ঢালিউডের ব্যস্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই হাজির হন বিভিন্ন অবতারে। সিনেমায় ব্যস্ততার বাইরেও ফ্যাশন নিয়ে বেশ সচেতন এই অভিনেত্রী। ওয়েস্টার্ন পোশাক থেকে শুরু করে বাঙালিয়ানা—সব পোশাকেই মিম দ্যুতি ছড়ান তাঁর সৌন্দর্যে।
আজ নিজের ফেসবুকে ধূসর শাড়িতে সাদা গোলাপ হাতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন মিম। ভক্তরা তাঁকে ভাসাচ্ছেন প্রশংসায়, ছবিগুলো রীতিমতো ভাইরাল।
একজন মন্তব্য করেছেন, ‘আপনার জন্য অনেক অনেক ভালোবাসা।’ আরেকজন লিখেছেন, ‘সৌন্দর্যের দেবী’। এ ছাড়া বেশির ভাগ ভক্ত মন্তব্যের ঘরে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমুজি।
‘পরাণ’ ও ‘দামাল’-এর পর বিদ্যা সিনহা মিম হাজির হচ্ছেন তাঁর নতুন সিনেমা ‘অন্তর্জাল’ নিয়ে। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। অভিনেত্রী তাঁর ফেসবুকে জানিয়েছেন, পাঁচ মহাদেশে একযোগে মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’।
সিনেমাটি নিয়ে এক অনুষ্ঠানে মিম বলেছিলেন, ‘এমন গল্পের সিনেমা এর আগে কখনো হয়নি। আমি যখন চরিত্রটি পাই তখন ভাবছিলাম কীভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব! এই ছবিতে এক অন্য মিমকে পাবেন সবাই।’
আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে।
বিদ্যা সিনহা মিম ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন প্রমুখ।
ঢালিউডের ব্যস্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই হাজির হন বিভিন্ন অবতারে। সিনেমায় ব্যস্ততার বাইরেও ফ্যাশন নিয়ে বেশ সচেতন এই অভিনেত্রী। ওয়েস্টার্ন পোশাক থেকে শুরু করে বাঙালিয়ানা—সব পোশাকেই মিম দ্যুতি ছড়ান তাঁর সৌন্দর্যে।
আজ নিজের ফেসবুকে ধূসর শাড়িতে সাদা গোলাপ হাতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন মিম। ভক্তরা তাঁকে ভাসাচ্ছেন প্রশংসায়, ছবিগুলো রীতিমতো ভাইরাল।
একজন মন্তব্য করেছেন, ‘আপনার জন্য অনেক অনেক ভালোবাসা।’ আরেকজন লিখেছেন, ‘সৌন্দর্যের দেবী’। এ ছাড়া বেশির ভাগ ভক্ত মন্তব্যের ঘরে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমুজি।
‘পরাণ’ ও ‘দামাল’-এর পর বিদ্যা সিনহা মিম হাজির হচ্ছেন তাঁর নতুন সিনেমা ‘অন্তর্জাল’ নিয়ে। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। অভিনেত্রী তাঁর ফেসবুকে জানিয়েছেন, পাঁচ মহাদেশে একযোগে মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’।
সিনেমাটি নিয়ে এক অনুষ্ঠানে মিম বলেছিলেন, ‘এমন গল্পের সিনেমা এর আগে কখনো হয়নি। আমি যখন চরিত্রটি পাই তখন ভাবছিলাম কীভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব! এই ছবিতে এক অন্য মিমকে পাবেন সবাই।’
আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে।
বিদ্যা সিনহা মিম ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন প্রমুখ।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫