রিম কিছু টাকাও দিয়েছিলেন। এর মধ্যে আমাদের ‘চাঁদনী’ সুপারহিট হয়। তখন কপিরাইট নিয়ে খুব তোলপাড় হচ্ছিল, তাই ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে অভিনয় করা হয়নি। সোহান ভাই নতুন মুখ হিসেবে সালমান আর মৌসুমীকে ব্রেক দেন। যেদিন তাঁদের শুটিং শুরু হয়, সেদিনই আমার আর নাঈমের ‘চোখে চোখে’ ছবিরও শুটিং হচ্ছিল এফডিসিতে। সোহান ভাই বললেন, ‘তোমরা তো কাজ করলে না, নতুন মুখ নিয়ে কাজ করছি।’ আমরা তাঁকে শুভেচ্ছা জানালাম। বললাম, দেখা করে আসব। শুটিংয়ের ফাঁকে ওই ছবির সেটে গেলাম। সেদিনই প্রথম সালমান শাহ্ আর মৌসুমীকে দেখি। ওদের সঙ্গে কথা হয়। শিক্ষিত পরিবারের দুটি ছেলেমেয়ে চলচ্চিত্রে এসেছে দেখে ভালো লাগল। এর মধ্যে আমার আর নাঈমের বিয়ে হয়। তারপর আমি ‘আঞ্জুমান’, ‘মায়ের অধিকার’ ও ‘আশা ভালোবাসা’ তিনটি ছবিতে সালমানের নায়িকা হই।
জানা-অজানায় সালমান
১৯৮৫-৮৬ সালের দিকে ‘কথার কথা’ ম্যাগাজিন অনুষ্ঠানে ‘নামটি ছিল তার অপূর্ব’ গানটি প্রচার হয়। এ গানের ভিডিওতে মডেল হয়ে প্রথমবার সবার নজর কাড়েন সালমান শাহ্।
১৯৯৩ সালে সালমান শাহ্ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়।
মাত্র চার বছরে ২৭টি ছবিতে অভিনয় করেছেন সালমান। এর মধ্যে ১০টি ছবি অসমাপ্ত।
অভিনয় ছাড়াও ভালো গান গাইতেন সালমান। বন্ধুমহলে তাঁর গানের কদর ছিল।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে