ঢাকা: টানা ১০০ দিন দেশে কাটিয়ে কলকাতায় ফিরে গেলেন রাফিয়াত রশীদ মিথিলা। সঙ্গে ছিল মেয়ে আইরা। গত ৩০ জুন সীমান্তের ওপারে তাঁদের অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন সৃজিত মুখার্জি।
বেনাপোল সীমান্তে পৌঁছে বেশ কিছু ছবি তোলেন মিথিলা। ওপারে অপেক্ষায় ছিলেন সৃজিত। তাঁর সঙ্গে দেখা হতেই আরও কিছু ছবি তুলে দিলেন ফেসবুকে। ক্যাপশনে লিখলেন, ‘একা থাকার ১০০ দিন পর।’
মিথিলা জানিয়েছেন, আজ থেকে বাংলাদেশে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। অন্যদিকে কলকাতায় শুরু হয়ে গেছে মেয়ে আইরার স্কুল। তাই গতকালই মেয়েকে নিয়ে ঢাকা ছাড়লেন তিনি। আইরা কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। এবার ক্লাস টুতে উঠল সে। যদিও ক্লাস চলছে অনলাইনে, কিন্তু মেয়ের স্কুল থেকে বই–খাতা আনতে হবে।
ঢাকা ছাড়ার আগে মিথিলা ‘অমানুষ’ ছবির শুটিং শেষ করেছেন। এটি তাঁর প্রথম ছবি। শেষ লটের শুটিং হয়েছে শ্রীমঙ্গলে। অনন্য মামুনের নির্দেশনায় এ ছবিতে মিথিলা অভিনয় করেছেন প্রবাসী নির্মাতার চরিত্রে। তাঁর নায়ক হিসেবে আছেন নিরব হোসেন। এর আগে-পরে ঈদের বেশ কিছু নাটকে অভিনয় করেছেন মিথিলা।
ঢাকা: টানা ১০০ দিন দেশে কাটিয়ে কলকাতায় ফিরে গেলেন রাফিয়াত রশীদ মিথিলা। সঙ্গে ছিল মেয়ে আইরা। গত ৩০ জুন সীমান্তের ওপারে তাঁদের অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন সৃজিত মুখার্জি।
বেনাপোল সীমান্তে পৌঁছে বেশ কিছু ছবি তোলেন মিথিলা। ওপারে অপেক্ষায় ছিলেন সৃজিত। তাঁর সঙ্গে দেখা হতেই আরও কিছু ছবি তুলে দিলেন ফেসবুকে। ক্যাপশনে লিখলেন, ‘একা থাকার ১০০ দিন পর।’
মিথিলা জানিয়েছেন, আজ থেকে বাংলাদেশে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। অন্যদিকে কলকাতায় শুরু হয়ে গেছে মেয়ে আইরার স্কুল। তাই গতকালই মেয়েকে নিয়ে ঢাকা ছাড়লেন তিনি। আইরা কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। এবার ক্লাস টুতে উঠল সে। যদিও ক্লাস চলছে অনলাইনে, কিন্তু মেয়ের স্কুল থেকে বই–খাতা আনতে হবে।
ঢাকা ছাড়ার আগে মিথিলা ‘অমানুষ’ ছবির শুটিং শেষ করেছেন। এটি তাঁর প্রথম ছবি। শেষ লটের শুটিং হয়েছে শ্রীমঙ্গলে। অনন্য মামুনের নির্দেশনায় এ ছবিতে মিথিলা অভিনয় করেছেন প্রবাসী নির্মাতার চরিত্রে। তাঁর নায়ক হিসেবে আছেন নিরব হোসেন। এর আগে-পরে ঈদের বেশ কিছু নাটকে অভিনয় করেছেন মিথিলা।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫