বিনোদন প্রতিবেদক, ঢাকা
সোশ্যাল মিডিয়ায় তারকাদের মৃত্যুর গুজব ছড়ানো নতুন কিছু নয়। অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে শোবিজে যখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, সেই সময়ে হঠাৎ করে নেট দুনিয়ায় খবর ছড়িয়ে পরে পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়ার পর গতকাল সোমবার রাতে ফেসবুক লাইভে এসে পরীমণি জানান, তিনি বেঁচে আছেন এবং সুইসাইড করার মতো মেয়ে তিনি নন।
পরীমণি বলেন, ‘আজকে (সোমবার) সকালেই আমি ফেসবুকে ছবি দিয়ে জানাই ফটোশুট করছি। এর মধ্যেই ছড়িয়ে পড়ল আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সারা দিন শুটিং করে ফোন যখন হাতে নিলাম, আমি শকড। ফোনকলের চেয়ে বেশি মেসেজ। ধরেন, আপনার কোনো আত্মীয় মৃত্যুর খবর শুনলেন, আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করলেন, আপনি কি বেঁচে আছেন? যেকোনোভাবেই হোক, গুজবটা ছড়িয়েছে, আমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কতটা শকিং আমার জন্য!’
পরী আরও বলেন, ‘মৃত্যু তো আমার হাতে নেই। আপনি তো জানেন না, কখন চলে যাবেন। আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যু চাই সব সময়। আজ থেকে চার বছর আগেও আমি বলেছিলাম, আমার যদি অস্বাভাবিক মৃত্যু হয়, তাহলে ধরে নেবেন আমাকে কেউ মেরে ফেলেছে। আজকেও একই কথা বলব। সবাইকে নিশ্চিত করতে চাই, আমি বেঁচে আছি, সুস্থ আছি।’
কোনো বিষয় থেকে মনোযোগ সরাতে অনেক সময় তাঁকে বারবার ব্যবহার করা হয় বলে মনে করেন পরীমণি। তিনি বলেন, ‘যেকোনো একটা বিষয়ে ফোকাস সরানোর জন্য মানুষ কেন জানি পরীমণিকে বেছে নেয়। আলুর দাম কেন বাড়ল, পরীমণির নামে নিউজ করে দাও, পরীমণির আরেকটা বিয়ে হয়েছে। এখন বিয়েসাদি দিতে পারছে না বলে একদম মেরে ফেলল। এই মুহূর্তে দেশে যা হচ্ছে আপনারা সবাই অবগত। আমাদের ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য শিল্পীকে নিয়ে যা হচ্ছে, সেটা তো কাম্য নয়। সেটা নিয়ে যখন এত কথা হচ্ছে, সেটা থামাতেই কি না...আমি জানি না।’
শেষদিকে পরীমণি বলেন, ‘আমি সুইসাইড করার মতো মেয়ে না। আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। আমার দুইটা বাচ্চা নিয়ে, কাজ নিয়ে অনেক খুশি।’
সোশ্যাল মিডিয়ায় তারকাদের মৃত্যুর গুজব ছড়ানো নতুন কিছু নয়। অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে শোবিজে যখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, সেই সময়ে হঠাৎ করে নেট দুনিয়ায় খবর ছড়িয়ে পরে পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়ার পর গতকাল সোমবার রাতে ফেসবুক লাইভে এসে পরীমণি জানান, তিনি বেঁচে আছেন এবং সুইসাইড করার মতো মেয়ে তিনি নন।
পরীমণি বলেন, ‘আজকে (সোমবার) সকালেই আমি ফেসবুকে ছবি দিয়ে জানাই ফটোশুট করছি। এর মধ্যেই ছড়িয়ে পড়ল আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সারা দিন শুটিং করে ফোন যখন হাতে নিলাম, আমি শকড। ফোনকলের চেয়ে বেশি মেসেজ। ধরেন, আপনার কোনো আত্মীয় মৃত্যুর খবর শুনলেন, আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করলেন, আপনি কি বেঁচে আছেন? যেকোনোভাবেই হোক, গুজবটা ছড়িয়েছে, আমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কতটা শকিং আমার জন্য!’
পরী আরও বলেন, ‘মৃত্যু তো আমার হাতে নেই। আপনি তো জানেন না, কখন চলে যাবেন। আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যু চাই সব সময়। আজ থেকে চার বছর আগেও আমি বলেছিলাম, আমার যদি অস্বাভাবিক মৃত্যু হয়, তাহলে ধরে নেবেন আমাকে কেউ মেরে ফেলেছে। আজকেও একই কথা বলব। সবাইকে নিশ্চিত করতে চাই, আমি বেঁচে আছি, সুস্থ আছি।’
কোনো বিষয় থেকে মনোযোগ সরাতে অনেক সময় তাঁকে বারবার ব্যবহার করা হয় বলে মনে করেন পরীমণি। তিনি বলেন, ‘যেকোনো একটা বিষয়ে ফোকাস সরানোর জন্য মানুষ কেন জানি পরীমণিকে বেছে নেয়। আলুর দাম কেন বাড়ল, পরীমণির নামে নিউজ করে দাও, পরীমণির আরেকটা বিয়ে হয়েছে। এখন বিয়েসাদি দিতে পারছে না বলে একদম মেরে ফেলল। এই মুহূর্তে দেশে যা হচ্ছে আপনারা সবাই অবগত। আমাদের ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য শিল্পীকে নিয়ে যা হচ্ছে, সেটা তো কাম্য নয়। সেটা নিয়ে যখন এত কথা হচ্ছে, সেটা থামাতেই কি না...আমি জানি না।’
শেষদিকে পরীমণি বলেন, ‘আমি সুইসাইড করার মতো মেয়ে না। আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। আমার দুইটা বাচ্চা নিয়ে, কাজ নিয়ে অনেক খুশি।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে