ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ময়ূরাক্ষী’ সিনেমা। গোলাম রাব্বানীর চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন রাশীদ পলাশ। শোবিজ আর রঙিন দুনিয়ার অন্তরালের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ময়ূরাক্ষী’। সিনেমাটিতে বিমান ছিনতাইয়ের ঘটনা উঠে আসবে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। ঈদের সকালে আজকের পত্রিকার কথা হয় দ্বীপের সঙ্গে। ঈদের দিনের পরিকল্পনায় অভিনেতা জানিয়েছেন, এবারের ঈদটা শুধুই দর্শকের।
ঈদ মোবারক। আজকের বিশেষ এই দিনটি নিয়ে কী পরিকল্পনা
আমার পক্ষ থেকেও সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের দিনটি পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে কাটে সব সময়। তবে এবার আমার অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমা মুক্তি পেয়েছে, তাই এবারের ঈদ কাটবে দর্শকের সঙ্গে। হল ভিজিটে যাব। দর্শকদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় আছি। সিনেমাটি নিয়ে তাঁদের মন্তব্য দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারব।
‘ময়ূরাক্ষী’ নিয়ে কতটা আশাবাদী
‘ময়ূরাক্ষী’ নিয়ে বেশ আশাবাদী ও আত্মবিশ্বাসী। এমন গল্পের সিনেমা এ দেশে হয়নি আগে। আশা করি দর্শক সিনেমাটিকে গ্রহণ করবেন। এই সিনেমার সঙ্গে জড়িত সবাই মিলে সিনেমাটি দেখেছি, সব ক্রু থেকে আমাদের হেল্পিং হ্যান্ড—সবাই এক কথায় প্রশংসা করেছে। আমরা বেশ আশাবাদী।
এবার ঈদে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। নিজের সিনেমা বাদে আর কোন সিনেমা দেখার ইচ্ছে আছে
অবশ্যই সবগুলো সিনেমা দেখব। আমি সব সময় হলে সিনেমা দেখি। গত ঈদেও চারটির বেশি সিনেমা দেখা হয়েছে। এবারও দেখব। একজন অভিনেতা হিসেবে প্রতিটি সিনেমাই আমার জন্য শিক্ষণীয়।
দর্শকরে প্রতি আহ্বান
আপনারা হলে আসুন, সিনেমা দেখুন। আমাদের ‘ময়ূরাক্ষী’র পাশে থাকুন। পরিবার, বন্ধুবান্ধব, প্রিয়তমাকে নিয়ে হলে সিনেমাটি দেখুন। আপনার কাছে যেমন লাগবে সে মন্তব্য আমাদের জানান। ভালো-খারাপ যেমনই লাগুক, আপনাদের মন্তব্যের অপেক্ষায় আমরা।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ময়ূরাক্ষী’ সিনেমা। গোলাম রাব্বানীর চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন রাশীদ পলাশ। শোবিজ আর রঙিন দুনিয়ার অন্তরালের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ময়ূরাক্ষী’। সিনেমাটিতে বিমান ছিনতাইয়ের ঘটনা উঠে আসবে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। ঈদের সকালে আজকের পত্রিকার কথা হয় দ্বীপের সঙ্গে। ঈদের দিনের পরিকল্পনায় অভিনেতা জানিয়েছেন, এবারের ঈদটা শুধুই দর্শকের।
ঈদ মোবারক। আজকের বিশেষ এই দিনটি নিয়ে কী পরিকল্পনা
আমার পক্ষ থেকেও সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের দিনটি পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে কাটে সব সময়। তবে এবার আমার অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমা মুক্তি পেয়েছে, তাই এবারের ঈদ কাটবে দর্শকের সঙ্গে। হল ভিজিটে যাব। দর্শকদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় আছি। সিনেমাটি নিয়ে তাঁদের মন্তব্য দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারব।
‘ময়ূরাক্ষী’ নিয়ে কতটা আশাবাদী
‘ময়ূরাক্ষী’ নিয়ে বেশ আশাবাদী ও আত্মবিশ্বাসী। এমন গল্পের সিনেমা এ দেশে হয়নি আগে। আশা করি দর্শক সিনেমাটিকে গ্রহণ করবেন। এই সিনেমার সঙ্গে জড়িত সবাই মিলে সিনেমাটি দেখেছি, সব ক্রু থেকে আমাদের হেল্পিং হ্যান্ড—সবাই এক কথায় প্রশংসা করেছে। আমরা বেশ আশাবাদী।
এবার ঈদে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। নিজের সিনেমা বাদে আর কোন সিনেমা দেখার ইচ্ছে আছে
অবশ্যই সবগুলো সিনেমা দেখব। আমি সব সময় হলে সিনেমা দেখি। গত ঈদেও চারটির বেশি সিনেমা দেখা হয়েছে। এবারও দেখব। একজন অভিনেতা হিসেবে প্রতিটি সিনেমাই আমার জন্য শিক্ষণীয়।
দর্শকরে প্রতি আহ্বান
আপনারা হলে আসুন, সিনেমা দেখুন। আমাদের ‘ময়ূরাক্ষী’র পাশে থাকুন। পরিবার, বন্ধুবান্ধব, প্রিয়তমাকে নিয়ে হলে সিনেমাটি দেখুন। আপনার কাছে যেমন লাগবে সে মন্তব্য আমাদের জানান। ভালো-খারাপ যেমনই লাগুক, আপনাদের মন্তব্যের অপেক্ষায় আমরা।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২০ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২০ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২০ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২০ দিন আগে