বিনোদন প্রতিবেদক, ঢাকা
পর্দার ব্যর্থ প্রেমিক হিসেবে খ্যাতি রয়েছে বাপ্পারাজের। প্রায়ই তাঁর সিনেমার সংলাপ নিয়ে তৈরি হয় মিম। সোশ্যাল মিডিয়ায় ইদানীং আলোচনায় ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘চাচা, হেনা কোথায়’ সংলাপটি। ছেলেবুড়ো সবাই মেতে আছেন এ ট্রেন্ডে। ভাইরাল দৃশ্যটি এবার রিক্রিয়েট করলেন বাপ্পারাজ। তাঁর সঙ্গে ছিলেন পর্দার হেনার বাস্তবের জীবনসঙ্গী অভিনেতা নাঈম।
প্রেমের সমাধি সিনেমার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তাঁর প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পায়। সে হেনার বাবাকে (আনোয়ার হোসেন) জিজ্ঞেস করে, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়?’ জবাবে চাচা বলে, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন কান্নায় ভেঙে পড়ে, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি বাজতে থাকে।
‘চাচা, হেনা কোথায়’ সংলাপটি ভাইরাল হওয়ার পর বিষয়টি উপভোগ করার কথা জানিয়েছিলেন বাপ্পারাজ, শাবনাজ ও শাবনাজের স্বামী নাঈম। দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়ায় এবার সেই দৃশ্য রিক্রিয়েট করলেন বাপ্পারাজ ও নাঈম। প্রেমের সমাধি মুক্তির ২৯ বছর আবার হেনার খোঁজে বের হলেন বাপ্পারাজ। তবে এবার হেনার বাবা নয়, গেলেন হেনার বাস্তবের জীবনসঙ্গী নাঈমের কাছে।
ভিডিওতে দেখা গেল, জিপ চালিয়ে নাঈমের কাছে যান বাপ্পারাজ, তাঁকে জিজ্ঞেস করেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ নাঈম বাপ্পার দুই কাঁধে হাত রেখে বলেন, ‘বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস। হেনার তো অনেক আগেই আমার সঙ্গে বিয়ে হয়ে গেছে’। ‘না, আমি বিশ্বাস করি না’— বলেই নাঈমকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলেন বাপ্পা।
সঙ্গে সঙ্গেই পেছনে থাকা দিঠি আনোয়ার, ইমন সাহা, বিপ্লব, কোনালসহ কয়েকজন মিলে গাইতে শুরু করেন প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায় গানটি। শেষ মুহূর্তে দেখা গেল পর্দার হেনা শাবনাজকেও। হাত নাড়তে নাড়তে বাপ্পা ও নাঈমের দিকে এগিয়ে গেলেন তিনি। নাঈম-শাবনাজের ফেসবুক পেজ থেকে প্রকাশের পর মুর্হূতেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
দেখুন আলোচিত সেই ভিডিও:
পর্দার ব্যর্থ প্রেমিক হিসেবে খ্যাতি রয়েছে বাপ্পারাজের। প্রায়ই তাঁর সিনেমার সংলাপ নিয়ে তৈরি হয় মিম। সোশ্যাল মিডিয়ায় ইদানীং আলোচনায় ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘চাচা, হেনা কোথায়’ সংলাপটি। ছেলেবুড়ো সবাই মেতে আছেন এ ট্রেন্ডে। ভাইরাল দৃশ্যটি এবার রিক্রিয়েট করলেন বাপ্পারাজ। তাঁর সঙ্গে ছিলেন পর্দার হেনার বাস্তবের জীবনসঙ্গী অভিনেতা নাঈম।
প্রেমের সমাধি সিনেমার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তাঁর প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পায়। সে হেনার বাবাকে (আনোয়ার হোসেন) জিজ্ঞেস করে, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়?’ জবাবে চাচা বলে, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন কান্নায় ভেঙে পড়ে, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি বাজতে থাকে।
‘চাচা, হেনা কোথায়’ সংলাপটি ভাইরাল হওয়ার পর বিষয়টি উপভোগ করার কথা জানিয়েছিলেন বাপ্পারাজ, শাবনাজ ও শাবনাজের স্বামী নাঈম। দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়ায় এবার সেই দৃশ্য রিক্রিয়েট করলেন বাপ্পারাজ ও নাঈম। প্রেমের সমাধি মুক্তির ২৯ বছর আবার হেনার খোঁজে বের হলেন বাপ্পারাজ। তবে এবার হেনার বাবা নয়, গেলেন হেনার বাস্তবের জীবনসঙ্গী নাঈমের কাছে।
ভিডিওতে দেখা গেল, জিপ চালিয়ে নাঈমের কাছে যান বাপ্পারাজ, তাঁকে জিজ্ঞেস করেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ নাঈম বাপ্পার দুই কাঁধে হাত রেখে বলেন, ‘বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস। হেনার তো অনেক আগেই আমার সঙ্গে বিয়ে হয়ে গেছে’। ‘না, আমি বিশ্বাস করি না’— বলেই নাঈমকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলেন বাপ্পা।
সঙ্গে সঙ্গেই পেছনে থাকা দিঠি আনোয়ার, ইমন সাহা, বিপ্লব, কোনালসহ কয়েকজন মিলে গাইতে শুরু করেন প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায় গানটি। শেষ মুহূর্তে দেখা গেল পর্দার হেনা শাবনাজকেও। হাত নাড়তে নাড়তে বাপ্পা ও নাঈমের দিকে এগিয়ে গেলেন তিনি। নাঈম-শাবনাজের ফেসবুক পেজ থেকে প্রকাশের পর মুর্হূতেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
দেখুন আলোচিত সেই ভিডিও:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫