সঞ্জয় লিলা বানসালির ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ দিয়ে ওটিটিতে ডেবিউ করছেন অভিনেত্রী শারমিন শেহগাল। ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিরিজটি। তবে সিরিজটিতে অভিনয়ের জন্য নেটিজেনদের কাছে সমালোচনার মুখে পড়েছেন শারমিন।
‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সিনেমায় মল্লিকাজানের (মনীষা কৈরালা) মেয়ে আলমজেবের চরিত্রে অভিনয় করেছেন শারমিন। তবে তাঁর অভিনয়ে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই অভিনেত্রীর অভিনয় দেখে নেপোটিজম বলে কটাক্ষ করেছেন। কারণ শারমিন শেহগাল সম্পর্কে সঞ্জয় লিলা বানসালির বোনের মেয়ে। অনেকেরই দাবি, শুধু পরিচালকের ভাগনি হওয়ার সুবাদে এই চরিত্রে তাঁকে কাস্ট করা উচিত হয়নি। কটাক্ষের মুখে পড়ে নিজের একাধিক পোস্টের মন্তব্য সেকশন বন্ধ রেখেছেন অভিনেত্রী।
আলমজেবের ভূমিকায় অভিনেত্রী শারমিন শেহগালকে দেখে হতাশ হয়েছেন দর্শক। সোশ্যাল মিডিয়া খুললেই তা দেখা যাচ্ছে। একজন লিখেছেন, ‘এইমাত্র হীরামান্ডি দেখে উঠলাম। শারমিন শেহগাল খুব বেশি স্ক্রিন সময় পেয়েছিলেন অস্বাভাবিক অভিনয় দক্ষতার জন্য। কিন্তু কথা হলো, ও অভিনয় জানেই না! অভিব্যক্তির অভাব, বাচনভঙ্গিতে সমস্যা, পুরো অভিজ্ঞতাকে নষ্ট করে দিয়েছে।’ অপর এক নেটিজেন লেখেন, ‘আমার সত্যিই ওকে আলম হিসেবে পছন্দ হয়নি।
কেউ কেউ নেপোটিজম বিতর্ক নিয়ে সরব হয়েছেন। নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে মন্তব্য বক্স। কারও মন্তব্য, ‘অভিব্যক্তিহীন ভাগনিকে কাস্ট করেছেন। ওকে স্ক্রিনে দেখে ঘুম পেয়ে যাচ্ছিল।’ যদিও ছবিতে প্রশংসিত হয়েছে অদিতি রাও হায়দারি, সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, সানজিদা শেখের অভিনয়।
উল্লেখ্য, শারমিন সঞ্জয় লিলা বানসালির ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ (২০১৩), ‘বাজিরাও মাস্তানি’ (২০১৫) এবং ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (২০২২) ছবিতে ক্যামেরার পেছনে কাজ করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত স্পোর্টস বায়োপিক, ‘মেরি কম’-এর সহকারী পরিচালকও ছিলেন।
সঞ্জয় লিলা বানসালির ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ দিয়ে ওটিটিতে ডেবিউ করছেন অভিনেত্রী শারমিন শেহগাল। ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিরিজটি। তবে সিরিজটিতে অভিনয়ের জন্য নেটিজেনদের কাছে সমালোচনার মুখে পড়েছেন শারমিন।
‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সিনেমায় মল্লিকাজানের (মনীষা কৈরালা) মেয়ে আলমজেবের চরিত্রে অভিনয় করেছেন শারমিন। তবে তাঁর অভিনয়ে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই অভিনেত্রীর অভিনয় দেখে নেপোটিজম বলে কটাক্ষ করেছেন। কারণ শারমিন শেহগাল সম্পর্কে সঞ্জয় লিলা বানসালির বোনের মেয়ে। অনেকেরই দাবি, শুধু পরিচালকের ভাগনি হওয়ার সুবাদে এই চরিত্রে তাঁকে কাস্ট করা উচিত হয়নি। কটাক্ষের মুখে পড়ে নিজের একাধিক পোস্টের মন্তব্য সেকশন বন্ধ রেখেছেন অভিনেত্রী।
আলমজেবের ভূমিকায় অভিনেত্রী শারমিন শেহগালকে দেখে হতাশ হয়েছেন দর্শক। সোশ্যাল মিডিয়া খুললেই তা দেখা যাচ্ছে। একজন লিখেছেন, ‘এইমাত্র হীরামান্ডি দেখে উঠলাম। শারমিন শেহগাল খুব বেশি স্ক্রিন সময় পেয়েছিলেন অস্বাভাবিক অভিনয় দক্ষতার জন্য। কিন্তু কথা হলো, ও অভিনয় জানেই না! অভিব্যক্তির অভাব, বাচনভঙ্গিতে সমস্যা, পুরো অভিজ্ঞতাকে নষ্ট করে দিয়েছে।’ অপর এক নেটিজেন লেখেন, ‘আমার সত্যিই ওকে আলম হিসেবে পছন্দ হয়নি।
কেউ কেউ নেপোটিজম বিতর্ক নিয়ে সরব হয়েছেন। নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে মন্তব্য বক্স। কারও মন্তব্য, ‘অভিব্যক্তিহীন ভাগনিকে কাস্ট করেছেন। ওকে স্ক্রিনে দেখে ঘুম পেয়ে যাচ্ছিল।’ যদিও ছবিতে প্রশংসিত হয়েছে অদিতি রাও হায়দারি, সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, সানজিদা শেখের অভিনয়।
উল্লেখ্য, শারমিন সঞ্জয় লিলা বানসালির ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ (২০১৩), ‘বাজিরাও মাস্তানি’ (২০১৫) এবং ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (২০২২) ছবিতে ক্যামেরার পেছনে কাজ করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত স্পোর্টস বায়োপিক, ‘মেরি কম’-এর সহকারী পরিচালকও ছিলেন।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে