বাংলা ভাষায় সিনেমা বানিয়ে পরিচিতি পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। মাঝে মাঝে ঢুঁ দিয়েছেন হিন্দিতেও। ২০১৭ সালে নিজের সিনেমা ‘রাজকাহিনি’ হিন্দিতে রিমেক করেন ‘বেগমজান’ নামে, যাতে অভিনয় করেন বিদ্যা বালান। এরপর ২০২২ সালে তাপসী পান্নুকে নিয়ে ‘সাবাশ মিঠু’ আর পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে বানান ‘শেরদিল’। এর আগে হিন্দি ভাষায় বানিয়েছেন ‘রে’ ওয়েব সিরিজ।
তবে কোনোটিই সেভাবে সাফল্য পায়নি বক্স অফিসে। আবারও সৃজিত পা রাখছেন হিন্দি সিনেমার চত্বরে। তবে এবার ইতিহাস কিংবা ক্রীড়া নয়; সৃজিত ভরসা রেখেছেন গোয়েন্দা কাহিনিতে। বিশ্ববিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের অনুপ্রেরণায় নতুন সিনেমার গল্প লিখেছেন তিনি।
শুক্রবার মুক্তি পেল সৃজিতের নতুন সিনেমা ‘শেখর হোম’-এর ফার্স্ট লুক। পাজল আকারে সোশ্যাল মিডিয়ায় একটি মোশন পোস্টার শেয়ার করেছেন তিনি, যেখানে একাধিক ব্লক পরপর সেজে ধীরে ধীরে ফুটে উঠেছে শার্লক হোমসের মুখ। গায়ে কোট, মাথায় টুপি।
ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘সব ছবিকে একসঙ্গে জুড়লেই বুঝতে পারবেন, কেন একমাত্র এই মানুষটাই আমার সমস্ত রহস্যের সমাধান করতে পারেন।’ সঙ্গে এটাও জানিয়েছেন, শেখর হোম সিনেমাটি তৈরি হচ্ছে স্যার আর্থার কোনাল ডয়েলের লেখার অনুপ্রেরণায়।
কাকে দেখা যাবে শার্লক হিসেবে? ফার্স্ট লুকে দেখা গেল, টালিউডের কোনো অভিনেতাকে নিচ্ছেন না সৃজিত। সৃজিতের শার্লক হোমস হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা কে কে মেনন। ওয়াটসনের চরিত্রে দেখা যাবে রণবীর শোরেকে। এ ছাড়া থাকবেন রসিকা দুগাল, কৃতি কুলহারি, দিব্যেন্দু ভট্টাচার্য, ঊষা উত্থুপ, কৌশিক সেন প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় মুক্তি পাবে শেখর হোম।
বাংলা ভাষায় সিনেমা বানিয়ে পরিচিতি পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। মাঝে মাঝে ঢুঁ দিয়েছেন হিন্দিতেও। ২০১৭ সালে নিজের সিনেমা ‘রাজকাহিনি’ হিন্দিতে রিমেক করেন ‘বেগমজান’ নামে, যাতে অভিনয় করেন বিদ্যা বালান। এরপর ২০২২ সালে তাপসী পান্নুকে নিয়ে ‘সাবাশ মিঠু’ আর পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে বানান ‘শেরদিল’। এর আগে হিন্দি ভাষায় বানিয়েছেন ‘রে’ ওয়েব সিরিজ।
তবে কোনোটিই সেভাবে সাফল্য পায়নি বক্স অফিসে। আবারও সৃজিত পা রাখছেন হিন্দি সিনেমার চত্বরে। তবে এবার ইতিহাস কিংবা ক্রীড়া নয়; সৃজিত ভরসা রেখেছেন গোয়েন্দা কাহিনিতে। বিশ্ববিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের অনুপ্রেরণায় নতুন সিনেমার গল্প লিখেছেন তিনি।
শুক্রবার মুক্তি পেল সৃজিতের নতুন সিনেমা ‘শেখর হোম’-এর ফার্স্ট লুক। পাজল আকারে সোশ্যাল মিডিয়ায় একটি মোশন পোস্টার শেয়ার করেছেন তিনি, যেখানে একাধিক ব্লক পরপর সেজে ধীরে ধীরে ফুটে উঠেছে শার্লক হোমসের মুখ। গায়ে কোট, মাথায় টুপি।
ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘সব ছবিকে একসঙ্গে জুড়লেই বুঝতে পারবেন, কেন একমাত্র এই মানুষটাই আমার সমস্ত রহস্যের সমাধান করতে পারেন।’ সঙ্গে এটাও জানিয়েছেন, শেখর হোম সিনেমাটি তৈরি হচ্ছে স্যার আর্থার কোনাল ডয়েলের লেখার অনুপ্রেরণায়।
কাকে দেখা যাবে শার্লক হিসেবে? ফার্স্ট লুকে দেখা গেল, টালিউডের কোনো অভিনেতাকে নিচ্ছেন না সৃজিত। সৃজিতের শার্লক হোমস হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা কে কে মেনন। ওয়াটসনের চরিত্রে দেখা যাবে রণবীর শোরেকে। এ ছাড়া থাকবেন রসিকা দুগাল, কৃতি কুলহারি, দিব্যেন্দু ভট্টাচার্য, ঊষা উত্থুপ, কৌশিক সেন প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় মুক্তি পাবে শেখর হোম।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে