জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ আসরে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য এ সম্মান অর্জন করতে যাচ্ছেন তিনি। সেরা অভিনেত্রী হিসেবে যৌথভাবে সেরা হয়েছেন ‘বিউটি সার্কাস’-এর জন্য জয়া আহসান ও ‘শিমু’ সিনেমার জন্য রিকিতা নন্দিনী শিমু। ৩১ অক্টোবর মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে যৌথভাবে সেরা হয়েছে মুহাম্মদ কাইউম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। ‘শিমু’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন রুবাইয়াত হোসেন।
এবার আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হচ্ছে দুই জনকে— অভিনেতা খসরু ও অভিনেত্রী রোজিনা।
এ বছর সেরা হলেন যাঁরা
আজীবন সম্মাননা
অভিনেতা কামরুল আলম খান খসরু
অভিনেত্রী রওশন আরা রোজিনা
চলচ্চিত্র
(যৌথভাবে) কুড়া পক্ষীর শূন্যে উড়া ও পরাণ
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
ঘরে ফেরা
প্রামাণ্য চলচ্চিত্র
বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়
পরিচালক
রুবাইয়াত হোসেন (শিমু)
অভিনেতা
চঞ্চল চৌধুরী (হাওয়া)
অভিনেত্রী
(যৌথভাবে) জয়া আহসান (বিউটি সার্কাস) ও রিকিতা নন্দিনী শিমু (শিমু)
পার্শ্ব অভিনেতা
নাসির উদ্দিন খান (পরাণ)
পার্শ্ব অভিনেত্রী
আফসানা মিমি (পাপ পুণ্য)
খল অভিনেতা
সুভাশিষ ভৌমিক (দেশান্তর)
কৌতুক অভিনেতা
দিপু ইমাম (অপারেশন সুন্দরবন)
শিশু শিল্পী
(যৌথভাবে) বৃষ্টি আক্তার (রোহিঙ্গা) ও মুনতাহা এমিলিয়া (বীরত্ব)
শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার
ফারজিনা আক্তার (কুড়া পক্ষীর শূন্যে উড়া)
সংগীত পরিচালক
রিপন খান (পায়ের ছাপ)
গায়ক
(যৌথভাবে) বাপ্পা মজুমদার (এ মন ভিজে যায়) ও চন্দন সিনহা (ঠিকানাবিহীন তোমাকে)
গায়িকা
আতিয়া আনিসা (এই শহরের পথে পথে)
গীতিকার
রবিউল ইসলাম জীবন (ধীরে ধীরে তোর স্বপ্নে)
সুরকার
শওকত আলী ইমন (এই শহরের পথে পথে)
কাহিনিকার
(যৌথভাবে) ফরিদুর রেজা সাগর (দামাল) ও খোরশেদ আলম খসরু (গলুই)
চিত্রনাট্যকার
মুহাম্মদ কাইউম (কুড়া পক্ষীর শূন্যে উড়া)
সংলাপ রচয়িতা
এস এ হক অলিক (গলুই)
সম্পাদক
সুজন মাহমুদ (শিমু)
শিল্প নির্দেশক
হিমাদ্রি বড়ুয়া (রোহিঙ্গা)
চিত্রগ্রাহক
আসাদুজ্জামান মজনু (রোহিঙ্গা)
শব্দগ্রাহক
রিপন নাথ (হাওয়া)
পোশাক ও সাজসজ্জা
তানসিনা শাওন (শিমু)
মেকআপম্যান
খোকন মোল্লা (অপারেশন সুন্দরবন)
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ আসরে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য এ সম্মান অর্জন করতে যাচ্ছেন তিনি। সেরা অভিনেত্রী হিসেবে যৌথভাবে সেরা হয়েছেন ‘বিউটি সার্কাস’-এর জন্য জয়া আহসান ও ‘শিমু’ সিনেমার জন্য রিকিতা নন্দিনী শিমু। ৩১ অক্টোবর মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে যৌথভাবে সেরা হয়েছে মুহাম্মদ কাইউম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। ‘শিমু’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন রুবাইয়াত হোসেন।
এবার আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হচ্ছে দুই জনকে— অভিনেতা খসরু ও অভিনেত্রী রোজিনা।
এ বছর সেরা হলেন যাঁরা
আজীবন সম্মাননা
অভিনেতা কামরুল আলম খান খসরু
অভিনেত্রী রওশন আরা রোজিনা
চলচ্চিত্র
(যৌথভাবে) কুড়া পক্ষীর শূন্যে উড়া ও পরাণ
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
ঘরে ফেরা
প্রামাণ্য চলচ্চিত্র
বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়
পরিচালক
রুবাইয়াত হোসেন (শিমু)
অভিনেতা
চঞ্চল চৌধুরী (হাওয়া)
অভিনেত্রী
(যৌথভাবে) জয়া আহসান (বিউটি সার্কাস) ও রিকিতা নন্দিনী শিমু (শিমু)
পার্শ্ব অভিনেতা
নাসির উদ্দিন খান (পরাণ)
পার্শ্ব অভিনেত্রী
আফসানা মিমি (পাপ পুণ্য)
খল অভিনেতা
সুভাশিষ ভৌমিক (দেশান্তর)
কৌতুক অভিনেতা
দিপু ইমাম (অপারেশন সুন্দরবন)
শিশু শিল্পী
(যৌথভাবে) বৃষ্টি আক্তার (রোহিঙ্গা) ও মুনতাহা এমিলিয়া (বীরত্ব)
শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার
ফারজিনা আক্তার (কুড়া পক্ষীর শূন্যে উড়া)
সংগীত পরিচালক
রিপন খান (পায়ের ছাপ)
গায়ক
(যৌথভাবে) বাপ্পা মজুমদার (এ মন ভিজে যায়) ও চন্দন সিনহা (ঠিকানাবিহীন তোমাকে)
গায়িকা
আতিয়া আনিসা (এই শহরের পথে পথে)
গীতিকার
রবিউল ইসলাম জীবন (ধীরে ধীরে তোর স্বপ্নে)
সুরকার
শওকত আলী ইমন (এই শহরের পথে পথে)
কাহিনিকার
(যৌথভাবে) ফরিদুর রেজা সাগর (দামাল) ও খোরশেদ আলম খসরু (গলুই)
চিত্রনাট্যকার
মুহাম্মদ কাইউম (কুড়া পক্ষীর শূন্যে উড়া)
সংলাপ রচয়িতা
এস এ হক অলিক (গলুই)
সম্পাদক
সুজন মাহমুদ (শিমু)
শিল্প নির্দেশক
হিমাদ্রি বড়ুয়া (রোহিঙ্গা)
চিত্রগ্রাহক
আসাদুজ্জামান মজনু (রোহিঙ্গা)
শব্দগ্রাহক
রিপন নাথ (হাওয়া)
পোশাক ও সাজসজ্জা
তানসিনা শাওন (শিমু)
মেকআপম্যান
খোকন মোল্লা (অপারেশন সুন্দরবন)
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে