তামিল অভিনেতা বিজয় সেতুপতির ওপর হামলার চেষ্টা করেছেন এক যুবক। মঙ্গলবার রাতে ভারতের বেঙ্গালুরু এয়ারপোর্টে এ ঘটনা ঘটেছে। ঘটনার ৬ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়।
জানা গেছে, ‘মাস্টার শেফ তামিল’ অনুষ্ঠানের শুটিংয়ের জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন বিজয় সেতুপতি। কাজের ফাঁকে সদ্য প্রয়াত অভিনেতা পুনিত রাজকুমারের পরিবারের সঙ্গেও দেখা করেন। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার ফ্লাইট ধরার কথা ছিল। বিমানবন্দরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দেহরক্ষীরা ছিলেন সঙ্গে।
এ সময় আচমকা এক ব্যক্তি পেছন থেকে এসে ঝাঁপিয়ে পড়েন বিজয় সেতুপতির ওপর। তবে দেহরক্ষীরা থাকায় রেহাই পেয়েছেন অভিনেতা। দূর থেকে ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন এক ব্যক্তি। যা প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়।
ভিডিওতে দেখা যায়, বিজয় সেতুপতি দেহরক্ষীদের নিয়ে এয়ারপোর্টের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ-ই এক ব্যক্তি ছুটে এসে জাম্প করে তাঁর ওপর আক্রমণের চেষ্টা করেন। তবে দেহরক্ষীরা দ্রুত পাকড়াও করেন আক্রমণকারীকে। বিমানবন্দরের পুলিশও ছুটে আসেন। আটক করা হয় ওই ব্যক্তিকে।
কিন্তু কেন এই ঘটনাটি ঘটল? কী কারণে আক্রমণের চেষ্টা হলো বিজয়ের ওপর? ভারতীয় সংবাদমাধ্যমকে বিজয় সেতুপতির এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, ওই হামলাকারী আসলে মাতাল ছিলেন। নেশার ঘোরে এই ঘটনা ঘটিয়েছেন তিনি।
এ ঘটনার পর দ্রুত স্থান ত্যাগ না করে বিজয় এগিয়ে যান আক্রমণকারীর দিকে। তার সঙ্গে আলাপ করার চেষ্টা করেন। তবে দেহরক্ষীদের জোরাজুরিতে কিছুক্ষণ পর এয়ারপোর্ট থেকে বেরিয়ে যান বিজয়। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এত বড় ঘটনা ঘটার পরও হামলাকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি অভিনেতার পক্ষ থেকে।
দেখুন ভাইরাল হওয়া হামলার ভিডিও:
তামিল অভিনেতা বিজয় সেতুপতির ওপর হামলার চেষ্টা করেছেন এক যুবক। মঙ্গলবার রাতে ভারতের বেঙ্গালুরু এয়ারপোর্টে এ ঘটনা ঘটেছে। ঘটনার ৬ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়।
জানা গেছে, ‘মাস্টার শেফ তামিল’ অনুষ্ঠানের শুটিংয়ের জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন বিজয় সেতুপতি। কাজের ফাঁকে সদ্য প্রয়াত অভিনেতা পুনিত রাজকুমারের পরিবারের সঙ্গেও দেখা করেন। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার ফ্লাইট ধরার কথা ছিল। বিমানবন্দরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দেহরক্ষীরা ছিলেন সঙ্গে।
এ সময় আচমকা এক ব্যক্তি পেছন থেকে এসে ঝাঁপিয়ে পড়েন বিজয় সেতুপতির ওপর। তবে দেহরক্ষীরা থাকায় রেহাই পেয়েছেন অভিনেতা। দূর থেকে ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন এক ব্যক্তি। যা প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়।
ভিডিওতে দেখা যায়, বিজয় সেতুপতি দেহরক্ষীদের নিয়ে এয়ারপোর্টের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ-ই এক ব্যক্তি ছুটে এসে জাম্প করে তাঁর ওপর আক্রমণের চেষ্টা করেন। তবে দেহরক্ষীরা দ্রুত পাকড়াও করেন আক্রমণকারীকে। বিমানবন্দরের পুলিশও ছুটে আসেন। আটক করা হয় ওই ব্যক্তিকে।
কিন্তু কেন এই ঘটনাটি ঘটল? কী কারণে আক্রমণের চেষ্টা হলো বিজয়ের ওপর? ভারতীয় সংবাদমাধ্যমকে বিজয় সেতুপতির এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, ওই হামলাকারী আসলে মাতাল ছিলেন। নেশার ঘোরে এই ঘটনা ঘটিয়েছেন তিনি।
এ ঘটনার পর দ্রুত স্থান ত্যাগ না করে বিজয় এগিয়ে যান আক্রমণকারীর দিকে। তার সঙ্গে আলাপ করার চেষ্টা করেন। তবে দেহরক্ষীদের জোরাজুরিতে কিছুক্ষণ পর এয়ারপোর্ট থেকে বেরিয়ে যান বিজয়। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এত বড় ঘটনা ঘটার পরও হামলাকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি অভিনেতার পক্ষ থেকে।
দেখুন ভাইরাল হওয়া হামলার ভিডিও:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২৪ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২৪ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২৪ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২৪ দিন আগে