বিনোদন ডেস্ক
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফি। দেশাত্মবোধক গান, প্লেব্যাক, বিরহের গান, রোমান্টিক গান, সুফি-কাওয়ালি থেকে ভজন-ভক্তিমূলকসহ সংগীতের সব ঘরানায় অবাধ বিচরণ ছিল প্রয়াত এই শিল্পীর। এবার পর্দায় দেখা যাবে মোহাম্মদ রফির জীবনী। এমনটাই জানালেন রফির ছেলে শাহিদ রফি।
ভারতের গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৪তম আসরে গত মঙ্গলবার সম্মান জানানো হয় মোহাম্মদ রফিকে। সেখানেই বায়োপিকের খবর দেন শাহিদ রফি। তিনি জানান, এখন চলছে সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ। বায়োপিকটির পরিচালনায় থাকতে পারেন উমেশ শুক্লা; যিনি বলিউড সিনেমা ‘ওহ মাই গড’ ও ‘১০২ নট আউট’ পরিচালনা করেছেন। রফির বায়োপিকে ব্যবহার করা হবে শিল্পীর গান। তবে এ সিনেমায় রফির চরিত্রে কে অভিনয় করবেন, তা জানাননি শাহিদ রফি।
মোহাম্মদ রফির গাওয়া গান এখনো মানুষের মুখে মুখে। ‘লিখে যো খত তুঝে’, ‘আজ মৌসুম বড়া বেইমান’, ‘ম্যায় জিন্দেগি কা সাথ নিভাতা চলা গ্যায়া’, ‘কৌন হ্যায় যো স্বপ্নো মে আয়া’ থেকে ‘পর্দা হ্যায় পর্দা’, ‘গুলাবি আঁখে’, ‘ক্যায়া সে ক্যায়া হো গায়া’সহ হাজারের বেশি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রফি। ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন। তাঁর জীবনের বহু অজানা কথা ফুটে উঠবে বায়োপিকে।
আগামী ২৪ ডিসেম্বর মোহাম্মদ রফির জন্মশতবর্ষ। জানা গেছে, সেদিন আনুষ্ঠানিক ঘোষণা আসবে বায়োপিকের। তখন জানা যাবে সিনেমার নাম আর মোহাম্মদ রফি চরিত্রের অভিনেতার নাম।
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফি। দেশাত্মবোধক গান, প্লেব্যাক, বিরহের গান, রোমান্টিক গান, সুফি-কাওয়ালি থেকে ভজন-ভক্তিমূলকসহ সংগীতের সব ঘরানায় অবাধ বিচরণ ছিল প্রয়াত এই শিল্পীর। এবার পর্দায় দেখা যাবে মোহাম্মদ রফির জীবনী। এমনটাই জানালেন রফির ছেলে শাহিদ রফি।
ভারতের গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৪তম আসরে গত মঙ্গলবার সম্মান জানানো হয় মোহাম্মদ রফিকে। সেখানেই বায়োপিকের খবর দেন শাহিদ রফি। তিনি জানান, এখন চলছে সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ। বায়োপিকটির পরিচালনায় থাকতে পারেন উমেশ শুক্লা; যিনি বলিউড সিনেমা ‘ওহ মাই গড’ ও ‘১০২ নট আউট’ পরিচালনা করেছেন। রফির বায়োপিকে ব্যবহার করা হবে শিল্পীর গান। তবে এ সিনেমায় রফির চরিত্রে কে অভিনয় করবেন, তা জানাননি শাহিদ রফি।
মোহাম্মদ রফির গাওয়া গান এখনো মানুষের মুখে মুখে। ‘লিখে যো খত তুঝে’, ‘আজ মৌসুম বড়া বেইমান’, ‘ম্যায় জিন্দেগি কা সাথ নিভাতা চলা গ্যায়া’, ‘কৌন হ্যায় যো স্বপ্নো মে আয়া’ থেকে ‘পর্দা হ্যায় পর্দা’, ‘গুলাবি আঁখে’, ‘ক্যায়া সে ক্যায়া হো গায়া’সহ হাজারের বেশি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রফি। ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন। তাঁর জীবনের বহু অজানা কথা ফুটে উঠবে বায়োপিকে।
আগামী ২৪ ডিসেম্বর মোহাম্মদ রফির জন্মশতবর্ষ। জানা গেছে, সেদিন আনুষ্ঠানিক ঘোষণা আসবে বায়োপিকের। তখন জানা যাবে সিনেমার নাম আর মোহাম্মদ রফি চরিত্রের অভিনেতার নাম।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫