২০১৯ সালের ঘটনা। দুবাইগামী উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের চেষ্টা করেন অভিনেত্রী সিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। কমান্ডো অভিযানে মৃত্যু হয় তাঁর। সেই বাস্তব ঘটনা নিয়ে ছবি তৈরির ঘোষণা দিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। কয়েকদিন আগে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইয়ামিন হক ববি।
জানা গেছে, পর্দায় ববি অভিনয় করবেন সিমলার চরিত্রে। তবে এ নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সিমলা। ছবিটি নির্মিত হলে অনেক ভুল-ভ্রান্তি হওয়ার আশঙ্কা জানিয়ে অভিনেত্রী অনুরোধ করেছেন ‘ময়ূরপঙ্খী’ না বানানোর।
সিমলা বলেন, ‘ছবিটি নির্মাণের বিষয়ে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেননি। ঘটনাটি স্পর্শকাতর। আর পলাশের সঙ্গে আমার সংসার হয়েছে অল্প কয়দিন। সেই সামান্য ঘটনায় আমাকে জড়িয়ে ছবি বানালে অনেক ভুল-ভ্রান্তির আশঙ্কা আছে। আমি নির্মাতাকে অনুরোধ করব ছবিটি না বানাতে। আমি জীবনের এই কালো অধ্যায়টা ভুলে যেতে চাই।’
‘ময়ূরপঙ্খী’ ছবিটি প্রযোজনা করছেন আরেক নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন। তাঁকে আগে থেকেই চেনেন সিমলা। অভিনেত্রী তাই বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন প্রযোজককে, যাতে এ স্পর্শকাতর বিষয়টি নিয়ে ছবি না বানানো হয়। সিমলা বলেন, ‘ছবির প্রযোজক আমার পূর্বপরিচিত। আশা করছি, তিনি বিষয়টি বুঝবেন।’
১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ দিয়ে চলচ্চিত্রে অভিনয়ের শুরু করেন সিমলা। এই ছবিতে অভিনয় করে সবার প্রশংসা কুড়ান তিনি। ওই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
অভিনয়জীবনের শুরুতে সিমলা একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হন। ‘ম্যাডাম ফুলি’ ছাড়া বাকি দুটো ছবি হচ্ছে ‘পাগলা ঘণ্টা’ ও ‘ভেজা বিড়াল’। এখন পর্যন্ত ৩৫টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সিমলা অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’।
২০১৯ সালের ঘটনা। দুবাইগামী উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের চেষ্টা করেন অভিনেত্রী সিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। কমান্ডো অভিযানে মৃত্যু হয় তাঁর। সেই বাস্তব ঘটনা নিয়ে ছবি তৈরির ঘোষণা দিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। কয়েকদিন আগে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইয়ামিন হক ববি।
জানা গেছে, পর্দায় ববি অভিনয় করবেন সিমলার চরিত্রে। তবে এ নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সিমলা। ছবিটি নির্মিত হলে অনেক ভুল-ভ্রান্তি হওয়ার আশঙ্কা জানিয়ে অভিনেত্রী অনুরোধ করেছেন ‘ময়ূরপঙ্খী’ না বানানোর।
সিমলা বলেন, ‘ছবিটি নির্মাণের বিষয়ে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেননি। ঘটনাটি স্পর্শকাতর। আর পলাশের সঙ্গে আমার সংসার হয়েছে অল্প কয়দিন। সেই সামান্য ঘটনায় আমাকে জড়িয়ে ছবি বানালে অনেক ভুল-ভ্রান্তির আশঙ্কা আছে। আমি নির্মাতাকে অনুরোধ করব ছবিটি না বানাতে। আমি জীবনের এই কালো অধ্যায়টা ভুলে যেতে চাই।’
‘ময়ূরপঙ্খী’ ছবিটি প্রযোজনা করছেন আরেক নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন। তাঁকে আগে থেকেই চেনেন সিমলা। অভিনেত্রী তাই বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন প্রযোজককে, যাতে এ স্পর্শকাতর বিষয়টি নিয়ে ছবি না বানানো হয়। সিমলা বলেন, ‘ছবির প্রযোজক আমার পূর্বপরিচিত। আশা করছি, তিনি বিষয়টি বুঝবেন।’
১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ দিয়ে চলচ্চিত্রে অভিনয়ের শুরু করেন সিমলা। এই ছবিতে অভিনয় করে সবার প্রশংসা কুড়ান তিনি। ওই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
অভিনয়জীবনের শুরুতে সিমলা একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হন। ‘ম্যাডাম ফুলি’ ছাড়া বাকি দুটো ছবি হচ্ছে ‘পাগলা ঘণ্টা’ ও ‘ভেজা বিড়াল’। এখন পর্যন্ত ৩৫টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সিমলা অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫