কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের একটি ভিডিও। সেখানে দেখা যায়, আতঙ্কিত মিম দ্রুত হেঁটে স্থান ত্যাগ করার চেষ্টা করছেন। সেই ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, পারলার উদ্বোধন করতে গিয়ে উগ্রবাদীদের রোষানলে পড়েছেন মিম। তবে তিনি জানিয়েছেন, এমন কোনো ঘটনা তাঁর সঙ্গে ঘটেনি।
সংবাদমাধ্যমকে মিম বলেন, ‘দুই মাস আগে একটি জুয়েলারির শোরুম উদ্বোধন করতে গিয়ে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম, সেই ভিডিও এটি। সে অনুষ্ঠানে যাওয়ার পর হঠাৎ করেই বিকট এক শব্দ হয়, সঙ্গে ধোঁয়া। তখন মনে করেছিলাম, আগুন ধরে গেছে।
মূলত একটি ক্যামেরা কোনো কারণে বিস্ফোরিত হওয়ায় এমনটা ঘটেছিল এবং অনেকের মতো আমিও আগুন লেগেছে ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম। তবে আমার কোনো ক্ষতি হয়নি।’
পুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি। ফেসবুকে ভিডিও দিয়ে টাকা আয় করার জন্য একশ্রেণির মানুষ ইচ্ছা করে এমন মিথ্যা ছড়াচ্ছে।’
এর আগে চলতি মাসের শুরুতে একটি শোরুম উদ্বোধন করতে চট্টগ্রাম গিয়েও অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ‘ব্যবসায়ী-তৌহিদি জনতা’র ব্যানারে একদল মানুষ বিক্ষোভ করলে শোরুম উদ্বোধন না করেই ফিরে আসেন মেহজাবীন। এরপর মেহজাবীনের মাথায় ব্যান্ডেজ ও মুখে আঘাতের একটি ছবি দিয়ে ফেসবুকে ছড়ানো হয় শোরুম উদ্বোধন করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী।
ভাইরাল হওয়া ছবিটি ছিল একটি নাটকের শুটিংয়ের দৃশ্য। পরবর্তী সময়ে ফেসবুকে মেহজাবীন জানান, তিনি ঠিক আছেন, সুস্থ আছেন। সেই পোস্টে তিনি উল্লেখ করেন, নিরাপত্তা জটিলতার কারণে শোরুম উদ্বোধন না করে ঢাকায় ফিরে এসেছেন তিনি।
কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের একটি ভিডিও। সেখানে দেখা যায়, আতঙ্কিত মিম দ্রুত হেঁটে স্থান ত্যাগ করার চেষ্টা করছেন। সেই ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, পারলার উদ্বোধন করতে গিয়ে উগ্রবাদীদের রোষানলে পড়েছেন মিম। তবে তিনি জানিয়েছেন, এমন কোনো ঘটনা তাঁর সঙ্গে ঘটেনি।
সংবাদমাধ্যমকে মিম বলেন, ‘দুই মাস আগে একটি জুয়েলারির শোরুম উদ্বোধন করতে গিয়ে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম, সেই ভিডিও এটি। সে অনুষ্ঠানে যাওয়ার পর হঠাৎ করেই বিকট এক শব্দ হয়, সঙ্গে ধোঁয়া। তখন মনে করেছিলাম, আগুন ধরে গেছে।
মূলত একটি ক্যামেরা কোনো কারণে বিস্ফোরিত হওয়ায় এমনটা ঘটেছিল এবং অনেকের মতো আমিও আগুন লেগেছে ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম। তবে আমার কোনো ক্ষতি হয়নি।’
পুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি। ফেসবুকে ভিডিও দিয়ে টাকা আয় করার জন্য একশ্রেণির মানুষ ইচ্ছা করে এমন মিথ্যা ছড়াচ্ছে।’
এর আগে চলতি মাসের শুরুতে একটি শোরুম উদ্বোধন করতে চট্টগ্রাম গিয়েও অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ‘ব্যবসায়ী-তৌহিদি জনতা’র ব্যানারে একদল মানুষ বিক্ষোভ করলে শোরুম উদ্বোধন না করেই ফিরে আসেন মেহজাবীন। এরপর মেহজাবীনের মাথায় ব্যান্ডেজ ও মুখে আঘাতের একটি ছবি দিয়ে ফেসবুকে ছড়ানো হয় শোরুম উদ্বোধন করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী।
ভাইরাল হওয়া ছবিটি ছিল একটি নাটকের শুটিংয়ের দৃশ্য। পরবর্তী সময়ে ফেসবুকে মেহজাবীন জানান, তিনি ঠিক আছেন, সুস্থ আছেন। সেই পোস্টে তিনি উল্লেখ করেন, নিরাপত্তা জটিলতার কারণে শোরুম উদ্বোধন না করে ঢাকায় ফিরে এসেছেন তিনি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫