আজ শনিবার ৭৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে অরণ্য আনোয়ার পরিচালিত চলচ্চিত্র ‘মা’য়ের। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে সিনেমাটি প্রদর্শিত হবে। এর আগেও দেশীয় অনেক সিনেমার প্রিমিয়ার হয়েছে দক্ষিণ ফরাসি উপকূলীয় শহর কানে। তবে ‘মা’-এর প্রিমিয়ারে ভিন্নতা দেখা গেল কান সৈকতের পালে দে ফেস্টিভ্যাল ভবনের ভেতরে ও বাইরে। এ দিন সিনেমার নির্মাতা-প্রযোজকেরা কান শহরের পথে পথে হেঁটে বাংলাদেশের পতাকা ওড়ালেন। শুধু তাই নয়, তাঁদের সাঝপোশাকেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। তাঁরা বাঙালির ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবি, লুঙ্গি ও গামছা পরে বেরিয়েছিলেন।
এ প্রসঙ্গে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘এটা অনেকের কাছে অভিনব মনে হলেও আমার কাছে এটা খুব স্বাভাবিক। আমি এই ফরাসি কূলে এসেছি নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে। সেটা হতে পারে আন-অফিশিয়াল। কিন্তু এসেছি তো আমার দেশের বাংলা চলচ্চিত্র নিয়ে। সেখানে বাংলাদেশের সিনেমা নিয়ে, বাঙালি চেহারা ও ভাষা নিয়ে এই কানে এসে কেন আমি বাঙালি পোশাক পরার স্বাধীনতা পাব না? আমি উৎসবের ড্রেস কোডকে সম্মান করে টাক্সেডো পরে যেমন লালগালিচায় হেঁটেছি, এবার তেমনি লুঙ্গি-পাঞ্জাবি পরে পতাকা হাতে কান শহরও চরিয়ে বেরিয়েছি।’
‘মা’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।
চলতি বছরের কান উৎসবে ‘মা’য়ের সদস্যরা ছাড়াও বাংলাদেশ থেকে আরও রয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, নঈম ইমতিয়াজ নেয়ামূল, স্বপন আহমেদ ও সাজ্জাদ খান।
আজ শনিবার ৭৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে অরণ্য আনোয়ার পরিচালিত চলচ্চিত্র ‘মা’য়ের। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে সিনেমাটি প্রদর্শিত হবে। এর আগেও দেশীয় অনেক সিনেমার প্রিমিয়ার হয়েছে দক্ষিণ ফরাসি উপকূলীয় শহর কানে। তবে ‘মা’-এর প্রিমিয়ারে ভিন্নতা দেখা গেল কান সৈকতের পালে দে ফেস্টিভ্যাল ভবনের ভেতরে ও বাইরে। এ দিন সিনেমার নির্মাতা-প্রযোজকেরা কান শহরের পথে পথে হেঁটে বাংলাদেশের পতাকা ওড়ালেন। শুধু তাই নয়, তাঁদের সাঝপোশাকেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। তাঁরা বাঙালির ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবি, লুঙ্গি ও গামছা পরে বেরিয়েছিলেন।
এ প্রসঙ্গে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘এটা অনেকের কাছে অভিনব মনে হলেও আমার কাছে এটা খুব স্বাভাবিক। আমি এই ফরাসি কূলে এসেছি নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে। সেটা হতে পারে আন-অফিশিয়াল। কিন্তু এসেছি তো আমার দেশের বাংলা চলচ্চিত্র নিয়ে। সেখানে বাংলাদেশের সিনেমা নিয়ে, বাঙালি চেহারা ও ভাষা নিয়ে এই কানে এসে কেন আমি বাঙালি পোশাক পরার স্বাধীনতা পাব না? আমি উৎসবের ড্রেস কোডকে সম্মান করে টাক্সেডো পরে যেমন লালগালিচায় হেঁটেছি, এবার তেমনি লুঙ্গি-পাঞ্জাবি পরে পতাকা হাতে কান শহরও চরিয়ে বেরিয়েছি।’
‘মা’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।
চলতি বছরের কান উৎসবে ‘মা’য়ের সদস্যরা ছাড়াও বাংলাদেশ থেকে আরও রয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, নঈম ইমতিয়াজ নেয়ামূল, স্বপন আহমেদ ও সাজ্জাদ খান।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে